Panchayat Election: ভোটলুঠের 'ভয়'! ব্যালট বক্স থানায় তৃণমূল প্রার্থী
Panchayat Poll: মালদায় দফায় দফায় হিংসার ঘটনা সামনে এসেছে। কোথাও বুথে গন্ডগোল। কখনও দুই যুযুধান রাজনৈতিক দলের মধ্যে লড়াই। এবার সামনে এলে ব্যালট ছিনতাইয়ের ঘটনাও।
করুণাময় সিংহ, মালদা: ব্যালট বাক্স নিয়ে থানায় হাজির তৃণমূল প্রার্থী। চাঁচলের খরবা গ্রাম পঞ্চায়েতের ১৯৬ নম্বর বুথের ঘটনা। ভোট চলাকালীন কংগ্রেস ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ বেধে যায়। আতঙ্কে ভোটকেন্দ্র ছেড়ে পালান ভোট কর্মীরা। ব্যালট বাক্স নিয়ে চাঁচল থানায় চলে যান তৃণমূল প্রার্থী মতিউর রহমান। ভোট লুঠের আশঙ্কা থেকেই এই কাজ বলে তৃণমূল প্রার্থীর দাবি।
মালদায় দফায় দফায় হিংসার ঘটনা সামনে এসেছে। কোথাও বুথে গন্ডগোল। কখনও দুই যুযুধান রাজনৈতিক দলের মধ্যে লড়াই। এবার সামনে এলে ব্যালট ছিনতাইয়ের ঘটনাও।
কোথাও ছাপ্পার অভিযোগ:
মালদার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের পশ্চিম বেলশুঁড় প্রাথমিক বিদ্যালয়ের বুথের ভিতরে ঢুকে গুলি করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। কয়েকজন ভোটার জখম হন বলে অভিযোগ। প্রাণ বাঁচাতে পাশের বাড়িতে আশ্রয় নেন ভোট কর্মীরা। স্থানীয়দের দাবি, বুথ দখল করে দেদার ছাপ্পা মারা হয়। কিছু ব্যালট লুঠ করে পুকুরে ফেলে দেওয়া হয়। মালদার ইংরেজবাজারেও দেদার ছাপ্পার অভিযোগ উঠেছে। ৩৭ ও ২২৪ নম্বর বুথ দখল করে প্রকাশ্যে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
গুলিবিদ্ধ ভোটার:
কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে এদি উত্তপ্ত হয়ে ওঠে কালিয়াচকের নওদা যদুপুর এলাকা। গুলিবিদ্ধ হন এক ভোটার। অভিযোগ, আগ্নেয়াস্ত্র নিয়ে বুথ দখলের চেষ্টা করে তৃণমূল নেতা বকুল শেখের ভাই রাজু শেখ। সেইসময় প্রতিরোধ করে কংগ্রেস। ঝামেলা দেখে আতঙ্কে নওদা যদুপুরের কলিমুদ্দিন প্রাথমিক বিদ্যালয়ের ভোটকর্মীরা বুথ ছেড়ে পালান। তাঁদের আটকে বুথে ফেরত নিয়ে যান কংগ্রেস কর্মীরা। কংগ্রেসের অভিযোগ, রাস্তায় বাঁশ হাতে দাপিয়ে বেড়াচ্ছে তৃণমূলের দুষ্কৃতীরা। পুলিশ কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ।
তৃণমূল কর্মী খুন:
ভোটের সকালে মালদার মানিকচকে হিংসায় প্রাণ হারিয়েছেন এক জন। গোপালপুর গ্রাম পঞ্চায়েতের বালুটোলা গ্রামে তৃণমূল কর্মীকে গুলি করে, বোমা মেরে খুন করার অভিযোগ। নিহত শেখ মালেক তৃণমূলের অঞ্চল সভাপতির আত্মীয়। ভোট শুরুর আগে সকাল থেকে তৃণমূল-কংগ্রেস সংঘর্ষে বোমাবাজি শুরু হয়। গুলিও চলে বলে অভিযোগ। উভয়পক্ষের ৮ জন জখম হন। রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে বোমা পড়ে থাকতে দেখা গিয়েছে।
আক্রান্ত কংগ্রেস কর্মী:
হরিশ্চন্দ্রপুরের রাড়িয়াল গ্রামে কংগ্রেস কর্মীকে কোপ। অভিযোগের তির তৃণমূলের দিকে। অভিযোগ, ভোট দিতে যাওয়ার পথে, কংগ্রেস কর্মীর গলায় কোপ মারে তৃণমূলের দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় কংগ্রেস কর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে রতুয়ায় বুথের বাইরে ব্যাপক বোমাবাজি হয়েছে। বাহারাল গ্রাম পঞ্চায়েতের ২২টি বুথ দখলের চেষ্টার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। হাতে ব্যাগ ভর্তি বোমা নিয়ে এলাকায় দাপিয়ে দুষ্কৃতীদের দাপিয়ে বেড়ানোর অভিযোগও উঠেছে।
আরও পড়ুন: রাজ্য নির্বাচন কমিশনে ঢুকে পড়ল BJP, তুমুল বিক্ষোভ-ধস্তাধস্তি