Panchayat Election Top News: পঞ্চায়েত ভোটের মুখে সাসপেন্ড ৫৬ জন তৃণমূল নেতা-কর্মী, রাজ্যে রুট মার্চ কেন্দ্রীয় বাহিনীর
Panchayat Election 2023: ভোটে গরম বাংলা, রাজ্যজুড়ে দিনভর কোথায় কী ঘটছে? জেনে নিন এক ক্লিকে...
নেতা-কর্মীকে সাসপেন্ড: দলীয় প্রার্থীকে না মেনে নির্দল হয়ে দাঁড়ানোর শাস্তি। পঞ্চায়েত ভোটের (Panchayat Election) মুখে ৫৬ জন নেতা-কর্মীকে সাসপেন্ড করল তৃণমূল (TMC)। দল বিরোধী কাজের অভিযোগে সাসপেন্ড একঝাঁক তৃণমূল নেতা। নদিয়ার (Nadia) ২১, দক্ষিণ দিনাজপুরের (South Dinajpur) ১৭ ও মুর্শিদাবাদের (Murshidabad) ১০ জন সাসপেন্ড।
রুট মার্চ শুরু: বীরভূমের (Birbhum) সিউড়িতে রুট মার্চ শুরু করল কেন্দ্রীয় বাহিনী (Central Force)। আজ সকালে সিউড়ি ১ নম্বর ব্লকের আলুন্দা গ্রাম পঞ্চায়েতের কাখুড়িয়া গ্রামে রুট মার্চ করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন তাঁরা। কেন্দ্রীয় বাহিনী আসায় নিশ্চিন্তে ভোট দিতে পারব, আশা গ্রামবাসীদের।
'আদি-নব্য' দ্বন্দ্ব: পঞ্চায়েত ভোটের মুখেও 'আদি-নব্য' দ্বন্দ্বে জেরবার তৃণমূল কংগ্রেস। 'অভিমানী' কর্মীদের ক্ষোভ মেটাতে আসরে নামলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। শনিবার পূর্ব মেদিনীপুরের ময়নায় কর্মিসভা ছিল তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh)। তৃণমূল কর্মীদের একাংশের অভিযোগ, তাঁদেরকে সভায় ডাকাই হয়নি। কুণাল ঘোষের সামনেই ক্ষোভ উগরে দেন তাঁরা।
সায়নী ঘোষ সম্পর্কে ফেসবুকে কুরুচিকর পোস্ট: যুব তৃণমূলের (TMC) রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ সম্পর্কে ফেসবুকে কুরুচিকর পোস্ট করার অভিযোগ, পূর্ব বর্ধমানের গলসিতে গ্রেফতার বিজেপি প্রার্থী। ধৃত সঞ্জয় হালদার গলসির আদড়াহাটি গ্রাম পঞ্চায়েতে বিজেপির (BJP) টিকিটে লড়ছেন। বৃহস্পতিবার গলসিতে নির্বাচনী সভা করেন সায়নী। অভিযোগ, ওই দিনই ফেসবুকে যুব তৃণমূলের রাজ্য সভানেত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন বিজেপি প্রার্থী। গতকাল তাঁকে গ্রেফতার করে গলসি থানার পুলিশ। ধৃত বিজেপি প্রার্থীর ২৭ জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা? প্রথমে পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) মনোনয়নপত্র (Nomination) তোলার সময় দিকে দিকে বাধা। তারপর, মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার ঝুরি ঝুরি অভিযোগ। আর এবার কি নতুন কৌশল মিথ্যা মামলায় ফাঁসানো? একের পর এক ঘটনায় বিরোধী প্রার্থীদের গ্রেফতারি ঘিরে এখন এই প্রশ্নই উঠতে শুরু করেছে। মুর্শিদাবাদ থেকে বর্ধমান। বীরভূম থেকে পুরুলিয়ায় দিকে দিকে তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগই তুলছে বিরোধীরা।