Abhishek Banerjee: ৮০ হাজার আসনে মনোনয়ন বিরোধীদের, তৃণমূল ১০ হাজারে, বাধাপ্রাপ্ত হচ্ছে কে! অশান্তি নিয়ে পাল্টা প্রশ্ন অভিষেকের
Panchayat Elections 2023:কাউকে মনোনয়নে বাধা দেওয়া হয়নি বলে দাবি অভিষেকের।
![Abhishek Banerjee: ৮০ হাজার আসনে মনোনয়ন বিরোধীদের, তৃণমূল ১০ হাজারে, বাধাপ্রাপ্ত হচ্ছে কে! অশান্তি নিয়ে পাল্টা প্রশ্ন অভিষেকের Panchayat Elections 2023 Abhishek Banerjee says TMC is lagging behind opposition in filing nominations so allegations are nothing but lies Abhishek Banerjee: ৮০ হাজার আসনে মনোনয়ন বিরোধীদের, তৃণমূল ১০ হাজারে, বাধাপ্রাপ্ত হচ্ছে কে! অশান্তি নিয়ে পাল্টা প্রশ্ন অভিষেকের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/14/576c3e2f54fb8d20fd0287ccbd3b07be1686746077014338_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: পঞ্চয়েত নির্বাচনের মনোনয়ন ঘিরে অগ্নিগর্ভ একাধিক জেলা (Panchayat Elections 2023) । শাসকদলের দাপটে বিরোধীরা মনোনয়ন জমা দিতে পারছেন না বলে অভিযোগ উঠছে। কিন্তু বিরোধীদের এই অভিযোগ খারিজ করে দিলেন তৃণমূলের সাধরণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর দাবি, ভালই মনোনয়ন দিয়েছে বিরোধীরা, তাহলে কীভাবে বাধা দেওয়ার অভিযোগ। ৮০ হাজার আসনে বিরোধীদের মনোনয়ন, ১০ হাজার তৃণমূলের। কাউকে মনোনয়নে বাধা দেওয়া হয়নি বলে দাবি অভিষেকের।
নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর থেকেই গত কয়েক দিন ধরে লাগাতার অশান্তি, ঝামেলার সাক্ষী হয়েছে বাংলা। জায়গায় জায়গায় ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও ঝরেছে রক্ত। বুধবার সকাল থেকেও দফায় দফায় উত্তপ্ত হয়েছে ভাঙড়, ক্যানিং, মিনাখাঁ-সহ একাধিক এলাকা। বোমাবাজি, গুলি চলার অভিযোগও সামনে এসেছে। তৃণমূল বিরোধীদের মনোনয়ন জমা দিতে বাধা দিচ্ছে বলে উঠছে অভিযোগ।
সেই আবহে জনসংযোগ কর্মসূচির আওতায় এ দিন ভাঙড় থেকে রায়দিঘি যাচ্ছিলেন অভিষেক। সেখানে অশান্তি নিয়ে প্রশ্ন করলে তিনি বিরোধীদের অভিযোগ খারিজ করে দেন। বলেন, "ভালই মনোনয়ন দিয়েছে বিরোধীরা। ৮০ হাজার আসনে ওরা মনোনয়ন জমা দিয়েছে। তৃণমূল মনোনয়ন জমা দিয়েছে ১০ হাজার আসনে। তাহলে বাধা দেওয়ার অভিযোগ ওঠে কিভাবে?" কাউকে মনোনয়নে বাধা দেওয়া হয়নি বলেও দাবি করেন অভিষেক।
এর আগে, ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচন ব্যাপক হিংসা, অশান্তির সাক্ষী হয়েছিল বাংলা। এ বারের পঞ্চায়েত নির্বাচন নিয়েও তাই গোড়া থেকেই আশঙ্কা দেখা দিচ্ছিল। সেই আবহে অভিষেকই অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের আশ্বাস দিয়েছিলেন। কোথাও বিরোধীরা প্রার্থী না দিতে পারলে, তিনি এবং তাঁর দল সাহায্য করবেন বলে জানিয়েছিলেন। কিন্তু বিরোধীদের দাবি, এ বারও বিরোধীদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া হচ্ছে।
এ নিয়ে অভিযোগ জানাতে বুধবার নবান্নে উপস্থিত হন ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকি। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন তিনি। কেন ISF প্রার্থীদের মনোনয়নে বাধা দেওয়া হচ্ছে, সেই প্রশ্ন নিয়েই এসেছিলেন। কিন্তু ব্যস্ততার দরুণ মমতা তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি। আর এদিনই মনোনয়নে বাধার অভিযোগ নিয়ে কার্যত কমিশন ঘেরাও করে বিজেপি। শুভেন্দু অধিকারী, সুকান্ত ভট্টাচার্যরা জেলা থেকে বিজেপি কর্মী-সমর্থক এবং মনোনয়ন দিতে না পারা প্রার্থীদের নিয়ে উপস্থিত হন। কমিশন পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ তোলেন তাঁরা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)