(Source: ECI/ABP News/ABP Majha)
Suvendu Adhikari: সিভিক ভলান্টিয়ারদের গায়ে পুলিশের উর্দি, আদালতের নির্দেশ সত্ত্বেও পক্ষপাতিত্ব কমিশনের, বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
Panchayat Elections 2023: বুধবার রাজ্য নির্বাচন কমিশনের দফতরে পৌঁছন শুভেন্দু। সেখানে তাঁর সঙ্গে সঙ্গে ছিলেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ও।
কলকাতা: পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন ঘিরে তুলকালাম পরিস্থিতি (Panchayat Elections 2023)। সেই আবহে বিস্ফোরক অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)x। তিনি জানিয়েছেন, নির্বাচনে নিরাপত্তা সংক্রান্ত কাজে সিভিক ভলান্টিয়ার নামানো যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে আদালত। তার পরও সিভিক ভলান্টিয়ারদের পুলিশের ইউনিফর্ম পরিয়ে নামানোর প্রচেষ্টা চলছে বলে দাবি শুভেন্দুর (WB Election Commission)।
বুধবারও মনোনয়ন জমা দেওয়াকে ঘিরে সকাল থেকে দফায় দফায় অশান্তি সামনে এসেছে। ভাঙড়, ক্যানিং, মিনাখাঁ তপ্ত হয়ে উঠেছে বোমাবাজি, অশান্তিতে। কোথাও লাঠিচার্জ করতে হয়েছে পুলিশকে, ফাটাতে হয়েছে কাঁদানে গ্যাসের শেল। গুলিবিদ্ধ হওয়ার ঘটনাও সামনে এসেছে। শাসকদলের তরফে বিরোধীদের মনোনয়নে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ।
সেই নিয়ে বুধবার রাজ্য নির্বাচন কমিশনের দফতরে পৌঁছন শুভেন্দু। সেখানে তাঁর সঙ্গে সঙ্গে ছিলেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ও। দিকে দিকে অশান্তি, মনোনয়নে বাধা নিয়ে অভিযোগ জানাতেই সেখানে পৌঁছন তাঁরা। কিন্তু কিছু ক্ষণ পরই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগেন শুভেন্দু।
এদিন শুভেন্দু অভিযোগ করেন, নির্বাচন কমিশন নিরপেক্ষ নয় বলে। তাঁর দাবি, কমিশন জানিয়েছে ভোট করানো সংক্রান্ত ক্ষমতা তাদের হাতেই ন্যস্ত করেছে আদালত। যদিও শুভেন্দুর যুক্তি, মনোনয়ন এবং ভোট করানোর দায়িত্ব দিলেও, আইন-শৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। অথচ কোনও হেলদোল নেই কমিশনের।
নির্বাচনে নিরাপত্তা সংক্রান্ত কাজে সিভিক ভলান্টিয়ার নামানো যাবে না, নির্ধারিত গণ্ডির বাইরে সিভিক ভলান্টিয়ারদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া যাবে না বলে আগেই জানিয়েছিল আদালত। কিন্তু শুভেন্দুর দাবি, পুলিশের উর্দি পরিয়ে সিভিক ভলান্টিয়ারদের মাঠে নামিয়ে দেওয়া হচ্ছে। সিভিক ভলান্টিয়ারদের গায়ে চাপানোর জন্য বীরভূমে সাড়ে তিন হাজার পুলিশের উর্দি অর্ডার দেওয়া হয়েছে বলে দাবি করেন শুভেন্দু। বর্ধমানেও উর্দি বানানোর কাজ চলছে বলে জানান।
এদিন শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাস চালানোর অভিযোগও করেন শুভেন্দু। তাঁর দাবি, ২০১৯, ২০২১ সালে যে এলাকায় লিড পেয়েছিল বিজেপি, এখন সেখানে প্রার্থীই খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনটা কোনও ভাবে সম্ভব নয়। যে ভাবে অত্যাচার চালাচ্ছে শাসকদল, তাতে ২০ হাজার আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল জয়লাভ করবে বলেও দাবি করেন শুভেন্দু।