Panchayat Poll 2023: ফের ভোট হিংসার বলি, পূর্ব বর্ধমানে মৃত্যু সিপিএম কর্মীর
Panchayat Election 2023: এবার পূর্ব বর্ধমানের আউশগ্রামে পঞ্চায়েত ভোট-সন্ত্রাসের বলি এক সিপিএম কর্মী। মৃতের নাম রাজিবুল হক।
পূর্ব বর্ধমান: এবার ভোটে মৃত্যুর ঘটনা পূর্ব বর্ধমানে। মৃত সিপিএম (CPM) কর্মীর নাম রাজিবুল হক। গতকাল আউশগ্রামে দুষ্কৃতীদের আক্রমণে আহত হন রাজিবুল হক। তাঁকে বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয়। গভীর রাতে হাসপাতালেই তাঁর মৃত্যু হয়।
পূর্ব বর্ধমানে মৃত্যু সিপিএম কর্মীর: এবার পূর্ব বর্ধমানের আউশগ্রামে পঞ্চায়েত ভোট-সন্ত্রাসের বলি এক সিপিএম কর্মী। মৃতের নাম রাজিবুল হক। গতকাল আউশগ্রামের বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয়ের বুথের সামনে তৃণমূল ও সিপিএমের মধ্যে সংঘর্ষ বাধে। একে অপরকে লাঠি নিয়ে আক্রমণ করে। ঘটনায় জখম হন উভয়পক্ষের ৫ জন। গুরুতর আহত হন সিপিএম কর্মী রাজিবুল হক। রাতে এনআরএসে স্থানান্তরিত করার পর, আজ সকালে ওই সিপিএম কর্মীর মৃত্যু হয় বলে দলীয় সূত্রে খবর।
উত্তর থেকে দক্ষিণ, জেলায় জেলায় অশান্তির ছবি। সব মিলিয়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৬ জনের। ভোট ঘোষণা হওয়ার পর থেকেই দিকে দিকে অব্যাহত হিংসা। পঞ্চায়েত ভোটের বাংলা যেন কার্যত কুরুক্ষেত্র। গতকাল রাত পর্যন্ত, অর্থাৎ ভোট পর্বের আগে এক মাসে মৃত্যু হয়েছে ২০ জনের। আর ভোটের দিন সকালে মৃত্যু হল ৬ জনের। ভোট শুরুর আগে কোচবিহার ১ নম্বর ব্লকের ফলিমারি গ্রাম পঞ্চায়েতে ৩৮ নম্বর বুথে বিজেপি প্রার্থী মায়া ভৌমিক সরকারের পোলিং এজেন্ট মাধব বিশ্বাসকে গুলি করে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ভোট কেন্দ্রের বারান্দায় বেরিয়ে আসতেই গুলি করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিজেপি প্রার্থীর পোলিং এজেন্টের। ভোটের (Panchayat Poll 2023) সকালে মালদার মানিকচকে ভোটের বলি এক। গোপালপুর গ্রাম পঞ্চায়েতের বালুটোলা গ্রামে তৃণমূল কর্মীকে গুলি করে, বোমা মেরে খুন। নিহত শেখ মালেক তৃণমূলের অঞ্চল সভাপতির আত্মীয়।
খড়গ্রামে খুনের বদলা খুুন। এবার কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখের খুনের ঘটনায় মূল অভিযুক্তর বাবা সত্তরউদ্দিন শেখকে খুনের অভিযোগ। ভোররাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গলার নলি কেটে খুন করে গ্রামের মাঠে ফেলে দিয়ে যায় আততায়ীরা, অভিযোগ গ্রামবাসীদের। অন্যদিকে, পঞ্চায়েত ভোট শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে মাঝরাতে ফের মুর্শিদাবাদে খুন তৃণমূল কর্মী। রেজিনগরের ঝিকরা গ্রামে তৃণমূল কর্মী ইয়াসিন শেখকে বোমা মেরে খুনের অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার কংগ্রেসের।
নদিয়ার চাপড়ার কল্যাণদহে কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে তৃণমূল কর্মীর মৃত্যু। আহত আরও ৯ জন তৃণমূল কর্মী। তৃণমূলের দাবি, ভোট দিতে যাওয়ার পথে, কংগ্রেসের দুষকৃতীরা ধারাল অস্ত্র নিয়ে চড়াও হয়। তৃণমূল কর্মীদের এলোপাথাড়ি কোপানো হয়। হাসপাতালে নিয়ে গেলে তৃণমূল কর্মী আমজাদ আলি হালসানাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial