Panchayat Poll 2023: 'ভোট ব্যালটে হওয়া উচিত, বুলেটে নয়, গণতন্ত্রের নিয়ম মেনে ভোট দিন' বার্তা রাজ্যপালের
Panchayat Election 2023: গণতন্ত্রের উৎসবে খুনের ঘটনায় সরব হয়েছেন রাজ্যপাল। পাশাপাশি সন্ত্রাস নিয়ে কড়া বার্তা দিয়েছেন তিনি।
কলকাতা: পঞ্চায়েত ভোটে (Panchayat Poll 2023) বেলাগাম সন্ত্রাস। রাস্তায় রাজ্যপাল। ব্যারাকপুর থেকে গেলেন বারাসাতে। কথা বললেন আক্রান্তদের সঙ্গে। গণতন্ত্রের উৎসবে খুনের ঘটনায় সরব হয়েছেন রাজ্যপাল। পাশাপাশি সন্ত্রাস নিয়ে কড়া বার্তা দিয়েছেন তিনি।
কড়া বার্তা রাজ্যপালের: পঞ্চায়েত ভোটে রাস্তায় রাজ্যপাল সি ভি আনন্দ বোস (Governor C V Anand Bose)। তিনি বলেন,' শান্তিপূর্ণ নির্বাচন আশা করেছিলাম। কিন্তু চতুর্দিকে খুন হচ্ছে। মানুষ জানিয়েছে গুন্ডারা ভোট দিতে যেতে বাধা দিচ্ছে। প্রিসাডিং অফিসারও কোনও কোনও সময় সহায়তা করছেন না। এটা বন্ধ হওয়া দরকার। ভোট ব্যালটে হওয়া উচিত, বুলেটে নয়। সকলকে বলব গণতন্ত্রের নিয়ম মেনেই ভোট দিন।'
লাগাতার হানাহানি। মুহুর্মুহু পড়ল বোমা। চলল গুলি। জখম বহু। ব্যালট লুঠ, বুথ জ্যামের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। রক্তস্নাত ২০২৩-এর পঞ্চায়েত ভোট।উত্তর থেকে দক্ষিণ, জেলায় জেলায় অশান্তির ছবি। সব মিলিয়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩১ জনের। ভোট ঘোষণা হওয়ার পর থেকেই দিকে দিকে অব্যাহত হিংসা। পঞ্চায়েত ভোটের (Panchayat Poll 2023) বাংলা যেন কার্যত কুরুক্ষেত্র। ভোট ঘোষণা থেকে গতকাল রাত পর্যন্ত, অর্থাৎ ভোট পর্বের আগে এক মাসে মৃত্যু হয়েছে ২০ জনের। আর ভোটের দিনও পরপর খুনের ঘটনা ঘটেই চলেছে। এখনও পর্যন্ত শুধুমাত্র ভোটের দিন সকালে মৃত্যু হল ১১ জনের। কোচবিহারে খুন বিজেপির পোলিং এজেন্ট। খড়গ্রাম-রেজিনগর-মানিকচক- চাপড়ায় খুন ৪ তৃণমূল কর্মী। আউশগ্রামে মৃত্যু সিপিএম কর্মীর। কোচবিহারে খুন বিজেপি কর্মী। দিনহাটায় গুলিবিদ্ধ হয়ে বিজেপি কর্মীর মৃত্যু। খড়গ্রাম-রেজিনগর-মানিকচক-চাপড়া, বাসন্তী, কাটোয়া- খুন ৬ তৃণমূল কর্মী। লালগোলা-আউশগ্রামে সিপিএম, নওদায় কংগ্রেস কর্মীর মৃত্যু।
ভোট দেখতে রাস্তায় রাজ্যপাল: ভাঙড়ের বোমা বিছানো পথ থেকে বারুদ-বিধ্বস্ত ক্য়ানিং, সন্ত্রাস-বিদ্ধ কোচবিহার থেকে হিংসা কবলিত বাসন্তী, মুর্শিদাবাদ। ভোট হিংসার খবর পেয়ে কখনও গ্রাউন্ড জিরোয় পৌঁছে গেছেন রাজ্য়পাল। কখনও হিংসা সামাল দিতে, রাজভবনে খুলেছেন পিস রুম। এবার পঞ্চায়েত নির্বাচনের দিনও ভোট পরিদর্শনে সি ভি আনন্দ বোস। ভোট দেখতে এদিন সকালেই বেরিয়ে পড়েন তিনি। প্রথমে ব্যারাকপুরে যান। সেখান থেকে পৌঁছন ব্যারাকপুরে। কথা বলেন আক্রন্তদের সঙ্গে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial