Panchayat Poll 2023: 'কী সাহায্য দরকার?' নিহত TMC কর্মীর পরিবারকে ফোন রাজ্যপালের
কলকাতায় ফেরার ট্রেন থেকেই ফোন রাজ্যপাল সিভি আনন্দ বোসের।আমরা শান্তি চাই, ফোনে রাজ্যপালের কাছে আবেদন নিহতের পরিবারের।
কলকাতা: বাসন্তীতে নিহত যুব তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে ফোনে কথা রাজ্যপালের। কী সাহায্য দরকার, জানতে নিহত যুব তৃণমূল কর্মীর পরিবারকে ফোন রাজ্যপালের। কলকাতায় ফেরার ট্রেন থেকেই ফোন রাজ্যপাল সিভি আনন্দ বোসের (Governor C V Anand Bose)।আমরা শান্তি চাই, ফোনে রাজ্যপালের কাছে আবেদন নিহতের পরিবারের।
পরিবারকে ফোন রাজ্যপালের: ভোটের বঙ্গে অশান্তির অন্ত নেই। ঝরেই চলেছে রক্ত।রবিবার সকাল থেকে উত্তপ্ত বাসন্তীর কাঁঠালবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকা। তৃণমূল-নির্দল সংঘর্ষে আহত ৪ জন। শনিবার রাতেই, বাসন্তীতে খুন হয়েছেন এক যুব তৃণমূল কর্মী। এ নিয়ে ভোট শুরুর আগেই বাংলায় মৃত্যু হল ১৩ জনের। 'রাজ্য পুলিশ নয়, রাজ্যপালে আস্থা' নিহত যুব তৃণমূলকর্মীর পরিবারের।সিবিআই তদন্ত দাবি মৃতের তৃণমূল প্রার্থী মেয়ের।শনিবার রাতে বাড়ি ফিরছিলেন বাসন্তীর ফুলমালঞ্চের বাসিন্দা, বছর বিয়াল্লিশের যুব তৃণমূল কর্মী জিয়ারুল মোল্লা। স্থানীয় বাসিন্দাদের দাবি, হঠাৎ তাঁর রাস্তা আটকে দাঁড়িয়ে পড়ে দুটি বাইকে আসা দুষ্কৃতীরা। জিয়ারুলকে লক্ষ্য করে পরপর গুলি চালাতে থাকে তারা। তৃণমূলকর্মীর মাথায় ও পেটের কাছে গুলি লাগে। হাসপাতালে নিয়ে গেলে জিয়ারুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
বারুইপুর পুলিশে জেলার স্পেশাল অপরেশন গ্রুপের অফিরসারা এদিন ঘটনাস্থল ঘুরে দেখেন। কারা, কেন খুন করল যুব তৃণমূলকর্মীকে? মৃত যুব তৃণমূলকর্মীর মেয়ে মানোয়ারা পিয়াদা বাসন্তীর কাঁঠালবেড়িয়া থেকে পঞ্চায়েত সমিতির তৃণমূল প্রার্থী হয়েছেন। দাবি, তাঁর বাবা ছিলেন যুব তৃণমূল নেতা আমানুল্লা লস্করের অনুগামী। ভোটের টিকিট নিয়ে তৃণমূলের সঙ্গে বিবাদের জেরেই খুন হয়েছেন জিয়ারুল। মেয়ের অভিযোগ, পুলিশকে বার বার জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
রবিবার, ট্রেনে কলকাতা ফেরার পথে বাসন্তীতে নিহত যুব তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন রাজ্যপাল। জানতে চান কী সাহায্য চাই? এই পরিস্থিতিতে রাজ্যপালের ওপর আস্থা প্রকাশ করার পাশাপাশি, সিবিআই তদন্ত দাবি ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পঞ্চায়েত ভোটের ৬ দিন আগে বারুইপুর পুলিশ জেলায় একাধি খুনের ঘটনা ঘটায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারাও। নিষ্ক্রিয়তার অভিযোগ অস্বীকার করে পুলিশ জানিয়েছে, ঘটনায় কে বা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। বিভিন্ন কল লিস্ট ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: Pet Care in Monsoon: বৃষ্টির দিনে ভিজতে দেবেন না আদরের পোষ্যকে, কীভাবে খেয়াল রাখবেন ওদের?