Panchayat Poll News : বুথে 'ব্যালট পেপার খেয়ে ফেলেছিলেন মহাদেব', সেখানে আবার হবে ভোট
'ঘরে ঢুকেই আমার বক্স থেকে যে ২৫টার বান্ডিল, সেই একটা বান্ডিল হাতে নিয়ে, হাফ ছিঁড়ে মুখে ভাত খাওয়ার মতো চেবানো শুরু করল। ' বলেছিলেন সিপিএম প্রার্থী রবীন্দ্রনাথ ।
রুমা পাল, সমীরণ পাল, সুনীত হালদার, কলকাতা : ভোটের দিনে ( Panchayat Poll ) ব্যালট বাক্সে ঢালা হয়েছিল জল! কোথাও ব্যালট ভর্তি বাক্সের ঠাঁই হয়েছিল পুকুরে...নর্দমায়। গণনার দিনও সেই মুখ্য চরিত্রে ছিল সেই ব্যালট। উঠেছিল ব্যালটে কারচুপি থেকে, ব্যালট ছিনতাইয়ের এমনকি বিরোধীদের হারাতে ব্যালট গিলে ফেলার অভিযোগও ! সেই থেকে শিরোনামে উঠে আসে তৃণমূল প্রার্থী মহাদেব মাটির নাম ! এবার সেই মহাদেব মাটির বুথে ফের ভোটগ্রহণের সিদ্ধান্ত নিল রাজ্য ইলেকশন কমিশন।
ব্যালট মুখে পুরে দেন তৃণমূল প্রার্থী মহাদেব মাটি
তৃণমূলকে চার ভোটে হারিয়ে জিতেছিলেন বলে দাবি করেন হাবড়ার ভুরকুণ্ডা গ্রাম পঞ্চায়েতের সিপিএম প্রার্থী রবীন্দ্রনাথ মজুমদার। কিন্তু অভিযোগ, হঠাৎ পাশের টেবিল থেকে সিপিএমে ভোট দেওয়া কয়েকটি ব্যালট মুখে পুরে দেন তৃণমূল প্রার্থী মহাদেব মাটি। তারপর থেকেই হইচই পড়ে যায় তাকে নিয়ে। কিন্তু, শেষমেশ হয়ত সেই ব্যালট আর হজম হল না!!
কারণ, যে যে বুথের ভোট গণনার সময়, ব্যালট ছিনিয়ে নেওয়ার অভিযোগে গণনা সম্পূর্ণ হয়নি, সেরকম ২০টি বুথে নতুন করে ভোটের সিদ্ধান্ত নিল রাজ্য নির্বাচন কমিশন।
' হাফ ছিঁড়ে মুখে ভাত খাওয়ার মতো চেবানো শুরু করল'
মহাদেবের বিরুদ্ধে লড়া সিপিএম প্রার্থী রবীন্দ্রনাথ মজুমদার জানিয়েছেন, 'আমি চার ভোটে জিতেছিলাম, জেতার পরে ও ঘরে ঢুকল, ওর কাউন্টিং এজেন্ট যে ছিল, তাঁর সাথে কথা বলেই, তাঁকে সরিয়ে দিয়ে মেন গেট দিয়ে ঢুকে, সিকিউরিটি ছিল না, ঘরে ঢুকেই আমার বক্স থেকে যে ২৫টার বান্ডিল, সেই একটা বান্ডিল হাতে নিয়ে, হাফ ছিঁড়ে মুখে ভাত খাওয়ার মতো চেবানো শুরু করল। '
এদিকে মহাদেব বললেন, 'ভোট হলে, ভোট হবে। জনগণ যে ভোট দেবে, মাথাপেতে মেনে নেব। আমার বিরুদ্ধে যে মিথ্যা প্রচার, সেই মিথ্যা প্রচারের কোনও প্রমাণ, আমি এতগুলি যে টিভিতে দেখেছি, আমি কোনও প্রমাণ পাইনি। '
ফের ভোট কোথায় কোথায়
ভোটগণনার পরও নতুন করে কয়েকটি বুথে ভোট নেওয়ার কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। হাওড়ার সাঁকরাইলের ১৫টি বুথে ফের ভোট হবে। ফের ভোট হবে সিঙ্গুরের একটি বুথেও। অশোকনগর-সহ উত্তর ২৪ পরগনার ৪ বুথেও হবে ভোট। অশোকনগরের যে বুথে ব্যালট পেপার খেয়ে ফেলেছিলেন তৃণমূল প্রার্থী মহাদেব মাটি। সেখানেও ভোট হবে বলে বিজ্ঞপ্তি জারি করে জানায় রাজ্য নির্বাচন কমিশন।
'ব্যালট পেপার ছিনতাইয়ের কারণে ভোট গণনা সম্পূর্ণ হয়নি। সেই কারণেই ফের ভোট হবে ওই ১৫টি বুথে', জানিয়েছে কমিশন। গণনার দিন তৃণমূল বিধায়ক প্রিয়া পালের বিরুদ্ধে ব্যালট লুঠের অভিযোগ ওঠে ।
মাথা যন্ত্রণায় জেরবার? ঘরোয়া উপায়ে নিরাময় পাবেন কীভাবে?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন