PM Modi in Bengal: উত্তরবঙ্গে ঢালাও উন্নয়নের আশ্বাস! কীভাবে? ধূপগুড়িতে বললেন মোদি
Lok Sabha Election 2024: জলপাইগুড়িতে ঘটে যাওয়া ঝড়ের কারণে মৃতদের পরিবারকে সমবেদনা জানান তিনি।
ধূপগুড়ি: ফের বাংলায় প্রচারে মোদি। রবিবার ধূপগুড়িতে জলপাইগুড়ির বিজেপি প্রার্থী জয়ন্ত রায়ের সমর্থনে জনসভা করেন মোদি। সভা থেকে ফের দুর্নীতি নিয়ে তৃণমূলকে নিশানা করেছেন মোদি। জলের প্রকল্প থেকে আবাস যোজনা, উজ্জ্বলা যোজনা থেকে আয়ুষ্মান ভারত যোজনা- সব কিছুই বাংলায় ঠিকমতো চালাতে দিচ্ছে না তৃণমূল- অভিযোগ করেন মোদি। চা বাগান ইস্যু নিয়েও তৃণমূলকে আক্রমণ শানান মোদি। আর জলপাইগুড়ির এই সভা থেকেই গোটা উত্তরবঙ্গের উন্নয়নের আশ্বাস দিয়েছেন মোদি।
কখন উন্নয়ন সম্ভব?
কেন্দ্রে শক্তিশালী বিজেপি সরকার তৈরি হলে উত্তরবঙ্গের সামগ্রিক উন্নয়ন হবে বলে আশ্বাস নরেন্দ্র মোদির। তুলে এনেছেন জি২০ বৈঠকের কথাও। মোদি বলেন, 'উত্তরবঙ্গকে বিশ্ব পর্যটনের মানচিত্রে জায়গা করে দিতেই, এখানে জি২০ বৈঠকের আয়োজন করা হয়েছিল। এই ভোট স্রেফ সাংসদ নির্বাচনের জন্য নয়, শক্তিশালী দেশ গড়তে শক্তিশালী সরকার গঠনের নির্বাচন।' উত্তরবঙ্গে সড়ক হচ্ছে, রেল সংযোগ ভাল হচ্ছে। এনজেপি আধুনিক করার কাজ হচ্ছে। এসব কাজের মাধ্যমেই নতুন চাকরি, নতুন সুযোগ আসবে বলে আশ্বাস মোদির। এবার প্রচারের গিয়ে বারবার মোদির মুখে উঠে এসেছে শক্তিশালী কেন্দ্রীয় সরকারের কথা। যত শক্তিশালী কেন্দ্রের সরকার হবে। তত বেশি উন্নতি হবে ভারতের- প্রচারে বলেছেন মোদি। একই প্রসঙ্গ তুলে আনেন ধূপগুড়ির সভাতেও। মোদির দাবি, 'কেন্দ্রে শক্তিশালী সরকার হলে বিদেশি বিনিয়োগ আসবে, কারখানা হবে, উন্নতি হবে।' সভা থেকে তাঁর স্লোগান, '24x7 for 2047'
সম্প্রতি জলপাইগুড়িতে প্রবল ঝড়ে পাঁচ জন মারা গিয়েছেন। জখম হয়েছিলেন বেশ কয়েকজন। তছনছ হয়ে গিয়েছিল বেশ কিছু গ্রাম। সেই ঝড়ের প্রসঙ্গ উঠে আসে মোদির মুখে। নিহতদের আত্মীয় ও পরিবারের প্রতি সমবেদনা জানান মোদি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।