PM Modi Rally in Bengal:'যেখানে অন্যদের আশা ব্যর্থ হয়, সেখান থেকে মোদির গ্যারান্টি শুরু', কোচবিহারে বার্তা মোদির
Election 2024: আজ একই জেলায় সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। একনজরে দেখে নিন সব আপডেট?
LIVE
Background
ব্যাটলফিল্ড কোচবিহার (Coochebhar)। একই দিনে, একই জেলায় ২৮ কিলোমিটারের ব্যবধানে আজ নির্বাচনী জনসভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee Rally)। বেলা ১২টা নাগাদ কোচবিহারের মাথাভাঙার গুমানির হাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। এরপর বিকেল পৌনে ৪টেয় কোচবিহারের শহরের রাসমেলা ময়দানে নির্বাচনী সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র নরেন্দ্র মোদির। ২০২১-এর ৬ এপ্রিল, বিধানসভা ভোটের আগেও এই দুটি জায়গায় একই দিনে সভা করেছিলেন মোদি-মমতা।
এদিকে, কোচবিহারে আসার আগে বাংলায় পোস্ট প্রধানমন্ত্রীর। 'আমি কোচবিহারের জনসাধারণের মধ্যে আসার জন্য উদগ্রীব হয়ে আছি। আজ দুপুর সাড়ে ৩টে নাগাদ বিজেপির সমাবেশে ভাষণ দেব। আমাদের উন্নয়নের কর্মসূচিকে সমর্থন কোচবিহারের মানুষের। আমার দৃঢ় বিশ্বাস, বিজেপিতেই আস্থা রাখবে কোচবিহারবাসী, এক্স হ্যান্ডলে পোস্ট মোদির।
কোচবিহারে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে (Union Minister Nisith Pramanik) তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তৃণমূল থেকে বিজেপি-তে গিয়ে ওঠা নিশীথকে 'আপদ' বলে কটাক্ষ করলেন মমতা। নিশীথ শুধু গুন্ডামি করে বেড়ান, তাঁর কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়া গণতন্ত্রের জন্য লজ্জার বিষয় বলেও এদিন মন্তব্য করেন মমতা। (Lok Sabha Elections 2024)। কী বলবেন প্রধানমন্ত্রী?
আরও পড়ুন:ব্যাটলফিল্ড কোচবিহার, একই জেলাই আজ প্রচার-যুদ্ধে মোদি-মমতা
WB Election Modi Live:'কেন্দ্রের প্রকল্প রাজ্যে লাগু করতে দেওয়া হয় না, মানুষ বঞ্চিত হয়', তৃণমূল সরকারকে নিশানা মোদির
'কেন্দ্রের প্রকল্প রাজ্যে লাগু করতে দেওয়া হয় না, মানুষ বঞ্চিত হয়', আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে তৃণমূল সরকারকে নিশানা মোদির।
WB Election Campaign Live:'বিজেপি এক দেশ, এক দল করতে চাইছে', মালবাজারের সভায় 'সতর্কবার্তা' মুখ্যমন্ত্রীর
'বিজেপি এক দেশ, এক দল করতে চাইছে। সিএএ-তে আবেদন করেই এনআরসি হবে, ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে', মালবাজারের সভায় 'সতর্ক' করলেন মুখ্যমন্ত্রী।
WB Election Mamata Live:'আমার এক কাউন্সিলরের বাড়িতে ৩ দিন ধরে আয়কর অভিযান হয়েছে, বলেছে, বিজেপি করলে ছেড়ে দেব', মালবাজারের সভায় বলেন মুখ্যমন্ত্রী
'আমার এক কাউন্সিলরের বাড়িতে ৩ দিন ধরে আয়কর অভিযান হয়েছে। ওদের বলেছে, বিজেপি করলে ছেড়ে দেব, ওরা বলেছে গলা কেটে দিলেও বিজেপি করব না', প্রধানমন্ত্রীর সভার ঘণ্টাখানেক আগে মালবাজারের সভায় বলেন মুখ্যমন্ত্রী।
WB Election Campaign Live:'পুরো দেশ বলছে, ফের একবার মোদি সরকার', বললেন প্রধানমন্ত্রী
'পুরো দেশ বলছে, ফের একবার মোদি সরকার। কোচবিহারে আসার পথে মানুষের এত ভিড় দেখে মনে হল, যেন রোড শো হচ্ছে', বললেন প্রধানমন্ত্রী।
WB Election Modi Live:''যেখানে অন্যদের আশা ব্যর্থ হয়, সেখান থেকে মোদির গ্যারান্টি শুরু', কোচবিহারে বার্তা মোদির
'যেখানে অন্যদের আশা ব্যর্থ হয়, সেখান থেকে মোদির গ্যারান্টি শুরু। বাংলায় ৪০ লক্ষ মানুষ ঘর পেয়েছে, এটাই মোদির গ্যারান্টি। গত ১০ বছরে দেশে যা উন্নতি হয়েছ, তার তালিকা অনেক লম্বা। ১০ বছরের এই উন্নয়ন শুধু ট্রেলার, এখনও অনেক কিছু করা বাকি', কোচবিহারে বার্তা প্রধানমন্ত্রীর।