PM Modi in Bengal : 'গোর্খাদের সমস্যা সমাধানের অনেক কাছাকাছি পৌঁছে গেছি আমরা' : মোদি
সরকারি সভা থেকে একাধিক প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি কাওয়াখালিতে রাজনৈতিক সভা করবেন তিনি।

Background
শিলিগুড়ি : আরামবাগ, কৃষ্ণনগর, বারাসাতের পরে আজ শিলিগুড়িতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। সরকারি সভা থেকে একাধিক প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি কাওয়াখালিতে রাজনৈতিক সভা করবেন তিনি।
দক্ষিণবঙ্গের পরে এবার উত্তরবঙ্গে মোদি। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে রবিবার ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সমাবেশ। তার ঠিক ২৪ ঘণ্টা আগে, ফের বাংলায় আসছেন প্রধানমন্ত্রী। এবার তাঁর সভা বিজেপির জেতা আসন দার্জিলিঙে। এদিন শিলিগুড়ির কাওয়াখালিতে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করার কথা আছে তাঁর। এর মধ্যে সিকিমের রেলপথ প্রকল্প, বাগডোগরা বিমানবন্দর সম্প্রসারণ-সহ কয়েক হাজার কোটি টাকার প্রকল্প রয়েছে বলে সূত্রের খবর।
লোকসভা ভোটের (Loksabha Election 2024) নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি। তার আগেই বিজেপি প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। এই তালিকায়, বাংলার ২০টি আসন রয়েছে। তাৎপর্যপূর্ণ বিষয়, এই তালিকায় নেই দার্জিলিঙের নাম। অথচ দার্জিলিং লোকসভা কেন্দ্র ২০০৯ সাল থেকে বিজেপিরই দখলে। যদিও এবার পাহাড়ের রাজনৈতিক অঙ্ক অনেকটাই বদলে গেছে। ২০০৯ সালে গোর্খাল্যান্ড আন্দোলনের প্রেক্ষাপটে প্রথমবার বিজেপির প্রার্থী যশবন্ত সিংহ-কে লোকসভায় পাঠিয়েছিলেন পাহাড়ের মানুষ। বিমল গুরুংয়ের দল গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থন ছিল বিজেপির সঙ্গে।
PM Modi Live : 'গোর্খাদের সমস্যা সমাধানের অনেক কাছাকাছি পৌঁছে গেছি আমরা' : মোদি
'দেশবাসীর সব স্বপ্নপূরণ করেছে মোদি সরকার। অযোধ্যায় রামমন্দির হয়েছে, কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল হয়েছে। গোর্খাদের সমস্যা নিয়েও সংবেদনশীল বিজেপি। গোর্খাদের সমস্যা সমাধানের অনেক কাছাকাছি পৌঁছে গেছি আমরা।' মন্তব্য মোদির।
PM Modi Live Updates : 'ভাইপোর চিন্তা করে তৃণমূল, শাহি-পরিবারের কথা ভাবে কংগ্রেস', খোঁচা মোদির
'তৃণমূল, কংগ্রেস, বামেরা পরিবারতন্ত্রকে প্রশ্রয় দেয়। ভাইপোর চিন্তা করে তৃণমূল, শাহি-পরিবারের কথা ভাবে কংগ্রেস। কংগ্রেস আর তৃণমূলের কথা ভাবে বামেরা, আক্রমণ মোদির।' নিশানা মোদির।





















