(Source: ECI/ABP News/ABP Majha)
Lok Sabha Election 2024: 'তুমি তো লোভী তাই বিজেপিতে', তমলুকে যাওয়ার আগেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে পোস্টার
Tamluk: শোনা যাচ্ছে, তমলুক লোকসভা আসন থেকে বিজেপি প্রার্থী হতে পারেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যে বেশ কয়েকটি জায়গায় শুরু হয়েছে তাঁর নামে দেওয়াল লিখন।
বিটন চক্রবর্তী , তমলুক : সদ্য বিজেপিতে যোগদান । তারপর থেকে ক্রমাগত তৃণমূলকে নিশানা। এমনকী শিলিগুড়ির সভা থেকে 'নো ভোট টু তৃণমূল' স্লোগানও তুলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। এবার তাঁর দিকেই ধেয়ে এল আক্রমণ। তাঁর বিরুদ্ধে তমলুকে পড়ল পোস্টার।
শোনা যাচ্ছে, তমলুক লোকসভা আসন থেকে বিজেপি প্রার্থী হতে পারেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যে বেশ কয়েকটি জায়গায় শুরু হয়েছে তাঁর নামে দেওয়াল লিখন। এদিকে তমলুক কেন্দ্রে দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করেছে তৃণমূল। এই আবহে আজই পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে আসছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর তাঁর আসার আগেই বিজেপি কার্যালয়ের সামনে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে পড়ল পোস্টার। তাতে লেখা রয়েছে, 'অভিজিৎ তুমি তো লোভী তাই বিজেপিতে, জবাব চাইছে মানুষ জবাব দাও'। আর এই পোস্টারের নীচে প্রচারের জায়গায় লেখা রয়েছে, পার্থসারথি মাইতি, তৃণমূল কাউন্সিলর ও রাজ্য যুব সহ সভাপতি। এনিয়ে জেলার রাজনীতিতে শোরগোল পড়েছে।
লোকসভা নির্বাচনের (Loksabha Election 2024) নির্ঘণ্ট প্রকাশ সময়ের অপেক্ষা। কিন্তু কোনওভাবেই সময় নষ্ট করতে চাইছে না রাজনৈতিক দলগুলি। এক দফায় প্রার্থী তালিকাও প্রকাশ করেছে বিজেপি। শুরু দেওয়াল লিখন পর্বও। সাদা দেওয়ালে জোর কদমে চলছে রং তুলির কাজ। রঙিন পদ্মফুল চিহ্নের পাশে জ্বল জ্বল করছে তাঁর নাম। গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর শুক্রবারইই পূর্ব মেদিনীপুরের তমলুক কেন্দ্রের বিভিন্ন জায়গায় তাঁর সমর্থনে দেওয়াল লিখন শুরু করে দেন দলীয় কর্মীরা। এই আসনে এখনও প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। তবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অবসরের ঘোষণা পর্ব থেকেই তিনি তমলুকের প্রার্থী হতে পারেন বলে গুঞ্জন চলছে।
শুধু দেওয়াল লিখনই নয় একাধিক জায়গায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে পোস্টার, ব্যানারও লাগানো হয়েছে। বৃহস্পতিবার রাজ্যের বিরোধী দলনেতার উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিরোধী দলনেতার বিধানসভা এলাকাতেই অবসরপ্রাপ্ত বিচারপতির নামে শুরু দেওয়াল লিখন।
বিজেপিতে নাম লিখিয়েই তৃণমূলকে উৎখাতের হুঙ্কার দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেছেন, "আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে একটা দুর্নীতিগ্রস্ত দলের এবং একটা দুর্নীতিগ্রস্ত সরকারের বিদায়ের, বিদায় লগ্নের সূচনা করে দেওয়া এই লোকসভা ভোটে। যাতে ২০২৬-এ তারা আর ক্ষমতায় আসতে না পারে।"
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।