![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
(Source: ECI/ABP News/ABP Majha)
Rahul Gandhi:ওয়েনাড় ছাড়ছেন রাহুল, উপনির্বাচনে লড়বেন প্রিয়াঙ্কা গাঁধী
Priyanka Gandhi: ওয়েনাড় ছাড়ছেন রাহুল, থাকছেন রায়বরেলির সাংসদ হয়ে। ওয়েনাড় থেকে উপনির্বাচনে লড়বেন প্রিয়ঙ্কা গাঁধী।
![Rahul Gandhi:ওয়েনাড় ছাড়ছেন রাহুল, উপনির্বাচনে লড়বেন প্রিয়াঙ্কা গাঁধী Rahul Gandhi Leaving Wayanad Keeping Rae Bareli As MP Election 2024 Rahul Gandhi:ওয়েনাড় ছাড়ছেন রাহুল, উপনির্বাচনে লড়বেন প্রিয়াঙ্কা গাঁধী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/17/257e398d48c5f7190f0cbcba2e1020741718634669133482_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি: ওয়েনাড় ছাড়ছেন রাহুল (Rahul Gandhi Leaves Wayanad), থাকছেন রায়বরেলির সাংসদ হয়ে। ওয়েনাড় থেকে উপনির্বাচনে লড়বেন প্রিয়ঙ্কা গাঁধী। রায়বরেলি থেকে জিতে ওয়েনাড় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন রাহুল গাঁধী। ওয়েনাড় ও রায়বরেলি, দুই কেন্দ্রেই ৩ লক্ষাধিক ভোটে জেতেন সনিয়া-তনয়।
যা জানা গেল...
ওয়েনাড় এবং রায়বরেলির মধ্য়ে কোনটা রাখবেন, এই নিয়ে দোলাচলে ছিলেন রাহুল, এমনই খবর কংগ্রেস সূত্রে। তবে আজ, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে, সনিয়া গাঁধী, কে সি বেণুগোপালের সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত হয়, ওয়েনাড় ছাড়বেন রাহুল। রায়বরেলির সাংসদ হয়েই থাকবেন। তবে এদিনই সিদ্ধান্ত হয়েছে যে, ওয়েনাড়ের উপনির্বাচনে প্রিয়াঙ্কা গাঁধীকে প্রার্থী করা হবে। সূত্রের খবর, রাহুল 'ভারাক্রান্ত হৃদয়ে' ওয়েনাড় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর মতে, সেখানকার মানুষদের যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, সে কথা ভেবেই ভারাক্রান্ত হৃদয় তাঁর। তবে তাঁর বোন যে রায়বরেলি থেকে উপনির্বাচনে দাঁড়াবেন এবং প্রিয়াঙ্কার সঙ্গে যে তিনিও ওয়েনাড় আসবেন, সে কথা ফের মনে করান রাহুল। পরে প্রিয়াঙ্কাও জানান, ওয়েনাড় থেকে লড়ার সুযোগ পেয়ে তিনি খুব খুশি। এখন দেখার বিষয় এটার যে প্রিয়াঙ্কা তাঁর নির্বাচনী প্রচার কবে থেকে শুরু করেন। আরও একটি বিষয় নিয়ে আলোচনা চলছে। রাহুলকে যে লোকসভার বিরোধী দলনেতা করার প্রস্তাব দেওয়া হয়েছিল, তার কী হয় সেটি জানতেও উদগ্রীব রাজনৈতিক মহল। কংগ্রেস সভাপতি আজ জানিয়েছেন, দ্রুত এই সিদ্ধান্ত জানানো হবে।
রাহুল যা বললেন...
'আমার রায়বরেলি এবং ওয়েনাড়ের সঙ্গে মনের যোগ রয়েছে। গত পাঁচ বছর আমি ওয়েনাড়ের সাংসদ ছিলাম। সেখানে, প্রত্যেক পার্টির লোকজন আমাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। সে জন্য আন্তরিক ধন্যবাদ। সারা জীবন এটা মনে থাকবে', বলেন রাহুল। সঙ্গে ঘোষণা করেন, প্রিয়াঙ্কা গাঁধী সেখানকার উপনির্বাচনে লড়বেন। তবে তিনিও নিয়মিত সেখানে যাতায়াত করবেন। ওয়েনাড়ের মানুষজনকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা পূরণও করা হবে, আশ্বাস সনিয়া-পুত্রের। একই সঙ্গে মনে করান, রায়বরেলির সঙ্গে তাঁদের পুরনো সম্পর্ক রয়েছে। অন্য দিকে দৃশ্যত উচ্ছ্বসিত দেখায় প্রিয়াঙ্কা গাঁধীকে। বলেন, 'আমি খুব খুশি। ওয়েনাড়ের থেকে লড়ব...আর সেখানকার মানুষদের আমার প্রতিশ্রুতি, ওঁর(রাহুল) অনুপস্থিতি টের পেতে দেব না।' তবে রায়বরেলিতে যে তিনি 'ভাইয়া'-কে সাহায্য করবেন, সে কথাও মনে করান প্রিয়াঙ্কা।
বিষয়টি নিয়ে কটাক্ষ হানতে দেরি করেনি বিজেপি। তাদের নেতা শেহজাদ পুনাওয়ালা বলেন, 'কংগ্রেস যে কোনও দল নয়, একটা পরিবারবাদী সংস্থা সেটা আরও একবার প্রমাণিত। ওঁদের মা (সনিয়া গাঁধী) রাজ্যসভায় থাকবেন, ছেলে লোকসভায় থাকবেন, এবার প্রিয়াঙ্কা গাঁধীও লোকসভায় থাকবেন। পরিবারবাদী রাজনীতির প্রকৃষ্ট প্রমাণ এটি।' কিন্তু একই সঙ্গে এও কটাক্ষ, রাহুল গাঁধী উত্তরপ্রদেশে উপনির্বাচনে লড়ার ঝুঁকি নিতে চান না। কারণ তিনি জানেন, বিজেপি সেখানে সাংগঠনিক শক্তি বাড়িয়ে ফেলেছে।
আরও পড়ুন:ভোর থেকে অটোমেটিক সিগন্যালে ত্রুটি! দুর্ঘটনার নেপথ্যে কী কারণ?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)