Rahul On Sambit Patra Controversy : মোদি নিজেকে ভগবান ভাবলে, পাপের লঙ্কার পতন নিশ্চিত, সম্বিত-বিতর্কে রাহুল
Sambit Patra comment on Jagannath sparks outrage : ওড়িশা জুড়ে সমালোচনার ঝড় বয়েছে। লোকসভা ভোটে এর কতটা প্রভাব প়ড়ে সেটাই দেখার। সম্বিতের 'মুখ ফস্কে' ভুল কি মাফ করবে জনতা ?
নয়াদিল্লি: সোমবার। ভিড়ে থিকথিক জগন্নাথ ধাম। জগন্নাথ দর্শনের জন্য বাঁধভাঙা ভিড়ের সঙ্গে যুক্ত হয়েছিল মোদির রোড-শো-র জন্য উন্মাদনা। তার মধ্যেই ছড়িয়ে পড়ল বিতর্কের আগুন। পুরীর বিজেপি প্রার্থী সম্বিত পাত্রর একটি মন্তব্য ঘিরে উত্তাল দেশের রাজনীতি। যদিও এই মন্তব্য তিনি মুখ ফস্কেই করে ফেলেছেন বলে জানিয়েছে।
কী বলেছেন সম্বিত ?
পুরীর বিজেপি প্রার্থী সম্বিত পাত্র বলেন, 'প্রভু জগন্নাথ নরেন্দ্র মোদির ভক্ত'। সোমবারই সৈকত শহরে প্রচারে যান প্রধানমন্ত্রী। জগন্নাথ মন্দিরে পুজোও দেন। সেখানেই পুরীর বিজেপি প্রার্থী সম্বিত পাত্র বলেন, 'প্রধানমন্ত্রী মোদিকে দেখতে লক্ষ লক্ষ মানুষ হাজির ছিলেন। প্রভু জগন্নাথ নিজে মোদির ভক্ত।আমরা সকলেই মোদির পরিবার।'
বিজেপি প্রার্থীর এই মন্তব্যের কড়া নিন্দা করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ও রাহুল গান্ধী। রাহুল লিখেছেন, ' প্রধানমন্ত্রী যখন নিজেকে সম্রাট ভাবতে শুরু করেন এবং পার্ষদরা তাঁকে ভগবান ভাবতে শুরু করেন, তখন বোঝা যায় পাপের লঙ্কার পতন ঘনিয়ে এসেছে।' তিনি আরও বলেন, ' মুষ্টিমেয় বিজেপির নেতাদের কোটি কোটি মানুষের অনুভূতিতে আঘাত করার অধিকার কে দিয়েছে?'
এই বিষয়ে মুখ খুলেছে তৃণমূল কংগ্রেসও। তৃণমূলের পক্ষ থেকে চন্দ্রিমা ভট্টাচার্যের মন্তব্য, 'ঔদ্ধত্যের চরম সীমায় পৌঁছলে মানুষ এরকম কথা বলে'।
এই পরিস্থিতিতে বারবার ক্ষমা চেয়েছেন সম্বিত। বলেছেন, একেবারেই মুখ ফস্কে এই কথা। আর তাও এই ভুলের প্রায়শ্চিত্ত করতে ৩ দিন উপবাস রাখবেন বলেও জানিয়েছেন সম্বিত। সংবাদ সংস্থা এএনআই কে দেওয়া এক সাক্ষাৎকারে পুরীর বিজেপি প্রার্থী দাবি করেন, ' তিনি প্রায় ১৫ - ১৬ টি চ্যানেলের সঙ্গে কথা বল ছিলেন, তখনই তিনি বলচে চেয়েছিলেন, প্রধানমন্ত্রী মোদি মহাপ্রভু জগন্নাথ জির একনিষ্ঠ অনুগামী। বিভিন্ন চ্যানেলের কাছে এই কথাটি বারবার বলতে হচ্ছিল। একে এত মানুষের ভিড়, এমন জনাকীর্ণ পরিস্থিতি, গরম আবহাওয়া এবং কোলাহলের জন্য ভুল করে উল্টো কথা বলে ফেলেন। বলেন যে ভগবান জগন্নাথ মোদীর ভক্ত।'
তবে এই নিয়ে ওড়িশা জুড়ে সমালোচনার ঝড় বয়েছে। লোকসভা ভোটে এর কতটা প্রভাব প়ড়ে সেটাই দেখার। সম্বিতের 'মুখ ফস্কে' ভুল কি মাফ করবে জনতা ?
पुरी है तैयार,
— Sambit Patra (Modi Ka Parivar) (@sambitswaraj) May 20, 2024
फिर एक बार मोदी सरकार।#AmaraPuriAmaraModi pic.twitter.com/SkeJG1sFW5
আরও পড়ুন :
তৈরি ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিস্থিতি ! কবে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল?