South 24 Parganas News:মনোনয়ন পর্বের আজ ফাইনাল ডে, শেষ দিনেও ভাঙড়ে অশান্তির আশঙ্কা
মনোনয়ন ঘিরে পরপর দু’দিন দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে উঠেছিল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। আজও থমথমে গোটা এলাকা।
ভাঙড়: মনোনয়ন (Nomination) পর্বের আজ ফাইনাল ডে। শেষ দিনেও ভাঙড় (Bhangar) ১ নম্বর ব্লকে অশান্তির আশঙ্কা। মনোনয়ন কেন্দ্রের কিছুটা দূরে বাসন্তী হাইওয়ের নলমুড়ি হাসপাতাল মোড়ে সকাল থেকে জড়ো হচ্ছেন তৃণমূল কর্মীরা। একের পর এক গাড়িতে চড়ে লাঠি হাতে হাজির হচ্ছেন শাসকদলের কর্মী, সমর্থকরা। একদিকে যখন এই ছবি, তখন গত ২ দিনের মতো ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও মনোনয়ন কেন্দ্রের বাইরে তৃণমূল কর্মীদের জমায়েত। পুলিশ মাঝেমধ্যে হঠিয়ে দিলেও, এলাকায় এখনও শাসকদলের কর্মী, সমর্থকদের ভিড়। ফলে আরও একবার মনোনয়ন ঘিরে গন্ডগোলের আবহ ভাঙড়ে।
দুষ্কৃতীদের মুক্তাঞ্চল: মনোনয়ন ঘিরে পরপর দু’দিন দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে উঠেছিল দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) ভাঙড়। আজও থমথমে গোটা এলাকা। আইএসএফ ও বামেরা প্রতিরোধ গড়ে তোলায়, ভাঙড় ২ নম্বর ব্লকে প্রথম দিকে কিছুটা পিছু হঠেছিল তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রার পর, গতকাল ভাঙড় ১ নম্বর ব্লকও উত্তপ্ত হয়ে ওঠে। আজ মনোনয়নের শেষদিনে ময়দানে নামতে মরিয়া শাসকদল। অন্যদিকে, আইএসএ প্রার্থীদেরও মনোনয়ন বাকি রয়েছে। ফলে মনোনয়ন-পর্বের শেষ প্রহরেও ভাঙড়ে টানটান উত্তেজনা। অশান্তি এড়াতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।
পরপর ২টি বোমা বিস্ফোরণ: মনোনয়ন কেন্দ্রের সামনে পরপর ২টি বোমা বিস্ফোরণ। পুলিশকে থোড়াই কেয়ার তৃণমূল কর্মীদের। ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও ভাঙড় ১ নম্বর ব্লক অফিসে মনোনয়ন কেন্দ্রের বাইরে অবৈধ জমায়েত। লাঠি হাতে মিছিল করছেন শাসকদলের কর্মী, সমর্থকরা। নিধিরাম পুলিশের সামনেই জামার পিছনে লাঠি গুঁজে মনোনয়ন কেন্দ্রের সামনে মিছিল করেন তৃণমূল কর্মীরা। মোতায়েন রয়েছে র্যাফ। ক্যামেরা দেখে পুলিশ সক্রিয় হয়ে ভিড় হঠানোর চেষ্টা করলেও, অকুতোভয় তৃণমূল কর্মীরা। বিডিও অফিসের গায়েই বাড়ি, তাই রাস্তায় দাঁড়িয়ে স্থানীয় বাসিন্দারা। অবৈধ জমায়েত নিয়ে সাফাই তৃণমূল নেতার।
ক্যানিং-এও উত্তপ্ত পরিস্থিতি: তৃণমূলের মনোনয়ন-অপারেশন। ক্যানিং ১ নম্বর ব্লক অফিসে সামনে অবৈধ জমায়েত। ২৮ জন তৃণমূল প্রার্থীর সঙ্গে বহু লোকের ভিড়। দলীয় প্রার্থীর প্রস্তাবক হতে এসেছেন বলে দাবি জমায়েতকারীদের। লাঠিচার্জ করে ভিড় হঠানোর চেষ্টা করে র্যাফ ও পুলিশ। গতকাল মনোনয়ন ঘিরে বোমা-গুলিতে উত্তপ্ত হয়ে ওঠে ক্যানিং ১ নম্বর ব্লক। গুলিবিদ্ধ হন ২ জন। আহত হন ক্যানিংয়ের এসডিপিও দিবাকর দাস। আজ মনোনয়ন কেন্দ্রের চারপাশ পুলিশে ছয়লাপ। মনোনয়ন কেন্দ্রের এক কিলোমিটারের মধ্যে গাড়ি আটকে দেওয়া হচ্ছে।