Lok Sabha Election 2024: "সন্ত্রাস বন্ধ না করলে তিহাড় জেলে পাঠাব", তৃণমূল বিধায়ককে হুঁশিয়ারি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
Lok Sabha Election 2024: অনুব্রত মণ্ডল ও তাঁর মেয়ে সুকন্যা গোরু পাচার মামলায় গ্রেফতার হয়ে তিহাড় জেলে যাওয়ার পর থেকেই বিজেপি ছোট-বড় সব নেতা-নেত্রীই এই বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেসকে হুঁশিয়ারি দেন।
বিটন চক্রবর্তী, নন্দকুমার: নন্দকুমারের (Nandakumar) তৃণমূল বিধায়ক (TMC MLA) সুকুমার দে-কে তিহাড় জেলে পাঠানোর হুঁশিয়ারি দিলেন তমলুক কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Tamluk BJP candidate Abhijit Ganguly)।
এপ্রসঙ্গে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বলেন, "এখানকার এম এল এ সন্ত্রাস করার চেষ্টা করছেন। তাঁকে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি আপনি যদি সন্ত্রাস বন্ধ না করেন আপনার দিন ঘনিয়ে এসেছে। তদন্ত হবে এবং উনি তিহাড়ে যাবেন। আপনি জেনে রাখুন বিপদে পড়ে গেছেন। আপনাকে কীভাবে কোণঠাসা করতে হয় সেটা আমরা জানি।" পাশাপাশি সুকুমার দে-এর বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির অভিযোগও তোলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন: Suvendu Adhikari: শেখ শাহজাহানের সঙ্গে মমতা ও অভিষেকের সম্পর্ক নিয়ে অভিযোগ শুভেন্দুর
প্রসঙ্গত উল্লেখ্য, অনুব্রত মণ্ডল ও তাঁর মেয়ে সুকন্যা গোরু পাচার মামলায় গ্রেফতার হয়ে তিহাড় জেলে যাওয়ার পর থেকেই বিজেপি ছোট-বড় সব নেতা-নেত্রীই এই বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেসকে হুঁশিয়ারি দেন। সম্প্রতি রাজ্য়ের বিরোধী দলনেতা ও নন্দীগ্রামর বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীও বারবার তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে তিহাড় জেলের জুজু দেখান। সেখানে গিয়ে কীভাবে বীরভূমের একসময়ের 'বাঘ' অনুব্রত মণ্ডল ইঁদুরে পরিণত হয়েছেন তা নিয়ে কটাক্ষও করেন। রাজ্যের অন্যান্য নেতা-মন্ত্রীরা যাঁরা বর্তমানে দুর্নীতির দায়ে পশ্চিমবঙ্গের জেলে রয়েছেন তাঁদেরও তিহাড়ে পাঠানোর হুঁশিয়ারি দেন। এমনকী নাম না করে 'কয়লা ভাইপো'-র স্থানও তিহাড়ে হবে বলে কটাক্ষ করেন। মঙ্গলবার তার যেন পুনরাবৃত্তি হতে দেখা গেল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্যে। তবে তিনি অবশ্য কটাক্ষ নয়, সোজাসুজি হুঁশিয়ারি দিলেন নন্দকুমারের তৃণমূল কংগ্রেস বিধায়ক সুকুমার দে-কে। পরিষ্কার বুঝিয়ে দিলেন, বিজেপির স্থানীয় নেতা-কর্মীদের উপর অত্যাচার করলে বা তাঁদের ভয় দেখালে তিহাড় জেলে ঢোকানোর ব্যবস্থা করবেন নন্দকুমারের বর্তমান বিধায়ককে।
আরও পড়ুন: Lok Sabha Election 2024: 'অভিমান হওয়া স্বাভাবিক, RSS-এ ফিরে যান', দিলীপকে 'সহানুভূতি' দেবাংশুর !
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।