Panchayat Election 2023: বিজেপি প্রার্থীর দেওয়াল লিখন মোছা ঘিরে উত্তেজনা ঘোলায়
North 24 Parganas News: বিলকান্দা ২ নম্বর পঞ্চায়েত সমিতির বিজেপি প্রার্থী বিশ্বনাথ ধরের অভিযোগ, তাঁর নামে লেখা দেওয়ালে চুন লেপে দেয় তৃণমূলের দুষ্কৃতীরা।
![Panchayat Election 2023: বিজেপি প্রার্থীর দেওয়াল লিখন মোছা ঘিরে উত্তেজনা ঘোলায় Tension stirs in North 24 Parganas after BJP candidate's graffiti removed Panchayat Election 2023: বিজেপি প্রার্থীর দেওয়াল লিখন মোছা ঘিরে উত্তেজনা ঘোলায়](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/24/eac51c03555cae4100f141db60042b87168758242024851_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সমীরণ পাল, ঘোলা: উত্তর ২৪ পরগনার ঘোলায় (Ghola) বিজেপি প্রার্থীর দেওয়াল লিখন মুছে ফেলাকে করে উত্তেজনা। অভিযোগের তির তৃণমূলের দিকে। দেওয়ালের লেখা মুছে দেওয়ার ছবি সিসি ক্যামেরায় ধরা পড়েছে। বিলকান্দা ২ নম্বর পঞ্চায়েত সমিতির বিজেপি প্রার্থী বিশ্বনাথ ধরের অভিযোগ, তাঁর নামে লেখা দেওয়ালে চুন লেপে দেয় তৃণমূলের দুষ্কৃতীরা। অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল প্রার্থী প্রবীর রাজবংশী। বিজেপির তরফে ঘোলা থানায় অভিযোগ দায়ের হয়েছে।
দেওয়াল লিখন মোছা ঘিরে উত্তেজনা: খড়দা বিধানসভার অন্তর্গত ঘোলা বিলকান্দা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত সমিতিতে ২১৬ নম্বর পার্টের বিজেপি প্রার্থী বিশ্বনাথ ধর। বিশ্বনাথ ধর ঘোলা তেঘরিয়া এলাকায় নির্বাচনের দেওয়াল লিখন করেছিলেন। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সেই দেওয়াল লিখন চুন দিয়ে মুছে দেয় বলে অভিযোগ। গোটা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। বিজেপি প্রার্থী অভিযোগ জানিয়েছেন ঘোলা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ঘোলা থানার পুলিশ। বিজেপি প্রার্থীর সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ব্লক সভাপতি প্রবীর রাজবংশী। তৃণমূলের তরফ থেকে প্রবীর রাজবংশী বলেন, “বিজেপি কোনও প্রার্থী পাচ্ছে না। মানুষ বিজেপির সঙ্গে নেই। বিজেপির পায়ের নিচের মাটি সরে গেছে বলেই তারা নিজেরাই এই ধরনের ঘটনা ঘটিয়ে তৃণমূলের ওপর দোষ চাপিয়ে দিচ্ছে। এই ধরনের নোংরা ঘটনার সঙ্গে তৃণমূলের কেউ জড়িত নয়।’’ সিসিটিভি ফুটেজ দেখে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ঘোলা থানার পুলিশ।
এদিকে পশ্চিম বর্ধমানের জামুড়িয়া ২ নম্বর ব্লকে দেওয়াল লেখাকে কেন্দ্র করে তৃণমূল ব্লক সভাপতি ও বিজেপির মণ্ডল সভাপতির মধ্যে হাতাহাতি। ভাইরাল ধাক্কাধাক্কির ভিডিও। বিজেপির জামুড়িয়া ২ নম্বর মণ্ডল সভাপতি রমেশ ঘোষই এবার জামুড়িয়া পঞ্চায়েত সমিতির প্রার্থী হয়েছেন। তাঁর অভিযোগ, গতকাল রাতে দেওয়াল লেখার সময় তাঁকে বাধা দেন তৃণমূলের ব্লক সভাপতি সিদ্ধার্থ রানা-সহ তৃণমূলের নেতা, কর্মীরা। মারধরও করা হয় বলে অভিযোগ। তৃণমূলের পাল্টা দাবি, বিজেপি তাদের দেওয়াল দখল করে নেওয়ায় প্রতিবাদ করলে, তাদের কর্মীরাই উল্টে আক্রান্ত হন। দু’পক্ষই পাণ্ডবেশ্বর থানায় অভিযোগ দায়ের করেছে।
আরও পড়ুন: Homemade Candle: রং-সুগন্ধের সমাহার, ঘরেই চটজলদি তৈরি মোমবাতি
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)