Elections 2024:ভোটপ্রচারে মাঠে কৃষকের সঙ্গে লাঙল, ঝুড়িতে আলু কুড়োনো! মিতালী বাগের ভাইরাল ভিডিওয় হইচই
TMC Candidate Mitali Bag:ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে, প্রচারে বেরিয়ে কৃষকদের সঙ্গে মাঠে নেমে পড়েছেন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালী বাগ। লাঙ্গল দিচ্ছেন, ঝুড়িতে করে আলু কুড়োচ্ছেন।
সোমনাথ দাস, আরামবাগ: আজ থেকে ঠিক এক মাস পরে 'ফাইনাল' পরীক্ষার প্রথম দিন। সে কথা মাথায় রেখেই জোরকদমে প্রস্তুতি থুরি প্রচারে নেমে পড়লেন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালী বাগ। ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে, প্রচারে বেরিয়ে কৃষকদের সঙ্গে মাঠেও নেমে পড়েছেন মিতালী। লাঙ্গল দিচ্ছেন, ঝুড়িতে করে আলু কুড়োচ্ছেন।
ছবির মতো...
লোকসভা ভোটের এক মাস আগে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা বিধানসভা এলাকায় প্রচারে বেরিয়ে এমনই করলেন তৃণমূল প্রার্থী। তাঁর সঙ্গে ছিলেন চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধাড়া, রামজীবনপুর পুরসভার চেয়ারম্যান কল্যাণ তিওয়ারি। হঠাৎ করে তৃণমূল প্রার্থীকে কৃষকদের সঙ্গে মাঠে আলু তুলতে দেখায় তীব্র কটাক্ষ করেছে বিজেপি। তবে প্রচারের জন্য শাসক-বিরোধী নির্বিশেষে সব তরফই নিজেদের মতো করে প্রস্তুতি নিচ্ছেন। গত কাল, সোমবার যেমন, বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ টিকিট কেটে ট্রেনে উঠে ভোটের প্রচার করেন। ওই দিনই আবার, আদিবাসী অধ্যুষিত গ্রামে গিয়ে তালে তালে পা মেলান সৌমিত্রর প্রাক্তন স্ত্রী তথা বিষ্ণুুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল।
আরামবাগ সম্পর্কে...
গত লোকসভা ভোটে এই আরামবাগ থেকে সামান্য ব্যবধানে জিতেছিলেন তৃণমূলের অপরূপা পোদ্দার। কিন্তু ২০২১ সালে আরামবাগ লোকসভার চারটি বিধানসভায় নিরাশাজনক ফল হয়েছিল জোড়াফুলের। এবার যখন ব্রিগেডের জনগর্জন সভায় তৃণমূল প্রার্থীতালিকা ঘোষণা করে, তাতে অপরূপার নাম ছিল না। অবশ্য, দলীয় সাংসদদের অনেককেই এবার টিকিট দেয়নি তৃণমূল। তাঁদের মধ্যে কয়েকজনের ব্যাপারে কোনও সংশয় ছিল না। কেউ কেউ আবার টিকিট না পেয়ে অন্য দলে চলে গিয়েছেন। অপরূপা সে সব কিছু করেননি। বরং ফেসবুকে নাতিদীর্ঘ পোস্ট দিয়েছিলেন। সেখানে নিজের লোকসভা কেন্দ্রের বাসিন্দাদের কাছে ক্ষমাও চাইতে দেখা যায় অপরূপাকে। লেখেন, 'আমার দ্বারা যদি কিছু ভুল হয়ে থাকে, দয়া করে আপনারা সকলে আমাকে ক্ষমা করে দেবেন।' তিনি সাংসদ থাকাকালীন যদি কোনও দুর্নীতি প্রমাণিত, তা হলে তাঁকে 'জুতোপেটা' করারও কথা লেখা ছিল ওই পোস্টে। শুধু আরামবাগ লোকসভা কেন্দ্রের বাসিন্দারাই নন, তাঁর বিরুদ্ধে, কোন ব্য়ক্তির কোনও রকম অভিযোগ থাকলেই জানাতে আর্জি জানিয়েছেন অপরূপা। একই সঙ্গে আরামবাগের মানুষকে তাঁর আশ্বাস, আগের মতোই এখনও তাঁকে ডাকলে পাশে পাবেন। এমন পরিস্থিতিতে মিতালি বাগের এই প্রচার।