Panchayat Election: পঞ্চায়েত টিকিট বণ্টনে অসঙ্গতির অভিযোগ, গণ ইস্তফা তৃণমূলের মালদা সংখ্যালঘু সেলের নেতাদের
Malda Mass Resignation: মালদার সংখ্যালঘু সেলের সভাপতি, নয় জন সহ সভাপতি ছাড়াও ব্লকের দায়িত্বে থাকা অর্থাৎ ব্লক সভাপতি যাঁরা রয়েছেন প্রত্যেকেই ইস্তফা দিয়েছেন।
করুণাময় সিংহ, মালদা: পঞ্চায়েত টিকিট (Panchayat Ticket) বণ্টনে অসঙ্গতির অভিযোগে গণ ইস্তফা (Mass Resignation)। গুরুতর অভিযোগ তুলে গণ ইস্তফা তৃণমূলের (TMC) মালদা (Malda) সংখ্যালঘু সেলের নেতাদের। জেলা কমিটির সব সদস্য, ১৫ জন ব্লক সম্পাদক সভাপতি, অঞ্চল সভাপতি সম্পাদকের পদত্যাগ। সব মিলিয়ে ১০৭৫ জন পদাধিকারীর পদত্যাগে জেলায় চাঞ্চল্য।
কেন এই গণ ইস্তফা? কী তাঁদের অভিযোগ?
গণ ইস্তফা দিয়েছেন মালদার সংখ্যালঘু সেলের বহু নেতৃত্ব। মালদার সংখ্যালঘু সেলের সভাপতি, নয় জন সহ সভাপতি ছাড়াও ব্লকের দায়িত্বে থাকা অর্থাৎ ব্লক সভাপতি যাঁরা রয়েছেন প্রত্যেকেই ইস্তফা দিয়েছেন।
কেন ইস্তফা? কী তাঁদের অভিযোগ? তাঁদের অভিযোগ সংখ্যালঘু সেলের যাঁরা নেতাকর্মীরা রয়েছেন তাঁদের জন্য টিকিটের দাবি করা হলেও কাউকেই টিকিট দেওয়া হয়নি। এমনকী টিকিট বিতরণের ক্ষেত্রে স্বজনপোষণ করা হয়েছে, অর্থের বিনিময়ে টিকিট বিক্রি করে দেওয়া হয়েছে বলে গুরুতর অভিযোগ তুলছেন তাঁরা। এই অভিযোগেই তাঁরা পদত্যাগ করেছেন এবং রাজ্য নেতৃত্বকেও সেই কথা তাঁরা জানিয়েছেন।
যদিও এই পদত্যাগকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। জেলা তৃণমূল সভাপতি পরিষ্কার জানিয়েছেন যাঁরা দলের ক্ষতি চান, যাঁরা দলের কর্মী নন, তাঁরাই পদত্যাগ করছেন অসময়ে দলকে বিপদে ফেলার জন্য।
অন্যদিকে, পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বেই রক্তাক্ত বাংলা। ভয়ঙ্কর ভাঙড়। কুরুক্ষেত্র ক্যানিং। ইন্দাস থেকে মুরারই জেলায় জেলায় দিকে দিকে অশান্তি। গ্রাম-বাংলার ক্ষমতা দখলের এই লড়াইয়ে হিংসার অবিরাম আস্ফালনের মধ্যেই চলছে দলবদলের খেলা। পঞ্চায়েত ভোটের মুখে জঙ্গলমহল অধ্যুষিত বাঁকুড়া জেলায় তৃণমূল ও বিজেপিতে ভাঙন। ঘাসফুল ও পদ্মফুল ছেড়ে কংগ্রেসের 'হাত' ধরলেন একাধিক নেতা ও কর্মী। ছাতনায় তৃণমূল পরিচালিত মেট্যালা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কবিতা মাণ্ডি যোগ দিলেন কংগ্রেসে। বিজেপির ছাতনা মণ্ডল কমিটির সদস্য নিত্যানন্দ গঙ্গোপাধ্যায়ও গেরুয়া শিবির ছেড়ে কাঁধে তুলে নিলেন কংগ্রেসের পতাকা। কংগ্রেস সূত্রে দাবি, এই দু'জন ছাড়াও মেট্যালা ও তেঘরি অঞ্চলের তৃণমূল ও বিজেপির বেশ কিছু সক্রিয় কর্মী তাঁদের দলে যোগ দিয়েছেন।
আরও পড়ুন: Vastu Tips : নতুন বাড়ি তৈরির সময় এই বিষয়গুলি মাথায় রাখুন, অন্যথা হতে পারে ক্ষতি !
তৃণমূলত্যাগী উপপ্রধানের বক্তব্য, নেতৃত্বের ব্যবহারে খুব্ধ হয়েই তাঁর এই দলবদল। বিজেপিত্যাগী মণ্ডল নেতার অভিযোগ, দলে কাজ করার সুযোগ পাচ্ছিলেন না তিনি। যদিও বাঁকুড়ার বিজেপি বিধায়ক তাঁকে আমল দিতে নারাজ। কয়েক মাস আগে এই ছাতনাতেই তৃণমূল ও বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন শতাধিক কর্মী। এবার ভোটের মুখে যোগদান হল কংগ্রেস শিবিরে।
এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial