(Source: ECI/ABP News/ABP Majha)
Bhawanipur By-election 2021 Result: ভবানীপুরে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, আগাম জয়োল্লাস কালীঘাটে
ভবানীপুরে গণনার প্রথম ধাপে অনেক এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা: ভবানীপুরে গণনার প্রথম ধাপে অনেক এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই ছবি সামনে আসার পরেই একাধিক জায়গায় আগাম জয়োল্লাসের ছবি। কালীঘাটে (Kalighat) উড়ছে সবুজ আবির।
অন্যদিকে, ভবানীপুর ছাড়াও বাকি দুই কেন্দ্রেই এগিয়ে তৃণমূল। জয়ের গন্ধ পেতে শুরু করেছে ঘাসফুল শিবির। এই পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে উৎসব শুরু করে ফেলেছে তৃণমূল। মালদায় পথচলতি মানুষকে করানো হচ্ছে মিষ্টিমুখ। গড়বেতায় নাচ তৃণমূলকর্মীদের। উল্লেখ্য, শেষ পাওয়া খবর অনুযায়ী, ভবানীপুরে ১২৪৩৫ ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। চতুর্থ রাউন্ডের গণনায় ১৬৩৯৭টি ভোট পেলেন মমতা। বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল চতুর্থ রাউন্ডে পেলেন ৩৯৬২টি ভোট। সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস তৃতীয় রাউন্ডের গণনায় পেলেন ৩১৫টি ভোট। পাশাপাশি জঙ্গিপুরে ১১৫৯১ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী জাকির হোসেন। সামশেরগঞ্জে তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম এগিয়ে ৩৭০০ ভোটে।
গোটা দেশের নজর এখন ভবানীপুরের দিকে। কারণ, এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল ৮টা থেকে শুরু হয়েছে গণনা প্রক্রিয়া। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মোড়া গণনাকেন্দ্রে। প্রথম বলয়ে রয়েছে স্থানীয় পুলিশ। দ্বিতীয় বলয়ে রাজ্য পুলিশ। তৃতীয় বলয় - অর্থাৎ গণনাকেন্দ্রের বাইরে নিরাপত্তার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। প্রসঙ্গত, গত ৭ এপ্রিল, সপ্তম দফায় ভোট হয় ভবানীপুর বিধানসভা কেন্দ্রে। তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় ২৮ হাজার ৭১৯ ভোটে হারান বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষকে। ৫ মাসের মধ্যে সেই ভবানীপুরেই উপ নির্বাচন। ভোটের ফলাফলে তৃণমূল সরকারের ওপর কোনও প্রভাব না পড়লেও, মুখ্যমন্ত্রিত্বের দিক থেকে এই ভোটের ফল যথেষ্টই গুরুত্বপূর্ণ। মমতা বন্দ্যোপাধ্যায়য়ের প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রিয়ঙ্কা টিবরেওয়াল। সিপিএমের হয়ে লড়ছেন শ্রীজীব বিশ্বাস।
আরও পড়ুন: Bhawanipur By-election 2021 Result: প্রথম রাউন্ডের গণনায় ৩৬৮০ ভোট পেলেন মমতা