WB Election 2021: আপ্ত সহায়ককে মারধরের অভিযোগ, পথ অবরোধ লকেটের
আজ, মঙ্গলবার তৃতীয় দফার ভোটের দিন সকালেই চুঁচুড়া স্টেশনের কাছে থেকে সুগন্ধা মোড় পর্যন্ত রোড শো ছিল বিজেপির। যাতে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। আর এই মিছিল ঘিরেই উত্তপ্ত হয় পরিস্থিতি।
সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: চুঁচুড়ার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়ককে মারধরের অভিযোগ পুলিশ কর্তার বিরুদ্ধে। আজ, মঙ্গলবার সকালে রবীন্দ্রনগর এলাকায় রোড শোয়ের প্রস্তুতি চলছিল। এদিন চুঁচুড়া স্টেশন থেকে সুগন্ধ্যা পর্যন্ত রোড শো ছিল দিলীপ এবং লকেটের। সেইসময় যানজটের কারণ দেখিয়ে লকেট চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়ক বিবেক মিশ্রর সঙ্গে চন্দননগর কমিশনারেটের এসিপি পলাশ ঢালির বাদানুবাদ শুরু হয়। পুলিশ কর্তা বিজেপি প্রার্থীর আপ্ত সহায়ককে চড় মারেন বলে অভিযোগ। প্রতিবাদে ঘণ্টাখানেক জিটি রোড অবরোধ করেন বিজেপি প্রার্থী।
আজ তৃতীয় দফার ভোট। আর এই তৃতীয় দফার ভোটের দিনই উত্তেজনা ছড়ায় হুগলির চুঁচুড়ায়। আগামী শনিবার ১০ এপ্রিল চতুর্থ দফায় চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ। তার আগে তুঙ্গে শেষ মুহূর্তের প্রচার। আজ, মঙ্গলবার তৃতীয় দফার ভোটের দিন সকালেই চুঁচুড়া স্টেশনের কাছে থেকে সুগন্ধা মোড় পর্যন্ত রোড শো ছিল বিজেপির। যাতে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। আর এই মিছিল ঘিরেই উত্তপ্ত হয় পরিস্থিতি। অভিযোগ বিজেপির প্রচারে বাধা দেওয়া হয়েছে। লকেটের অভিযোগ তাঁর আপ্ত সহায়ককে মারধর করা হয়েছে। পুলিশের বিরুদ্ধে প্রচারে বাধা দেওয়ার অভিযোগও তুলেছন তিনি।
ঠিক কী হয় এদিন?
চুঁচুড়া স্টেশনের কাছে থেকে সুগন্ধা মোড় পর্যন্ত রোড শো-তে দিলীপ ঘোষ যেতেই উত্তেজনা ছড়ায়। দিলীপের হেলিকপ্টার চুঁচুড়ায় নামার পর ভিড় নিয়ন্ত্রণের সময় লকেট চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়ককে মারধরের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। বিজেপির প্রচারে বাধা দেওয়া হচ্ছে। বিজেপির দাবি, সাংসদের আপ্ত সহায়ককে চড় মারা হয়েছে ।এখানেই শেষ নয়, বিজেপির যে রোড শো চুঁচুড়ায় আয়োজিত হয়, তাতেও কর্মী-সমর্থকদের আসতে দেওয়া হয়নি বলে অভিযোগ গেরুয়া শিবিরের। পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে ব্যান্ডেল ফাঁড়ির সামনে ধর্নায় বসে পড়েন চুঁচুড়ার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ, পুলিশ প্রশাসন তৃণমূলের হয়ে কাজ করছে।