WB Election 2021 Live Updates: ‘কুণাল মিথ্যা কথা বলছেন, আমাকেও ফাঁসানোর চেষ্টা করেছিল, চিটফান্ডের সঙ্গে সম্পর্ক নেই’, অভিযোগের জবাবে শোভন
West Bengal Election 2021 LIVE Updates: জাতীয় যুব দিবসে আজ কলকাতায় বিজেপি ও তৃণমূলের মিছিল।

Background
কলকাতা:ভোটমুখী পশ্চিমবঙ্গে স্বামী বিবেকানন্দকে নিয়ে বিজেপি ও তৃণমূলের টানাপোড়েন অব্যাহত। স্বামীজির জন্মদিবসে সকালে সিমলা স্ট্রিটে গিয়ে স্বামীজির মূর্তিতে মাল্যদান করেন শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ সিংহ প্যাটেল। স্বামীজির মূর্তিতে মাল্যদান করেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ও।
পাশাপাশি, জাতীয় যুব দিবস উপলক্ষ্যে আজ দিলীপ ঘোষ ও মুকুল রায়ের নেতৃত্বে শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে বিধান সরণি হয়ে স্বামীজীর জন্মস্থান সিমলা স্ট্রিট পর্যন্ত মিছিল বার করবে বিজেপি। অন্যদিকে, আজই যুব তৃণমূলের তরফে যুব দিবস উপলক্ষ্যে মিছিল। দক্ষিণে গোলপার্ক থেকে শুরু হয়ে গড়িয়াহাট, ট্র্যাঙ্গুলার পার্ক, রাসবিহারী হয়ে মিছিল শেষ হবে হাজরা মোড়। এই মিছিলের নেতৃত্ব দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বামীজির সিমলা স্ট্রিটের বাড়িতেও যাবেন তিনি।





















