এক্সপ্লোর
Advertisement
WB Election 2021 Live Updates: ‘কুণাল মিথ্যা কথা বলছেন, আমাকেও ফাঁসানোর চেষ্টা করেছিল, চিটফান্ডের সঙ্গে সম্পর্ক নেই’, অভিযোগের জবাবে শোভন
West Bengal Election 2021 LIVE Updates: জাতীয় যুব দিবসে আজ কলকাতায় বিজেপি ও তৃণমূলের মিছিল।
LIVE
Background
কলকাতা:ভোটমুখী পশ্চিমবঙ্গে স্বামী বিবেকানন্দকে নিয়ে বিজেপি ও তৃণমূলের টানাপোড়েন অব্যাহত। স্বামীজির জন্মদিবসে সকালে সিমলা স্ট্রিটে গিয়ে স্বামীজির মূর্তিতে মাল্যদান করেন শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ সিংহ প্যাটেল। স্বামীজির মূর্তিতে মাল্যদান করেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ও।
পাশাপাশি, জাতীয় যুব দিবস উপলক্ষ্যে আজ দিলীপ ঘোষ ও মুকুল রায়ের নেতৃত্বে শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে বিধান সরণি হয়ে স্বামীজীর জন্মস্থান সিমলা স্ট্রিট পর্যন্ত মিছিল বার করবে বিজেপি। অন্যদিকে, আজই যুব তৃণমূলের তরফে যুব দিবস উপলক্ষ্যে মিছিল। দক্ষিণে গোলপার্ক থেকে শুরু হয়ে গড়িয়াহাট, ট্র্যাঙ্গুলার পার্ক, রাসবিহারী হয়ে মিছিল শেষ হবে হাজরা মোড়। এই মিছিলের নেতৃত্ব দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বামীজির সিমলা স্ট্রিটের বাড়িতেও যাবেন তিনি।
18:32 PM (IST) • 12 Jan 2021
গোলপার্কের রোড শোয়ের পরে ফের বিজেপির পার্টি অফিসে শোভন-বৈশাখীর ঘরে বসল নেমপ্লেট। আলিপুরের মিছিলে না যাওয়ায় খুলে ফেলা হয়েছিল বিজেপির পার্টি অফিসে শোভন-বৈশাখীর ঘরের নেমপ্লেট।
18:20 PM (IST) • 12 Jan 2021
শোভন বলেছেন, ‘রাজীব কুমারকে আড়াল করেছেন মমতা। সৌগত রায় কত বড় জ্ঞানদাতা ? আমি কখনও মমতার ছবি নিয়ে প্রশ্ন তুলিনি।
মমতার ছবি বিক্রি হতে সুদীপ্ত সেন, রোজভ্যালিকে ডেকে আনিনি। কাউন্সিলরদের নিয়ে বৈঠক ডাকলেন, আমাকে কেন ডাকেননি ?
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করার জন্য মমতার নির্দেশ মেনেছি।
যতক্ষণ দলে ছিলাম, দলের প্রতি আনুগত্য দেখিয়েছি।
কেন এখন যুব তৃণমূল নেতার খোঁজ চলছে ?
ফিরহাদ হাকিম টিকিট পেতে প্রণবদার বাড়ি যাননি ?
টিকিট পেতে মমতার পায়ে ধরেছিলেন ফিরহাদ হাকিম।’
18:13 PM (IST) • 12 Jan 2021
শোভন বলেছেন, ‘রত্না বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত। কিছুজনের হাতের খেলনা হচ্ছেন রত্না’
কুণালের অভিযোগ সম্পর্কে শোভন বলেছেন, ‘সুদীপ্ত সেনের প্রোমোশনের অ্যাম্বুল্যান্স কোথা থেকে এনেছিল কুণাল ? অ্যাম্বুল্যান্সের বরাত দেখাশোনা করত ফিরহাদ হাকিম। কুণাল অর্ধসত্য কথা বলছেন।
কাগজের জন্য বিজ্ঞাপন চেয়েছিলেন কুণাল, সম্মত হয়নি।
কুণাল ঘোষ মিথ্যার মুখোশ পরে মমতাকে বিপথে চালিত করেছে।
সিবিআই কি করবে সেটা তাদের সিদ্ধান্ত।’
18:07 PM (IST) • 12 Jan 2021
শোভন বলেছেন, ‘রাজনৈতিক মঞ্চে এসে রাজনৈতিকভাবে আক্রমণ করতে পারতেন। রত্না অনেক গল্প ফাঁদেন। শোভন চট্টোপাধ্যায়কে সিঁড়ি হিসেবে ব্যবহার করেন। দুলাল দাস যে বাড়িতে থাকেন, সেই বাড়িটা শোভন চট্টোপাধ্যায়ের। রত্না, তাঁর বাবা, তাঁর ভাই আমার সম্পত্তি ভোগ করছেন।’
18:04 PM (IST) • 12 Jan 2021
রত্না চট্টোপাধ্যায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে শোভন বলেছেন, ‘আমি নীতিগত কারণে মন্ত্রিত্ব ছেড়েছিলাম।
রত্না একজন মনোরোগী। বৈশাখীর জন্য পদত্যাগ করিনি। আমার পাশে দাঁড়ানোর জন্য বৈশাখীকে আক্রমণ ঠিক নয়। বিধানসভা, মন্ত্রিসভার বৈঠকে এই নিয়ে আলোচনা ঠিক হয়নি। রত্নার মস্তিস্কবিকৃতি ঘটেছে।’
Load More
Tags :
Prashant Kishore WB Polls With ABP Ananda BJP WB Elections With ABP Ananda West Bengal Elections With ABP Ananda Congress WB Elections WB Election 2021 WB Elections 2021 TMC WB Election West Bengal Assembly Elections Bengal Polls WB Polls 2021 West Bengal Election West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections 2021 WB Polls Suvendu Adhikari Bengal Election 2021 Bengal Elections Mamata Banerjee Amit Shah Dilip Ghoshবাংলার সব ব্রেকিং খবর সবার আগে দেখুন এবিপি আনন্দে। বিনোদন, খেলা, করোনা ভ্য়াকসিন সহ অন্যান্য পছন্দের খবরের আপডেট পেতে পড়ুন বাংলার নির্ভরযোগ্য খবরের ওয়েবসাইট, এবিপি আনন্দ। অন্যান্য সম্পর্কিত খবরের জন্য ফলো করুন : এবিপি আনন্দ
New Update
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement