(Source: ECI/ABP News/ABP Majha)
Mamata Banerjee : 'ভারতকে যদি চিনে থাকি...', মমতার মতে বিজেপির 'আয়ু' আর এতদিন !
Opposition Unity : সামগ্রিকভাবে ২০২৪-এর লোকসভা ভোটে বিরোধীরা আদৌ বিজেপির বিরুদ্ধে এককাট্টা হতে পারবে কি না তা সময় বলবে
মালবাজার : পাটনায় বিরোধীদের বৈঠক শেষে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন। সামগ্রিকভাবে ২০২৪-এর লোকসভা ভোটে বিরোধীরা আদৌ বিজেপির বিরুদ্ধে এককাট্টা হতে পারবে কি না তা সময় বলবে। কিন্তু, বিজেপিকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে যে তিনি অন্য়দের সঙ্গেই একযোগে ঝাঁপাতে চান তা পাটনার বৈঠক শেষে সাংবাদিক বৈঠকেই বুঝিয়ে দিয়েছিলেন। কংগ্রেস-আপের মধ্যে টানাপোড়েন মেটাতেও তিনি এগিয়ে এসেছিলেন। কারণ, বিজেপির বিরুদ্ধে জোটবদ্ধ লড়াইয়ের প্রয়োজনীয়তা তাঁর মত বিচক্ষণ রাজনীতিক বোঝেন, এমনই বলছে রাজনৈতিক মহল। তাই, পঞ্চায়েত ভোটের প্রচারের মঞ্চ থেকেও সেই অস্ত্রেই আবার শান দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি হুঙ্কার ছাড়লেন, 'বিজেপির আয়ু আর মাত্র ছয় মাস। কেন্দ্রে থাকবে আর মাত্র ছ'মাস।'
তিনি বললেন, "আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে লোকসভা ভোট হবে এবং তাতে ভারতকে যদি আমি চিনে থাকি, একেবারে ধুয়ে যাবে। তাই আজ লবি করে বেরাচ্ছে।" নাম না করে নিশানা করলেন প্রধানমন্ত্রী মোদিকে। তাঁর মিশর সফরের প্রসঙ্গ তুলে তৃণমূলনেত্রী বললেন, "হঠাৎ কিছু বোহরা মুসলিমদের (Bohra Community) ছবি দেখিয়ে বলছে আমি সংখ্যালঘুদের কত ভালবাসি। মাইনোরিটিদের তো পিটিয়ে পিটিয়ে হত্যা করেছ। দলিতদের পিটিয়ে পিটিয়ে হত্যা করেছ। গুজরাতে কিছু মুসলিম আছে, আমিও চিনি, কলকাতাতেও আছে। ওরা ব্যবসা করে। তারা ওসব দরিদ্র মুসলিমদের দেখে না। তারা নিজেদেরটাই দেখে।"
দিনকয়েক আগেই মিশর সফরে গিয়ে অল হাকিম মসজিদ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই মসজিদটি একাদশ শতকে তৈরি। যা পরে দাউদি বোহরা সম্প্রদায়ের সহায়তায় মেরামত করা হয়। বিজেপির অন্যতম সমর্থক এই সম্প্রদায়।
গুজরাতের মুখ্যমন্ত্রী থাকার সময় থেকেই দাউদি বোহরা সম্প্রদায়ের সঙ্গে নিবিড় যোগাযোগ মোদির।
কার্যত সেই প্রসঙ্গেই এদিন নাম না করে মোদিকে একহাত নেন মমতা। মোদিকে নিশানা করে আরও বলেন, "আমেরিকায় নাম কুড়ানোর জন্য, রাশিয়ায় নাম কুড়ানোর জন্য...দেশে আপনি এনকাউন্টার করছেন... দেশে আপনি গুলি করছেন...দেশে আপনি এনআরসি করছেন...আর ওখানে গিয়ে বলছেন আমার সঙ্গে সবার খুব ভাল সম্পর্ক। কিন্তু, তা নেই। দলিতের মেয়ে যদি জ্বলে কিছু করে না এরা। কুস্তিগিররা দেখলেন কতদিন আন্দোলন করলেন। কিছু করল না। বিজেপির লোক হলে তাঁকে গ্রেফতার পর্যন্ত করে না।"
আরও পড়ুন ; বাংলার মানুষ এই দুর্নীতি ভুলবেন না, ভোপাল থেকে তৃণমূল সরকারকে আক্রমণ নরেন্দ্র মোদির
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন