Panchayat Poll 2023 Live: ভোট লুঠ রুখতে সব বিরোধী দলের কাছে আবেদন শুভেন্দুর
Panchayat Poll 2023: কোচবিহার থেকে মুর্শিদাবাদ, জলপাইগুড়ি থেকে হুগলি.. পঞ্চায়েত নির্বাচনের সমস্ত খবর জানতে নজর থাকুক এবিপি লাইভ বাংলায়।
LIVE
Background
কেন্দ্রীয় বাহিনী (central Force) ও রাজ্য পুলিশ কী অনুপাতে ব্যবহার করলে সব বুথে আধা সেনা? খতিয়ে দেখতে আইজি বিএসএফ-কে নির্দেশ হাইকোর্টের (High Court)। শুনানি শেষে চূড়ান্ত সিদ্ধান্ত, জানাল কমিশন।
রাজ্যপাল ও কেন্দ্রীয় বাহিনী শেষ কথা বলবে না। এবারের স্লোগান খেলা শেষ। হুঁশিয়ারি মদনের (Madan Mitra)। তৃণমূলের শেষের সেদিন শুরু হয়েছে, মদন মিত্র দেখতে পেয়েছেন, পাল্টা বিজেপি।
রাজ্যপালের (Governor) তলবের পরও ব্যস্ততার কারণ দেখিয়ে গেলেন না রাজীব সিনহা। কমিশনকে মুখবন্ধ খামে রিপোর্ট। কিছু স্পর্শকাতর বিষয়ে কথা বলতে চেয়েছিলেন রাজ্যপাল, রাজভবন সূত্রে খবর।
গুলি-বোমা-মৃত্যু। ভোটের আগে দিকে দিকে বেলাগাম সন্ত্রাস। মানতেই নারাজ ডিজি! পরিস্থিতি নিয়ন্ত্রণে, ২-৩টি ঘটনা ঘটেছে, পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে, দাবি মনোজ মালব্যর।
তৃণমূলের (TMC) দলদাস পুলিশ, ডিজির মন্তব্য নিয়ে আক্রমণে শুভেন্দু (Suvendu Adhikari)। মুখ্যমন্ত্রীকে খুশি করার চেষ্টা, কটাক্ষ বাম-কংগ্রেসের। লাশের রাজনীতিই পছন্দ বিরোধীদের, পাল্টা শাসক শিবির।
মক্কা থেকে মিনাখাঁয় মনোনয়ন তদন্তযোগ্য অপরাধ। পঞ্চায়েত (Panchayat Election) রিটার্নিং অফিসারের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপের নির্দেশ। তদন্তকারী সংস্থা কে, পরবর্তী সময়ে নির্দেশ, জানাল হাইকোর্ট।
ব্যালটে কারচুপি রুখতে শুভেন্দুর নতুন দাওয়াই। তাঁর দাবি, 'ভোটের পর বাক্স সিল করে এমন সিম্বল তৈরি করে রাখুন, যেটা তৃণমূল সরকার জানে না।'
দুয়ারে পঞ্চায়েত নির্বাচন। তিন দিন পরেই গ্রাম বাংলার ভোট। সুকান্তকে ফোন করে খোঁজ নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এতে কী আর এল গেল, কটাক্ষ চন্দ্রিমার।
পঞ্চায়েত ভোটের চারদিন আগেও লাগামহীন সন্ত্রাস। কুলতলিতে গুলি। জখম তৃণমূল প্রার্থী। হামলার অভিযোগ অস্বীকার সিপিএম ও এসইউসি-র।
রাজ্য়পাল ফিরতেই বাসন্তীতে ফের অশান্তি। নফরগঞ্জ পঞ্চায়েতে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। ভরতগড়ে বিজেপি প্রার্থীর বাড়িতে হামলা। কুলপিতে তৃণমূল-আইএসএফ সংঘর্ষ।
ভোটের পর জল ছিটিয়ে রাজভবন পরিষ্কার করতে হবে। সফর সংঘাতে রাজ্যপালকে আক্রমণ মদনের। তৃণমূল-বিজেপির যোগসাজশ, আক্রমণ সেলিমের। সঠিক পথেই রাজ্যপাল, পাল্টা বিজেপি (BJP)।
কপ্টার থেকে নামতে গিয়ে চোট। বৃহস্পতিবার এসএসকেএমে ভর্তি হবেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। হাঁটুতে জমেছে ফ্লুইড, করা হতে পারে মাইক্রো সার্জারি। চলছে ফিজিওথেরাপি।
ভোটের আগে ফের অশান্ত ভাঙড়। আইএসএফ (ISF) কর্মীর বাড়ি ভাঙচুর, বোমাবাজির অভিযোগ, অস্বীকার তৃণমূলের। দেগঙ্গায় আইএসএফ-তৃণমূল সংঘর্ষ।
কানাইয়ালাল-হামিদুল দ্বন্দ্ব, ইসলামপুরের গোবিন্দপুরে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতিতে নেই কোনও তৃণমূল প্রার্থী। দলের প্রতীক না পেয়ে নির্দল হয়ে ভোটে তৃণমূলের ৫২জন।
Panchayat Election: ভোট লুঠ রুখতে সব বিরোধী দলের কাছে আবেদন শুভেন্দুর
ভোট লুঠ রুখতে সব বিরোধী দলের কাছে আবেদন শুভেন্দুর। 'স্ট্রংরুম ভাল করে পাহারা দিতে হবে। তৃণমূল ছাড়া সব দলের প্রার্থীদের এজেন্টদের কাছে আবেদন করব'
Panchayat Poll Live: তেহট্টের আশরফপুরে তৃণমূল-সিপিএম সংঘর্ষ
তেহট্টের আশরফপুরে তৃণমূল-সিপিএম সংঘর্ষ। ভাঙচুর পুলিশের গাড়ি, আহত একাধিক পুলিশ কর্মী। গুরুতর আহত তেহট্ট থানার আইসি তাপস কুমার পাল। গুরুতর আহত অবস্থায় ভর্তি হাসপাতালে।
Panchayat Election: দেগঙ্গায় বোমার আঘাতে প্রাণ গেল তৃণমূল সমর্থকের স্কুল পড়ুয়া ছেলের
পঞ্চায়েত ভোটের মুখে ফের প্রাণহানি! উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় বোমার আঘাতে প্রাণ গেল তৃণমূল সমর্থকের স্কুল
পড়ুয়া ছেলের! ভয়ঙ্কর এই কাণ্ড ঘটেছে দেগঙ্গার সোয়াই শ্বেতপুর এলাকায়। অভিযোগ আইএসএফ এবং সিপিএমের বিরুদ্ধে। যদিও তারা এই অভিযোগ অস্বীকার করেছে।
Panchayat Poll Live: উত্তর ভাঙনখালির আবেদ আলি লস্করপাড়ায় বোমাবাজির পাশাপাশি চলল গুলি
ফের উত্তপ্ত বাসন্তী। উত্তর ভাঙনখালির আবেদ আলি লস্করপাড়ায় বোমাবাজির পাশাপাশি চলল গুলি। তবে হতাহতের কোনও খবর নেই। স্থানীয় সূত্রে খবর, তৃণমূলের সঙ্গে যুব তৃণমূলের লড়াই ঘিরেই এই ঘটনা। অস্বীকার করেছেন বাসন্তীর বিধায়ক।
Panchayat Election: রাজ্যে ভোটের নিরাপত্তা দেওয়ার কাজে আসা ভিনরাজ্যের পুলিশকর্মীদের উদ্দেশে বার্তা দিলেন শুভেন্দু অধিকারী
বাংলায় গণতন্ত্র বলে কিছু নেই। এ রাজ্যের পুলিশ ক্যাডার। ওদের কথা শুনবেন না। রাজ্যে ভোটের নিরাপত্তা দেওয়ার কাজে আসা ভিনরাজ্যের পুলিশকর্মীদের উদ্দেশ্যে বার্তা দিলেন শুভেন্দু অধিকারী।
নিরপেক্ষ হয়ে কাজ করার জন্য আর্জি। যত বাহিনীই আসুক, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে, প্রতিক্রিয়ায় বলল তৃণমূল।