WB Phase 3 Voting 2021:ভোটারদের হাজার টাকার কুপন বিলির অভিযোগ তৃণমূলের, অস্বীকার বিজেপির
ভোটের বিনিময়ে ভেট!ভোট দিলেই মিলবে হাজার টাকা!বিজেপির বিরুদ্ধে কুপন বিলির চাঞ্চল্যকর অভিযোগ তুলল তৃণমূল।প্রতিবাদে শাসক দলের কর্মীদের সঙ্গে বচসায় জড়ালেন বিজেপি কর্মীরা।আর এনিয়েই ভোটের দিন সরগরম দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির লালপুর গ্রাম।তৃণমূলের অভিযোগ, কয়েকদিন ধরেই এক হাজার টাকার কুপন বিলি করছে বিজেপি।
আবীর দত্ত, রায়দিঘি: দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে বিজেপির বিরুদ্ধে কুপন বিলির অভিযোগ। তৃণমূলের দাবি, ভোটারদের প্রভাবিত করতে হাজার টাকার কুপন বিলি করা হচ্ছে। যদিও তা মানতে নারাজ বিজেপি।
ভোটের বিনিময়ে ভেট! ভোট দিলেই মিলবে হাজার টাকা! বিজেপির বিরুদ্ধে কুপন বিলির চাঞ্চল্যকর অভিযোগ তুলল তৃণমূল।প্রতিবাদে শাসক দলের কর্মীদের সঙ্গে বচসায় জড়ালেন বিজেপি কর্মীরা।আর এনিয়েই ভোটের দিন সরগরম দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির লালপুর গ্রাম।তৃণমূলের অভিযোগ, কয়েকদিন ধরেই এক হাজার টাকার কুপন বিলি করছে বিজেপি।
ভোটারদের প্রভাবিত করতে এদিনও কুপন বিলি করা হয়। যদিও তৃণমূলের তোলা এই অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির। রায়দিঘির বিজেপি কর্মী নুর হোসেন বলেন, ‘‘মিথ্যে অভিযোগ করছে তৃণমূল, কোনও কুপন বিলি হয়নি ৷’’
এই ইস্যুতে বিজেপির পাশে দাঁড়িয়ে শাসক শিবিরকে তীব্র আক্রমণ করেছে সিপিএমও। রায়দিঘির এক সিপিএম কর্মীর কথায়, ‘‘কান্তি গঙ্গোপাধ্যায় এখানে জিতছেন, সেজন্য তৃণমূল মিথ্যে অভিযোগ করছে, ওরা প্রমাণ করুক বিজেপিই কুপন বিলি করেছে ৷’’
বিজেপির বিরুদ্ধে এবারের ভোটে টাকা ছড়ানোর অভিযোগ করে ইতিমধ্যেই সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ইস্যুতে বিভিন্ন সভা থেকে তোপও দাগছেন তিনি। তাঁর অভিযোগ, ভোটের আগে বহিরাগতদের ঢোকাচ্ছে বিজেপি। রাতের অন্ধকারে টাকা বিলি করা হচ্ছে। তৃণমূল নেত্রীর অভিযোগ, টাকা বিলিয়ে ভোট কিনতে চাইছে বিজেপি।
অন্যদিকে গত রবিবার কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের পোস্ট করা ভিডিওয় দেখা যায়, নদিয়ার রানাঘাট দক্ষিণের বিজেপি প্রার্থী মুকুটমণি অধিকারী যখন বাড়ি বাড়ি ঘুরে প্রচার করছেন, তখন তাঁরই এক অনুগামী এক মহিলার হাতে টাকা তুলে দিচ্ছেন। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ভোটে জেতার জন্য বিজেপি টাকা বিলি করছে।
যদিও সেই অভিযোগ অস্বীকার করেছিলেন বিজেপি প্রার্থী। রানাঘাটে টাকা বিলি বিতর্কের রেশ কাটতে না কাটতে, এবার ভোটের দিনই রায়দিঘিতে কুপন বিলিতে নাম জড়াল জড়াল গেরুয়া শিবির।