WB Election 2021 Live Updates: দিলীপ ঘোষের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ১৬
তিন দফায় ৯০-এর বেশি আসনে ভোট হয়ে গিয়েছে। তাতে আমরা কিন্তু জিতছি। কোচবিহারের সভায় এই দাবিই করলেন তৃণমূল নেত্রী। পাল্টা হাওড়ায় অমিত শাহের দাবি, ৩ দফায়, ৯০ আসনের মধ্যে ৬৩ থেকে ৬৫টি আসন পাবে বিজেপি! সংযুক্ত মোর্চা নবান্ন দখলের দিকে এগোচ্ছে। আশাবাদী অধীর চৌধুরীও। এরইমধ্যে আজ চতুর্থ পর্বের ভোটের প্রচার শেষ হচ্ছে। শনিবার চতুর্থ দফার ভোটগ্রহণ।
LIVE

Background
WB Election 2021 Live: ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হাওড়ার বাগনান
ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হাওড়ার বাগনান। বিজেপি কর্মীদের বাড়িতে হামলা-ভাঙচুর-বোমাবাজি। হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জের, পাল্টা দাবি শাসক দলের
WB Election 2021:দিলীপ ঘোষের উপর হামলার ঘটনায় ১৬ জন গ্রেফতার
কোচবিহারের শীতলকুচিতে দিলীপ ঘোষের উপর হামলার ঘটনায় ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। চতুর্থ দফা ভোটের আগে গতকাল সভা সেরে ফেরার পথে দিলীপ ঘোষের কনভয়ে ইট-পাথরবৃষ্টি, লাঠি নিয়ে হামলা হয়। ভেঙে দেওয়া হয় গাড়ির কাচ। বোমাবাজিও হয় বলে অভিযোগ। কনভয়ে হামলা-ভাঙচুর-বোমাবাজি-সহ একাধিক অভিযোগে ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রাজ্য সভাপতির উপর হামলার প্রতিবাদে আজ রাজ্যজুড়ে বিভিন্ন থানার সামনে বিক্ষোভ দেখাবে বিজেপি। এদিন কোচবিহার শহরে প্রাতর্ভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষ বলেন, ২-মের পর রাজ্যজুড়ে পরিবর্তনের সঙ্গে বন্ধ হবে হিংসা।
WB Election 2021 Live: বিজেপিতে ইটাহারের বিদায়ী বিধায়ক অমল আচার্য
ভোটের ২ সপ্তাহ আগে উত্তর দিনাজপুরে তৃণমূলে ভাঙন। দল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ইটাহারের বিদায়ী বিধায়ক ও তৃণমূলের জেলা চেয়ারম্যান অমল আচার্য।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
