WB Election 2021: স্থাবর ও অস্থাবর মিলিয়ে ৫৮ লক্ষ টাকার মালিক বড়জোড়া কেন্দ্রের সিপিএম প্রার্থী সুজিত চক্রবর্তী ও তাঁর স্ত্রী
তিনি জানিয়েছেন, তাঁর নামে কয়েকটি ফৌজদারি মামলা রয়েছে
বাঁকুড়া: হাতে নগদ মাত্র ১০ হাজার টাকা। নেই বাড়ি, আছে গাড়ি ও ব্যাঙ্ক ব্যালেন্স। অকৃষি জমি আছে ৫০ লক্ষ টাকার। আজকের ‘আয়-ব্যয়ে’ বাঁকুড়ার বড়জোড়া কেন্দ্রের বিদায়ী বিধায়ক তথা সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী সুজিত চক্রবর্তীর সম্পত্তির খতিয়ান৷
ভোট মানেই রাজনীতির কঠিন হিসেবনিকেশ৷ ভোটব্যাঙ্কের যোগ-বিয়োগ-গুণ-ভাগ। আর ভোট মানেই হলফনামা দিয়ে সম্পত্তির খতিয়ান দেওয়া নির্বাচন কমিশনের কাছে৷ বাঁকুড়ার বড়জোড়া বিধানসভাকেন্দ্রে সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী বিদায়ী বিধায়ক সুজিত চক্রবর্তী। তাঁর লড়াই তৃণমূলের অলোক মুখোপাধ্যায় এবং বিজেপির সুপ্রীতি চট্টোপাধ্যায়ের সঙ্গে।২০১৬-র রজ্যজুড়ে সবুজ ঝড়ের মধ্যেও বড়জোড়ায় লালদুর্গ অটুট রেখেছিলেন সুজিত। হারিয়েছিলেন তৃণমূলের তারকাপ্রার্থী সোহম চক্রবর্তীকে। এবারও এই কেন্দ্রে সংযুক্ত মোর্চা প্রার্থী করেছে তাঁকে। জমে উঠেছে প্রচার।
গত ১০ মার্চ নির্বাচন কমিশনের কাছে মনোনয়নের সঙ্গে হলফলনামা দিয়েছেন সিপিএম প্রার্থী। হলফনামায় জানিয়েছেন তাঁর বিষয়-আশয়ের খতিয়ান। হলফনামা অনুযায়ী, ২০১৯-২০ সালে বিদায়ী বিধায়কের আয় ছিল ২ লক্ষ ৫১ হাজার ৯০৮ টাকা। তাঁর স্ত্রীর আয় ছিল ১ লক্ষ ২০ হাজার টাকা। মনোনয়ন জমা দেওয়ার সময় সিপিএম প্রার্থীর হাতে নগদ ছিল ১০ হাজার টাকা। তাঁর স্ত্রীর হাতে ছিল ২০ হাজার টাকা।
সেভিংস অ্যাকাউন্টে বড়জোড়ার সিপিএম প্রার্থীর জমা আছে ১ লক্ষ ৩ হাজার ১৪৭ টাকা। স্ত্রীর অ্যাকাউন্টে ১৭ হাজার ২০০ টাকা।বন্ড, শেয়ার, এনএসএস ও মিউচুয়াল ফান্ডে কোনও সঞ্চয় নেই সুজিত চক্রবর্তীর।হলফনামা অনুযায়ী, ২০২০ সালের মডেলের একটি মোটর বাইক আছে বিদায়ী বিধায়ক তথা সিপিএম প্রার্থীর। এখন যার দাম ৮৬ হাজার টাকা। আর আছে ২০১১ সালে কেনা একটি চার চাকা, বর্তমান দাম ৩ লক্ষ ৫০ হাজার। স্ত্রীর নামে কোনও গাড়ি নেই।
সিপিএম প্রার্থীর কোনও সোনাদানা নেই। হলফনামা অনুযায়ী, ৮০ গ্রাম সোনা আছে স্ত্রীর। যার দাম ৩ লক্ষ টাকা।সব মিলিয়ে সুজিত চক্রবর্তীর মোট অস্থাবর সম্পত্তি ৫ লক্ষ ৪৯ হাজার ১৪৭ টাকা। তাঁর স্ত্রীর অস্থাবর সম্পত্তি ৩ লক্ষ ৩৭ হাজার ২০০ টাকার।অর্থাত্ দম্পতির মোট অস্থাবর সম্পত্তি ৮ লক্ষ ৮৬ হাজার ৩৪৭ টীকার।
শুধু অস্থাবর সম্পত্তির হিসেব দেওয়াই নয়, হলফনামায় বড়জোড়ার সিপিএম প্রার্থী জানিয়েছেন,তাঁর স্ত্রীর নামে কোনও স্থাবর সম্পত্তি নেই। স্থাবর সম্পত্তি হিসেবে সিপিএম প্রার্থীর নামে রয়েছে শুধু অকৃষি জমি। যার বাজারমূল্য ৫০ লক্ষ টাকা। সব মিলিয়ে দম্পতির স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ ৫৮ লক্ষ ৮৬ হাজার ৩৪৭ টীকার। হলফনামায় সিপিএম প্রার্থী জানিয়েছেন, তাঁর নামে কয়েকটি ফৌজদারি মামলা রয়েছে।