WB Election 2021 News: পানিহাটিতে পাট্টা বিলি তৃণমূল বিধায়কের, ভোটের আগে মন জয়ের চেষ্টা, কটাক্ষ বিজেপির
TMC vs BJP: বিধানসভা ভোটের আগে উত্তপ্ত রাজ্য-রাজনীতি।
সমীরণ পাল, পানিহাটি: শীতের বিদায়বেলায় ক্রমশ উত্তপ্ত হচ্ছে বঙ্গের রাজনীতি। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ময়দানে নেমেছে শাসক-বিরোধী দু’পক্ষই। এই প্রেক্ষিতে জমির পাট্টা বিলি ঘিরেও এখন রাজনৈতিক যুদ্ধ।
মঙ্গলবার পানিহাটি পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের রামচন্দ্রপুরে ৩২টি উদ্বাস্তু পরিবারের হাতে জমির পাট্টা তুলে দেন স্থানীয় তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। ভোটের আগে এই পাট্টা বিলিকে কেন্দ্র করেই তরজায় জড়িয়েছে তৃণমূল-বিজেপি।
কলকাতা উত্তর শহরতলির বিজেপি সম্পাদক চণ্ডীচরণ রায় বলেছেন, 'সামনে বিধানসভা ভোট। সাধারণ মানুষের মন জয় করার চেষ্টা করছে তৃণমূল। তাই পাট্টা বিলি করছে।'
পাল্টা পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ বলেছেন, 'আরও লোককে পাট্টা দেব। সহায়-সম্বলহীনদের পাট্টা দেওয়া হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। বিরোধীরা কী বলল, তাতে কিছু যায় আসে না।'
২০১৯-এর লোকসভা নির্বাচনে পানিহাটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল পেয়েছিল ৭৩ হাজার ৮০২টি ভোট। ৬৪ হাজার ৭১টি ভোট বিজেপির ঝুলিতে গিয়েছিল। ৯ হাজার ৭৩১ ভোটের ব্যবধানে এগিয়ে ছিল তৃণমূল। লোকসভা ভোটে ১৮টি আসন পেয়ে উজ্জীবিত বিজেপির সঙ্গে টক্কর দিয়ে কি তৃণমূল পারবে পানিহাটি আসন ধরে রাখতে?