WB Elections 2021 দুঃস্থদের দিলেন টাকা, চাইলেন আর্শীবাদ, নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ সায়ন্তিকার বিরুদ্ধে
গেরুয়া শিবিরের অভিযোগ, নির্বাচনের নিয়ম না জেনেই উনি নির্বাচন লড়তে নেমে পড়েছেন।
বাঁকুড়া : নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠল সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। বাঁকুড়ার তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে বিজেপির অভিযোগ, টাকা দিয়ে আর্শীবাদ চেয়ে আখেরে নির্বাচনী বিধিভঙ্গ করেছেন সায়ন্তিকা। বৃহস্পতিবার সকালে মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে কিছু দুঃস্থ বৃদ্ধ মহিলার হাতে টাকা তুলে দেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তাদের কাছে আর্শীবাদও চান। পরে নিজের ভোটকেন্দ্র বাঁকুড়ার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মানুষের সঙ্গে সাক্ষাতের মাঝেও সায়ন্তিকা 'আর্শীবাদ' চেয়েছেন বলেই অভিযোগ বিজেপির।
গেরুয়া শিবিরের অভিযোগ, আজকের দিনে প্রচার করছেন, এটা আসলে নির্বাচনী বিধিভঙ্গ। সঙ্গে তাদের খোঁচা, নির্বাচনের নিয়ম না জেনেই উনি নির্বাচন লড়তে নেমে পড়েছেন। দুঃস্থদের টাকা দেওয়া নিয়ে সমস্যা না থাকলেও নির্বাচন বিশেষজ্ঞদের মতে, কোনও মানুষকেই কোনওভাবে প্রভাবিত করা যাবে না, নির্বাচনী নিয়মে উল্লেখ তেমনটাই।
বৃহস্পতিবার সকাল থেকেই বাঁকুড়ায় বুথে বুথে ঘুরে বেড়াচ্ছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। কতটা কঠিন লড়াই? তিনি জানান, "লড়াই যত কঠিন হবে, জিতে তত মজা। কঠিন রাস্তা পার করে মানুষের ভালোবাসা-আশীর্বাদ নিয়ে জেতার মজাই আলাদা। আমাদের ভালো দুটো বুথে ইভিএম মেশিন কাজ করছে না। আমরা ঠিক করার চেষ্টা করছি। তবে কোনও চাপ নেই, রয়েছে ভরপুর উত্তেজনা।"
বৃহস্পতিবার বাঁকুড়া সহ রাজ্যে মোট ৩০ আসনে চলছে ভোটগ্রহণ। সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকেই দফায় দফায় হিংসা, নিয়মভঙ্গের খবর এসেছে। দুই মেদিনীপুরে হিংসার ঘটনা সবথেকে বেশি।
একঝলকে দ্বিতীয় দফার ভোট-
৪ জেলার ৩০ আসনে ভোট।
মোট প্রার্থী-১৭১ জন।
কোন কোন জেলার কটি বিধানসভায় ভোট-
পশ্চিম মেদিনীপুর (৯), পূর্ব মেদিনীপুর (৯), বাঁকুড়া (৮) ও দক্ষিণ ২৪ পরগণা (৪)।
পশ্চিম মেদিনীপুরের যে আসনগুলিতে-
খড়গপুর সদর, নারায়ণগড়, সবং, পিংলা, ডেবরা, দাসপুর, ঘাটাল, চন্দ্রকোনা, কেশপুর।
পূর্ব মেদিনীপুর যে আসনগুলিতে ভোট –
তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম, চণ্ডীপুর।
বাঁকুড়ার যে ৮ আসনগুলিতে ভোট –
তালড্যাংরা, বাঁকুড়া, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতুলপুর, ইন্দাস, সোনামুখী।
দক্ষিণ ২৪ পরগনা যে আসনগুলিতে ভোট-
গোসাবা, পাথরপ্রতিমা, কাকদ্বীপ, সাগর।