WB Election 2021: সব বাবা মায়ের ছেলে হিসেবে কাজ করতে চাই, জানালেন যশ
প্রার্থী তালিকা ঘোষণার পর প্রথম প্রতিক্রিয়া কী?
সত্যজিৎ বৈদ্য, কলকাতা: রবিবার তৃতীয় ও চতুর্থ দফার ভোটের প্রার্থীতালিকা ঘোষণা করেছে বিজেপি। বিধানসভা নির্বাচনে চণ্ডীতলা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী যশ দাশগুপ্ত । কয়েকদিন আগেই বিজেপিতে যোগ দিয়েছিলেন যশ। চণ্ডীতলায় তার বিপক্ষে থাকছে সংযুক্ত মোর্চার হেভিওয়েট নাম মহম্মদ সেলিম। নির্বাচনে লড়াইয়ের প্রসঙ্গে কী বললেন যশ?
প্রার্থী তালিকা ঘোষণার পর প্রথম প্রতিক্রিয়া কী?
অনেক দায়িত্ব বেড়ে গিয়েছে। কাঁধে বেশি দায়িত্ব এসে গিয়েছে। যেটা আমি নিজেই চেয়েছিলাম যে মানুষের জন্য কিছু করি। আমার ৩৫ নছর বয়স হয়ে গেল, আমি বাবা মায়ের সঙ্গে থাকি। শুধু নিজের বাবা মা নয়, অন্য যাদের বাবা মা আছে তাঁদের যাতে ছেলে হিসেবে দাঁড়াতে পারি তাই সিদ্ধান্ত। আমার ভাইবোনেদের পাশে দাঁড়ানোর জন্য এই সিদ্ধান্ত।
বামেদের প্রার্থী মহম্মদ সেলিম, কঠিন প্রতিপক্ষ, কী ভাবনা চিন্তা?
আমি দেখি না প্রতিপক্ষ কে আছে। আমার কাছে নির্বাচন মানে মানুষের লড়াই। জনতার লড়াই। আমি তাঁদের কাছে নতুন নেতা হিসেবে আসছি না। আমি মানুষের ভালবাসা পেয়ে এখানে এসেছি। ইন্ডাস্ট্রিতেও এসেছিলাম টিভি সিরিয়ালের মাধ্যমে। পরে ছবিতে ঢুকি। মানুষের ভালবাসার পেয়ে তাঁদের কাছে যাব। প্রতিপক্ষরা আমার থেকে অনেক বড়। আমি তাঁদের কাছেও আশীর্বাদ চাইব। তাঁদের ছেলে হিসেবে যেতে চাই।
অনেক সময় নুসরতের সঙ্গে বন্ধুত্বের কথা এসেছে, ভিন্ন মতাদর্শ, বন্ধুত্বে চিড় ধরতে পারে?
চিড় ধরছে কি ধরছে না তা নিয়ে মানুষের কোনও আগ্রহ নেই। আমি যখন আমার কেন্দ্রে যাচ্ছি তখন মূল উদ্দেশ্য, তাঁদের জন্য কাজ হচ্ছে কি না। কার সঙ্গে কার বন্ধুত্ব ভাঙল, থাকল সেটা ফিল্ম ইন্ডাস্ট্রির গসিপের মতো। এটা কিছু বলতে চাই না।
গত মাসে বিজেপিতে যোগ দিয়েছেন এক ঝাঁক টলি তারকা। এদের মধ্যেই উল্লেখযোগ্য নাম যশ দাশগুপ্ত। টলি তারকা যশ বলেছিলেন, 'বিজেপিতে যোগদানের পর দেব, মিমি, নুসরত, অঙ্কুশ শুভকামনা জানিয়েছেন। এখন চাপ চলছে। মহিলাদের দেখে একসঙ্গে অনেক কাজ করা শিখেছি। সেটাই কাজে লাগাতে চাইছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার বহুবার দেখা হয়েছে। বিজেপি রাজ্য ও দেশের জন্য কাজ করতে পারবে বলে মনে করি, তাই যোগ দিয়েছি। '