WB Election 2021: এটা বাংলার ভোট, দিল্লির লাড্ডু নয়, কটাক্ষ মমতার
একইসঙ্গে তৃতীয় দফার ভোটে রাজ্য়ের তিন জেলার অশান্তি নিয়েও মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা: এটা দিল্লির লাড্ডু নয়। বাংলার ভোট। কালচিনির নির্বাচনী সভা থেকে ফের নরেন্দ্র মোদির দিকে কটাক্ষ ছুঁড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। এদিন কালচিনিতে গিয়ে মমতা বলেন, আপনারা আমায় জেতান। আমি আপনাদের জেতাব। এটা দিল্লির লাড্ডু নয়। বাংলার ভোট। আপনারা এক এক করে জেতান। আমরা বাংলায় সরকার তৈরি করব। একইসঙ্গে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের উপর হামলা নিয়েও আক্রমণ করেন মমতা বন্দ্য়োপাধ্যায়।
একইসঙ্গে এদিন কোচবিহার জেলায় মাথাভাঙার জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী সভায় প্রতিশ্রুতি থেকে কটাক্ষের সুর শোনা গেল তাঁর গলায়। এদিন তিনি বলেন, জুন মাস পর্যন্ত বিনা পয়সায় রেশন দেব বলেছি। ক্ষমতায় জুন মাসের পরেও রেশন দেব বিনা পয়সায়। এদিন বিজেপিকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা হরিচাঁদ ঠাকুর, পঞ্চানন বর্মা, নেতাজির জন্মদিনে ছুটি দিয়েছি। দিল্লি এই ছুটি দেয় না। দিল্লি চায় দুটি গুজরাতি এসে বাংলা দখল করুক। আর বাংলার দুটো গদ্দার আছে। দিনহাটা থেকেও একজন দাঁড়িয়েছে। আর এখানে এসে গুন্ডামি করবে।
একইসঙ্গে তিনি তৃতীয় দফার ভোটে রাজ্য়ের তিন জেলার অশান্তি নিয়েও মুখ খুলেছেন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি সিপিএমের হার্মাদদের নিয়ে গুন্ডামি করে বেড়াচ্ছে। কেন্দ্রীয় বাহিনীকে আমি সম্মান করি। কিন্তু আমি মনে করি তারা বিজেপি করবে না। অনেক জায়গায় আমার মহিলা প্রার্থীকে আক্রমণ। বেটি বাঁচাও বেটি পড়াও করবে? আমার প্রার্থী সুজাতা মণ্ডল আপ্ত সহায়ককে মাথা ফাটিয়ে দিচ্ছে।
কালচিনির সভা থেকে এদিন মমতা বলেন, কোল বিক্রি করে দিচ্ছে। রেল বিক্রি করে দিচ্ছে। ব্যাঙ্ক, এলআইসি বেচে দিচ্ছে। সব বেচে দিচ্ছে। দেশ কীভাবে চলবে? আমরা তো বাংলায় কিচ্ছু বেচতে দিচ্ছি না। মমতার কথায়, পাহাড়ে শান্তি আছে। তরাই ডুয়ার্সে শান্তি আছে। পাহাড়ে আমরা লড়ছি না। পাহাড়ের নিচে সব ভাইবোন তৃণমূলকে ভোট দেবেন। নেপালি, আদিবাসী শিডিউল কাস্ট সবাই ভোট দেবেন।