WB Election 2021 Date: ভোট ঘোষণা হওয়ার আগেই ম্যারাথন বৈঠক উপ নির্বাচন কমিশনারের
বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, তত চড়ছে পারদ। আবারও বঙ্গ সফরে আসছেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন। ভোট প্রস্তুতি খতিয়ে দেখবেন তিনি। পাশাপাশি খতিয়ে দেখবেন রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতিও।
রুমা পাল, কলকাতা: বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, তত চড়ছে পারদ। আবারও বঙ্গ সফরে আসছেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন। ভোট প্রস্তুতি খতিয়ে দেখবেন তিনি। পাশাপাশি খতিয়ে দেখবেন রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতিও। রাজ্যে এসে এবারও জেলাশাসক এবং পুলিশ সুপারদের নিয়ে বৈঠক করবেন সুদীপ জৈন। বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটে থেকে ম্যারাথন বৈঠক শুরু। বৈঠক করবেন সমস্ত জেলার জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনার, ডিভিশনাল পুলিশ কমিশনার-সহ একাধিক প্রশাসনিক কর্তার সঙ্গে। ইতিমধ্যেই মুখ্য নির্বাচন আধিকারিকের দফতর থেকে সমস্ত জেলাশাসক এবং পুলিশ সুপারদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। রবিবারই জেলা নির্বাচন অফিসারদের কাছে ই-মেল পাঠানো হয়েছে কমিশনের তরফে। জেলাভিত্তিক নির্বাচনের প্রস্তুতি সোমবারের মধ্যে বিস্তারিত ভাবে দিল্লিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
দিনক্ষণ চূড়ান্ত না হলেও কমিশন সূত্রে খবর ছিল, ৭ মার্চের পরেই ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যেতে পারে। তবে সোমবার অসমে প্রধানমন্ত্রী স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে, বঙ্গে ৭ মার্চ ভোট ঘোষণা হতে পারে। তার আগে আরও একবার ভোট প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখতে চান উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন।
এখনও পর্যন্ত যা খবর, দুদিনের সফরে বাংলায় আসছেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন। আগে শুক্রবার আসছেন জানানো হলেও এদিন জানা গিয়েছে, যে তিনি বৃহস্পতিবার আসছেন। এর আগে বেশ কয়েকবার বঙ্গে এসেছিলেন সুদীপ জৈন। কমিশন সূত্রে খবর, সে বার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি। কারও কর্তব্যে গাফিলতি থাকলে সাসপেন্ড করার হুঁশিয়ারিও দেন।
শনিবারই রাজ্যে এসেছে ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। শুরু করেছে রুটমার্চ। ২৫ ফেব্রুয়ারির মধ্যে মোট ১২৫ কোম্পানি বাহিনী আসবে রাজ্যে। এই বাহিনীকে কীভাবে নিয়ন্ত্রণ করা হবে, তা নিয়ে উপ নির্বাচন কমিশনার দিক নির্দেশ দিতে পারেন বলে কমিশন সূত্রে খবর।
ভোটের সময় রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি রুখতে ইতিমধ্যেই বিরোধীরা কমিশনে দরবার করেছে। তাদের অভিযোগকে গুরুত্ব দিয়েই এবার নির্বাচন কমিশন ভোট ঘোষণা হওয়ার আগেই কেন্দ্রীয় বাহিনী রাজ্যে পাঠিয়েছে। উপ নির্বাচন কমিশনারের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বৈঠকে পাওয়া চূড়ান্ত রিপোর্ট তিনি মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরাকে দেবেন। এই রিপোর্টের ওপর ভিত্তি করেই কমিশন পরবর্তী পদক্ষেপ নেবে। ভোট ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যাবে আদর্শ আচরণবিধি। এমনিতেই রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে কমিশনের কড়া নজর রয়েছে। ভোট ঘোষণার পরপরই কমিশনের তীক্ষ্ণ নজরদারি থাকবে গোটা পরিস্থিতির ওপর। পাল্টে যেতে পারে অনেক সমীকরণও।