WB Election 2021 Voting: আগামীকাল রাজ্যে প্রথম দফা নির্বাচন, তুঙ্গে শেষ মুহূর্তের প্রস্তুতি
কাল ভোট, তার আগে কাঁথিতে নাকা চেকিং। কলকাতা-কাঁথি সড়কে চলছে নজরদারি। কাঁথিতে ইভিএম বন্টন শুরু হয়েছে। কাঁথি কিশোর নগর হাই স্কুল এবং কন্টাই পিকে কলেজ থেকে বন্টন শুরু হয়েছে। ইতিমধ্যে ভোটকর্মীরা বিভিন্ন ভোট কেন্দ্রে যেতে শুরু করেছেন।
কলকাতা: রাত পোহালেই রাজ্যে প্রথম দফার নির্বাচন। আর তা ঘিরেই তুঙ্গে প্রস্তুতি। ৫ জেলার ৩০টি কেন্দ্রে কালই শেষ হয়েছে প্রচার। ইতিমধ্যে রুট মার্চ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। সূত্রের খবর, কাল সংশ্লিষ্ট ৩০টি কেন্দ্রে মোতায়েন থাকবে ৭৩২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আপাতত রাজ্যে আছে ৮০০ কোম্পানি বাহিনী। রাজ্যের বিধানসভা নির্বাচনের ৯৫৬ কেন্দ্রীয় বাহিনী থাকার কথা।
কাল ভোট, তার আগে কাঁথিতে নাকা চেকিং। কলকাতা-কাঁথি সড়কে চলছে নজরদারি। ইভিএম বন্টন শুরু হয়েছে। কাঁথি কিশোর নগর হাই স্কুল এবং কন্টাই পিকে কলেজ থেকে বন্টন শুরু হয়েছে।ভোটকর্মীরা বিভিন্ন ভোট কেন্দ্রে যেতে শুরু করেছেন। যেসব জায়গায় বুথ হয়েছে সেসব এলাকায় ইতিমধ্যে যেতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যেই ডিস্ট্রিবিউশন সেন্টারে পৌঁছে গিয়েছেন ভোট কর্মীরা। পুরুলিয়া পলিটেকনিক কলেজের ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে ভোটগ্রহণের সরঞ্জাম বিতরণ করা হচ্ছে। জেলায় মোট ২৪৯১টি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে।
বাঁকুড়ার চারটি বিধানসভা কেন্দ্র রাইপুর, রানিবাঁধ, শালতোড়া ও ছাতনার মোট ১৩২৮টি বুথে ভোটগ্রহণ হবে। ছাতনা ও শালতোড়া বিধানসভা কেন্দ্রের জন্য বাঁকুড়া বিশ্ববিদ্যালয় এবং রানিবাঁধ ও রাইপুর বিধানসভার জন্য খাতড়া আদিবাসী কলেজে ডিসিআরসি কেন্দ্র তৈরি করা হয়েছে। সকাল থেকে চূড়ান্ত ব্যস্ততা। ভোটকর্মীরা আসতে শুরু করেছেন।
এই ৫ জেলার মধ্যে রয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া। কাল ভোট পূর্ব মেদিনীপুরের কাঁথি উত্তর, কাঁথি দক্ষিণ, পটাশপুর, ভগবানপুর, খেঁজুরি , রামনগর, এগরায়। পশ্চিম মেদিনীপুরের দাঁতন, কেশিয়াড়ী , খড়গপুর, গড়বেতা, শালবনি, মেদিনীপুর। ঝাড়গ্রামের বিনপুর, নয়াগ্রাম, গোপিবল্লভপুর, ঝাড়গ্রাম। পুরুলিয়ার বাঘমুণ্ডি, বলরামপুর, বান্দোয়ান, জয়পুর, পুরুলিয়া, মানবাজার , কাশিপুর, পাড়া , রঘুনাথপুর। বাঁকুড়ার রাইপুর(সং), রানিবাঁধ (সং), ছাতনা, শালতোড়া।
উল্লেখ্য, এত বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এই প্রথম বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। এই দফায় ভোট হবে মোট ১০২৮৮ টি বুথে। ১২ হাজার রাজ্য পুলিশ। লাইন পর্যালোচনার করার জন্য থাকবে তারা। ঝাড়গ্রাম মোট ১৩০৭টি ভোট। মাওবাদী অধ্যুষিত এলাকা বলে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। সংশ্লিষ্ট জেলায় ১৪৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকার কথা। যে সব কেন্দ্রে তিন চারটি বুথ সেখানে ৮ কেন্দ্রীয় বাহিনী রাখা হবে। বাঁকুড়ায় বুথের সংখ্যা ১৩২৮, পূর্ব মেদিনীপুরে বুথের সংখ্যা ২০৪৩৭, পুরুলিয়ায় বুথ ৩১২৭টি।