WB Election 2021: আমরা শিয়ালের অনুগামী, জলপাইগুড়িতে পোস্টার
West Bengal Assembly Election 2021: এই পোস্টার নিয়ে শুরু হয়েছে রাজনৌতিক চাপানউতোর।
রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: ভোটের আগে জলপাইগুড়িতে কংগ্রেসের জেলা দফতর সংলগ্ন অঞ্চলে শিয়ালের ছবি দিয়ে পোস্টার পড়ায় চাঞ্চল্য শহরজুড়ে। এই পোস্টারে রয়েছে শিয়ালের ছবি আর নীচে লেখা রয়েছে, ‘এই চিহ্নে ভোট দিন। সৌজন্যে: আমরা শিয়ালের অনুগামী।’ এই পোস্টার নিয়ে শুরু হয়েছে রাজনৌতিক চাপানউতোর। বিজেপি-র অভিযোগ কংগ্রেসের দিকে।
জলপাইগুড়ি জেলার বিজেপি সহ-সভাপতি অলোক চক্রবর্তী বলেছেন, ‘এই মুহূর্তে দুটো রাজনৈতিক দল। একটা হচ্ছে সংযুক্ত মোর্চা। তাদের একটা প্রার্থী দেওয়া হয়েছে। আর একটা হয়েছে তৃণমূলের। এবার যে পোস্টারগুলো পড়েছে, আমাদের মনে হয় তাদের কেন্দ্র করেই পড়েছে।’
জেলা বিজেপি সহ-সভাপতি আরও বলেছেন, ‘সুখবিলাস মানে সুখের সাগর আর হচ্ছে বিলাসবহুল ফ্ল্যাটে থাকতে যিনি ব্যস্ত ছিলেন দীর্ঘ দশ বছর। বেকার যুবকরা আশাহত। বেকার যুবকরা কাজের জন্য তাঁকে জয়ী করেছিলেন। তাঁরা আশাহত হয়েছেন বলেই বলছেন, আমরা শিয়ালের অনুগামী, ধূর্ত লোককে ভোট দিন। পাশাপাশি আর একটা দলের যিনি প্রার্থী হয়েছেন, তাঁরই নার্সিংহোম দিদিভাইয়ের স্বাস্থ্যসাথীর কার্ড রিজেক্ট করেছে। তিনি এখন ধূর্ত হয়েছেন। তিনি ভোটে জিতে লক্ষ লক্ষ টাকা লুঠ করার স্বপ্ন দেখছেন। তাই যুবসমাজ সোচ্চার হয়েছে। এই কারণেই দু’জন প্রার্থীর বিরুদ্ধে তারা জেহাদ ঘোষনা করেছে এবং শিয়ালের সাথে তুলনা করে বলেছে যে ধূর্ত শিয়ালের মতো তাঁরাও প্রার্থী হয়েছেন। তাঁরা আবার ভোটে জিতে বেকার যুবকদের নিয়ে ছিনিমিনি খেলবেন। তাই এই পোস্টার দিয়েছে। আমি যুবসমাজকে সাধুবাদ জানাই। কারণ তারা প্রকৃত সত্যটা এই সমস্ত পার্টির নেতাদের সামনে তুলে ধরেছে।’
এ প্রসঙ্গে জলপাইগুড়ি সদর ব্লক ১-এর তৃণমূল সভাপতি তরুণ বসু বিশ্বাস বলেছেন, ‘এই পোস্টার আমি নিজে চোখে দেখিনি, অন্যান্য লোকেদের কাছ থেকে শুনেছি। তবে যে বা যারা এই পোস্টার লাগিয়েছে, তা রুচিসম্মত নয়। তবে দলের পক্ষ থেকে আমরা এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাইছি না।’