WB Election Rallies 2021 LIVE: বিজেপির সবকিছুই জুমলা, ইস্তেহার প্রকাশের পর আক্রমণ সৌগত রায়ের
West Bengal Assembly Election 2021 LIVE Updates: অমিত শাহও এদিন পূর্ব মেদিনীপুরের এগরায় জনসভা করবেন। অমিত শাহের সভায় আমন্ত্রণ জানাতে গতকাল শিশির অধিকারীর বাড়িতে যান কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডব্য। দু’জনের প্রায় আধঘণ্টা বৈঠক হয়। সভায় যেতে সম্মত হয়েছেন শিশিরও। তাহলে কি আজই পদ্মে-প্রবেশ সিনিয়র অধিকারীর? জল্পনা তুঙ্গে।

Background
কলকাতা: আজ রাজ্যে ভোটের প্রচারে ফের আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাঁকুড়ায় মোদি, এগরায় অমিত শাহ জনসভায় ভাষণ দেবেন। বিকেলে বিজেপির ইস্তেহার প্রকাশিত হবে। অন্যদিকে, পূর্ব মেদিনীপুরে ৩ সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের। পূর্ব মেদিনীপুরে আজ তিনটি জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
এদিন বাঁকুড়ায় তিলাবেদির মাঠে দুপুর একটায় জনসভা প্রধানমন্ত্রীর। গতকাল খড়্গপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানিয়েছিলেন তিনি।
বাঁকুড়ায় মোদির সভার দিনই আজ পূর্ব মেদিনীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা। হলদিয়ার সুতাহাটা, খেজুরির বামনচকে ও পাঁশকুড়ার মেচোগ্রামে পরপর তিনটি জনসভা করবেন তিনি। পূর্ব মেদিনীপুর অধিকারী গড় হিসেবে পরিচিত। জেলায় দলীয় সংগঠনের জমি তৈরি করতে একসময় অধিকারী পরিবারের উপরেই ভরসা রেখেছিলেন তৃণমূলনেত্রী। সেই হিসেব উল্টে যায় অমিত শাহর সভায় শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের পর থেকে। একুশের নির্বাচনে অধিকারী পরিবারই এখন তৃণমূলনেত্রীর প্রধান প্রতিপক্ষ। আজ নির্বাচনী সভা থেকে মোদির আক্রমণের জবাব দেওয়ার পাশাপাশি, ফের অধিকারী পরিবারের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগে সরব হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
অমিত শাহও এদিন পূর্ব মেদিনীপুরের এগরায় জনসভা করবেন। অমিত শাহের সভায় আমন্ত্রণ জানাতে গতকাল শিশির অধিকারীর বাড়িতে যান কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডব্য। দু’জনের প্রায় আধঘণ্টা বৈঠক হয়। সভায় যেতে সম্মত হয়েছেন শিশিরও। তাহলে কি আজই পদ্মে-প্রবেশ সিনিয়র অধিকারীর? জল্পনা তুঙ্গে।এগরায় সভার পর মেচেদায় দলের জেলা ও মণ্ডল নেতাদের সঙ্গে বৈঠক করবেন শাহ। এরপর বিকেলে প্রকাশিত হবে বিজেপির নির্বাচনী ইস্তেহার।
অভিষেক বন্দ্যোপাধ্যায় ময়না, পাঁশকুড়া, চণ্ডীপুরে সভা করবেন।
WB Election 2021: প্রচারের শেষপর্বে এসে বিজেপি প্রার্থী সুদীপ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে তৃণমূলের স্লোগান কাল্টু এখন পাল্টু
পুরুলিয়া বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহণ। প্রচারের শেষপর্বে এসে বিজেপি প্রার্থী সুদীপ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে তৃণমূলের স্লোগান কাল্টু এখন পাল্টু। প্রচারে বিজেপি প্রার্থীর দলবদলের ইতিহাসকেই কটাক্ষ শাসক শিবিরের। ভোটের ফল বের হলে উল্টে যাবে তৃণমূল সরকার, পাল্টা জোড়াফুলের দলকে নিশানা গেরুয়া শিবিরের প্রার্থীর।
West Bengal Election 2021: বিজেপির সবকিছুই জুমলা, ইস্তেহার প্রকাশের পর আক্রমণ সৌগত রায়ের
বিজেপির সবকিছুই জুমলা। ইস্তেহার প্রকাশের পর আক্রমণ সৌগত রায়ের।





















