WB Election 2021: নন্দীগ্রামে মমতার বিরুদ্ধে জোটের প্রার্থী কে? এখনও ঠিক হয়নি, জানালেন বিমান
অন্যদিকে, বাম-কংগ্রেস-আইএসএফ জোটের কে এই আসনে প্রার্থী হবে, তা এখনও জানা গেল না। জোটের প্রার্থীতালিকা ঘোষণা করতে গিয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেছেন, আপাতত নন্দীগ্রাম আসনটি তাঁরা ফাঁকা রাখছেন।
কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই আগামী বিধানসভা নির্বাচনে দলের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, কথা দিলে কথা রাখি।নন্দীগ্রাম থেকেই প্রার্থী হচ্ছেন তিনি। শুধুমাত্র নন্দীগ্রাম আসন থেকেই ভোটে লড়বেন মমতা।
অন্যদিকে, বিজেপি ওই আসনে শুভেন্দু অধিকারীকে প্রার্থী করতে পারে। শুভেন্দু দলের বৈঠকে এমনই ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এ ব্যাপারে দলই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন রাজীব। এই অবস্থায় নন্দীগ্রামে মমতা-শুভেন্দু দ্বৈরথের সম্ভাবনা দেখছে রাজনৈতিক মহল।
অন্যদিকে, বাম-কংগ্রেস-আইএসএফ জোটের কে এই আসনে প্রার্থী হবে, তা এখনও জানা গেল না। জোটের প্রার্থীতালিকা ঘোষণা করতে গিয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেছেন, আপাতত নন্দীগ্রাম আসনটি তাঁরা ফাঁকা রাখছেন।
বিমান বসু জানিয়েছেন, ‘নন্দীগ্রাম আসনে প্রার্থী ঠিক করা হয়নি।নন্দীগ্রাম হেভিওয়েট আসন, আলোচনা চলছে।