WB Election 2021 Live Updates: দঃ সিঁথিতে শুভেন্দুর মিছিলের আগে বিজেপির জমায়েতে ‘হামলা’
ভোটের আগে মুর্শিদাবাদে খুন সিপিএম কর্মী

Background
চোখ রাঙাচ্ছে করোনাভাইরাস। এই পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলি প্রচারে লাগাম টেনেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য এখনই লকডাউন ও নাইট কার্ফুর সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ভোট স্থগিত রাখার দাবি জানিয়েছেন।
ভোটপর্বে ৪ পুলিশ অফিসারকে বদলি করল নির্বাচন কমিশন। পূর্ব বর্ধমানের এসপি, আসানসোল-দুর্গাপুরের সিপি, এসপি বীরভূম, এসডিপিও বিলৌর, বীরভূমকে বদলি করা হয়েছে। ভাস্কর মুখোপাধ্যায়কে সরিয়ে পূর্ব বর্ধমানের এসপি হচ্ছেন অজিত কুমার সিংহ। আসানসোল-দুর্গাপুরের সিপি ছিলেন সুকেশ জৈন। তার পরিবর্তে নতুন সিপি হচ্ছেন মিতেশ জৈন। মিরাজ খালিদকে সরিয়ে বীরভূমের নতুন এসপি হচ্ছেন নগেন্দ্র নাথ ত্রিপাঠি। বিলৌর, বীরভূমের এসডিপিও ছিলেন অভিষেক রায়। নতুন এসডিপিও নাগারাজ দেবরকোন্দা। কমিশন জানিয়েছে যাঁদের বদলি করা হল তাঁরা নির্বাচন সংক্রান্ত কোনও কাজ করতে পারবেন না।
এদিকে, শীতলকুচিতে মৃতদের বুকে-পিঠে গুলি কেন? ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে তুঙ্গে তৃণমূল-বিজেপি তরজা শুরু হয়েছে।
উল্লেখ্য, চতুর্থ দফার ভোটের দিন, গত ১০ এপ্রিল রক্তাক্ত হয় কোচবিহারের শীতলকুচি। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় চার জনের। সেই ঘটনা নিয়ে রাজ্যজুড়ে ঝড় বয়ে গেছে। নির্বাচন কমিশন শীতলকুচির ২২৬ নম্বর বুথে ভোটগ্রহণ স্থগিত করে দেয়। এরইমধ্যে সোমবার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পুনর্নির্বাচনের দাবিতে মাথাভাঙার মহকুমা শাসকের দফতরের সামনে অবস্থান বিক্ষোভ দেখায় বিজেপি।
বিজেপির অভিযোগ, ওইদিন কেন্দ্রীয় বাহিনীর গুলিচালানোর আগে তাদের দলের চারজন কর্মীকে মারধর করে তৃণমূলের লোকজন।
শীতলকুচির জোড়া পাটকির ১২৬ নম্বর বুথে এখনও পুনর্নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেনি নির্বাচন কমিশন। তার আগেই পুনর্নির্বাচন নিয়ে চড়ছে উত্তাপ।
West Bengal Election 2021 LIVE: শুভেন্দুর মিছিলের আগে বিজেপির জমায়েতে ‘হামলা’
শুভেন্দুর মিছিলের আগে বিজেপির জমায়েতে ‘হামলা’। দঃ সিঁথি রোডে বিজেপির উপর হামলা, পতাকা ছেড়ার অভিযোগ। তৃণমূল সাংসদ শান্তনু সেনের উপস্থিতিতে হামলার অভিযোগ। ‘এরকম অবস্থা হয়নি যে বিজেপিকে মারধর করব’, হামলার অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি তৃণমূলের।
West Bengal Election 2021 LIVE: বীরভূমের মল্লারপুরের বোঁমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে জখম ২
বীরভূমের মল্লারপুরের বানাসপুর গ্রামে বোঁমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে জখম ২ জন। স্থানীয় সূত্রে দাবি, তৃণমূল কর্মী আনারুল শেখের বাড়ির পাশে বোমা বাঁধার সময় বিস্ফোরণ হয়। বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী জানিয়েছেন, প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ওই জায়গায় বোমা বানানো হচ্ছিল। বোমা বিস্ফোরণে আহত দু’জনকে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার





















