![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
WB Election 2021: রবীন্দ্রনাথ প্রার্থী? সিঙ্গুরে বিজেপি কর্মীদের বিক্ষোভ, তালা পার্টি অফিসে
একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সিঙ্গুরে জমি আন্দোলন করেছেন। চারবারের বিধায়ক। তবে আগামী বিধানসভা নির্বাচনে তাঁকে প্রার্থী করেনি তৃণমূল কংগ্রেস। ক্ষুব্ধ রবীন্দ্রনাথ ভট্টাচার্য যোগ দিয়েছেন বিজেপিতে। মাত্র এক সপ্তাহ আগে। আর তারই পুরস্কার হিসাবে মাস্টারমশাইকে প্রার্থী করেছে বিজেপি।
![WB Election 2021: রবীন্দ্রনাথ প্রার্থী? সিঙ্গুরে বিজেপি কর্মীদের বিক্ষোভ, তালা পার্টি অফিসে West Bengal Election 2021: Rabindranath Bhattacharya nominated for BJP Created agitation in Singur WB Election 2021: রবীন্দ্রনাথ প্রার্থী? সিঙ্গুরে বিজেপি কর্মীদের বিক্ষোভ, তালা পার্টি অফিসে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/14/22f2422e1f70ec37b2b3b02e63e136b6_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সিঙ্গুর: একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সিঙ্গুরে জমি আন্দোলন করেছেন। চারবারের বিধায়ক। তবে আগামী বিধানসভা নির্বাচনে তাঁকে প্রার্থী করেনি তৃণমূল কংগ্রেস। ক্ষুব্ধ রবীন্দ্রনাথ ভট্টাচার্য যোগ দিয়েছেন বিজেপিতে। মাত্র এক সপ্তাহ আগে। আর তারই পুরস্কার হিসাবে মাস্টারমশাইকে প্রার্থী করেছে বিজেপি। যদিও সেই সিদ্ধান্তে ক্ষুব্ধ গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকেরা।
রবিবার বিকেলে নয়াদিল্লি থেকে বিজেপি নেতৃত্ব সিঙ্গুরের প্রার্থী হিসাবে মাস্টারমশাইয়ের নাম ঘোষণা করতেই জায়গায় জায়গায় বিক্ষোভ শুরু হয়। বিজেপি কর্মীরা অভিযোগ করেন, ‘রবীন্দ্রনাথ তৃণমূলের দালাল।’ কেউ কেউ মনে করিয়ে দেন, তৃণমূলে থাকাকালীন বিজেপি কর্মীদের সঙ্গে অভব্য, উদ্ধত আচরণ করেছেন রবীন্দ্রনাথ। হেনস্থা করেছেন। তাঁকে প্রার্থী করায় প্রবল ক্ষুব্ধ বিজেপি কর্মী-সমর্থকেরা। সিঙ্গুরে বিজেপির পার্টি অফিসে তালাও ঝুলিয়ে দেওয়া হয়েছে!
মাত্র এক সপ্তাহ আগে তৃণমূল ছেড়ে যোগ দিয়েছেন বিজেপিতে। সিঙ্গুরে এবার তাঁকেই প্রার্থী করেছে বিজেপি। রবীন্দ্রনাথ ভট্টাচার্য। সিঙ্গুরের মাস্টারমশাই। বিতর্কে তিনি অবশ্য নির্লিপ্ত। ৮৯ বছর বয়সে তিনি ফের একটি নির্বাচন লড়ার প্রস্তুতি শুরু করে দিলেন।
রবিবার বিকেলে নিজের বাড়িতে বসে এবিপি আনন্দকে রবীন্দ্রনাথ বললেন, 'বিজেপির প্রার্থী মনোনীত হওয়ায় শান্তি ও স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যে উদ্দেশ্য নিয়ে দলত্যাগ করেছিলাম, এই লড়াইয়ের মধ্যে দিয়ে তা সার্থক এবং পরিপূর্ণ হবে। ৮৯ বছর বয়সটা একটা অঙ্কমাত্র। বয়সের সঙ্গে যদি শারীরিক অক্ষমতা, মানসিক অবসাদ এবং উৎসাহ, সব কিছু হারিয়ে গিয়ে একটা অথর্ব মানুষে পরিণত হয়, তখন বয়সটা ভার বা বাধা হয়। সৌভাগ্যক্রমে আমার সমস্ত শক্তি, কর্মক্ষমতা, চিন্তার শক্তি, প্রতিবাদ করার সাহস অক্ষুণ্ণ এবং অটুট রয়েছে। অন্যায় এবং অবৈধ স্বার্থ চরিতার্থ হতে দেখলেই প্রতিবাদ করব। আমি কৃষক ঘরের সন্তান। কৃষক বিরোধী নই। আমি হিন্দু ঘরের ছেলে। রাম এবং সীতাকে আমার দেবতা রূপে পূজা করি। তাকে রাজনৈতিক অস্ত্র করে খেলো করি না।'
বিজেপির বিরুদ্ধে বারবার ধর্মকে হাতিয়ার করার অভিযোগ উঠছে। যদিও ধর্মকে অস্ত্র করতে চান না রবীন্দ্রনাথ। মাস্টারমশাই বলছেন, 'রাম ও সীতা নাম নিয়ে কেউ যদি উদ্বুদ্ধ হতে চায় সেটা তার ব্যাপার। আমার কাছে রাম ও সীতা পরম পূজনীয়। দেবতার স্বরূপ। আমি তাঁদের অন্তরের মধ্যে স্থাপন করে শ্রদ্ধা এবং শক্তি অর্জন করব। রাম ও সীতাকে হাতিয়ার করে যখন তখন মানুষকে হেয় করা বা অগ্রাহ্য করা হবে, তা মানি না। রাম ও সীতা দেবতার স্বরূপ। তাঁদের ব্যবহার করি না।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)