WB Election 2021: প্রচার শেষে ক্রিকেট মাঠে বিজেপি প্রার্থী, বোঝালেন ‘খেলা হবে’ স্লোগানের আসল মানে
নির্বাচনী প্রচারের কাজ শেষ হয়ে গিয়েছে ১৯ তারিখে । ২০ ও ২১ তারিখ নেই প্রার্থীদের প্রচার ও জনসংযোগ। ফলে এই দুটো দিন একটু অন্যভাবে কাটালেন রায়গঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণী।
সুদীপ চক্রবর্তী, রায়গঞ্জ: প্রচার শেষ তাই ক্রিকেট মাঠেই সময় কাটালেন রায়গঞ্জের বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণী।‘খেলা হবে’ স্লোগানের পাল্টা বার্তা দিতে ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিয়ে ম্যাচ খেললেন রায়গঞ্জ বিধানসভার এই বিজেপি প্রার্থী। জানালেন খেলা মাঠেই হয় আর উন্নয়ন বিকাশ হয় রাজনীতির খেলার মাধ্যমে। মঙ্গলবার প্রচার না থাকায় এভাবেই ফুরফুরে মেজাজে ক্রিকেট খেলে কাটালেন রায়গঞ্জের বিজেপি প্রার্থী বিশিষ্ট কৃষ্ণ কল্যাণী। শুধু খেললেনই না, ম্যান অফ দ্য ম্যাচও হলেন তিনিই।
নির্বাচনী প্রচারের কাজ শেষ হয়ে গিয়েছে ১৯ তারিখে । ২০ ও ২১ তারিখ নেই প্রার্থীদের প্রচার ও জনসংযোগ। ফলে এই দুটো দিন একটু অন্যভাবে কাটালেন রায়গঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণী। মা তারা সংঘের পরিচালনায় শুভলগ্ন লোকনাথ মন্দির সংলগ্ন মাঠে এদিন নক আউট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। কল্যাণী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বনাম দাদাভাই সংঘের ৪ ওভারের ক্রিকেট ম্যাচে কল্যাণী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের হয়ে খেলেন বিজেপি প্রার্থী তথা ইন্ডাস্ট্রিজের কর্ণধার কৃষ্ণ কল্যাণী।
মাত্র ১৯ রান আর ২ টি উইকেট নিয়ে হলেন ম্যাচের সেরা। ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার নিয়ে বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণী তৃণমূলের স্লোগান ‘খেলা হবে’-কে কটাক্ষ করে বলেন, ‘‘খেলা মাঠেই হয় আর উন্নয়নের কর্মযজ্ঞ ও বিকাশ হয় রাজনীতির মাঠে। দু’দিন কোনও প্রচার নেই তাই একটু অন্যভাবে দিন কাটালাম।’’
আগামী ২২ এপ্রিল ভোট। গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবের দিন মানুষ যাতে উৎসবের মতো করেই ভোটদান করেন সেই প্রার্থনাই করলেন রায়গঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণী। খেলা দেখতে মাঠে উৎসুক জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো।
রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে নির্বাচন আগামিকাল ২২ এপ্রিল ৷ ঘরের ছেলেকে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে পেয়ে উচ্ছ্বসিত এলাকাবাসী ৷ কিছুদিন আগেই ভোট প্রচারে বেরিয়ে কৃষ্ণ কল্যাণী বলেছিলেন, তিনি এখানকারই ছেলে ৷ এখানেই ৪২ বছর ধরে বসবাস করছেন । রায়গঞ্জ শহরের বন্দর এলাকার প্রতিটি মাঠেঘাটে অলিতে গলিতে খেলাধুলো করে বড় হয়েছেন । এখানকার মানুষ নিজের পাড়ার ছেলেকে বিজেপি প্রার্থী হিসাবে পেয়ে উচ্ছ্বসিত ৷