WB Election 2021:আজ অমিত শাহর সভায় বিজেপিতে যোগ দিচ্ছেন শিশির অধিকারী
১৯ ডিসেম্বর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন অধিকারী বাড়ির মেজ ছেলে শুভেন্দু।দাদার পথে হেঁটে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন ছোটভাই সৌমেন্দুও।খাতায় কলমে তৃণমূলে থাকলেও, দলের সঙ্গে নাড়ির টান যে বিচ্ছিন্ন হয়ে গেছে, তা ক্ষোভ উগরে বুঝিয়ে দিয়েছিলেন শিশির অধিকারী।
পূর্ব মেদিনীপুর: আজ এগরায় অমিত শাহের সভাতেই বিজেপিতে যোগ দিচ্ছেন তৃণমূলের কাঁথির সাংসদ শিশির অধিকারী।এমনই খবর সূত্রের। দুই ছেলে শুভেন্দু অধিকারী ও সৌমেন্দু অধিকারী আগেই বিজেপিতে যোগ দিয়েছেন। শুভেন্দু নন্দীগ্রাম বিধানসভা আসনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি প্রার্থী। অনেক দিন আগে থেকেই জল্পনা চলছিল যে, এবার শিশির অধিকারীর বিজেপিতে যোগদান স্রেফ সময়ের অপেক্ষা।অবশেষে জল্পনার অবসান। সূত্রের খবর, আজই শিশির বিজেপি-তে যোগ দিচ্ছেন।
আত্মসম্মানের লড়াই, মেদিনীপুরের ইজ্জত বাঁচতে লড়ব, বিজেপিতে যোগদান প্রসঙ্গে প্রতিক্রিয়া তৃণমূলের প্রবীণ সাংসদের। এর পাশাপাশি, তমলুকের সাংসদ, শিশির-পুত্র দিব্যেন্দু অধিকারী গতকাল জানান, আজ অমিত শাহকে স্বাগত জানাতে হেলিপ্যাডে উপস্থিত থাকবেন তিনি।
গতকাল কাঁথিতে অধিকারীদের বাড়ি অর্থাৎ শান্তিকুঞ্জে যান মোদি মন্ত্রিসভার সদস্য মনসুখ মান্ডব্য। তাঁর সঙ্গে ছিলেন বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তী। শিশির অধিকারীর সঙ্গে তাঁদের প্রায় আধঘণ্টা বৈঠক হয়।
কিছুদিন আগে শান্তিকুঞ্জে গিয়ে শিশির অধিকারীর সঙ্গে দেখা করেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।সূত্রের খবর, রবিবার অমিত শাহের মিটিংয়ে আসার জন্য শিশির অধিকারীকে আমন্ত্রণও জানান কেন্দ্রীয় মন্ত্রী।এই প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে, তাহলে রবিবারই কি শান্তিকুঞ্জে ফের পদ্মফুটতে চলেছে?
এর আগে শুভেন্দু বলেছিলেন, ধৈর্য ধরুন আমার বাড়িতেও পদ্ম ফুটবে। কয়েকদিন আগেই শিশির বলেছিলেন, যেখানে ডাকা হবে সেখানেই যাব।
তৃণমূল অবশ্য বিষয়টিতে কোনও গুরুত্ব দিচ্ছে না। রামনগরের তৃণমূল প্রার্থী অখিল গিরি গতকালই বলেন, উনি যদি চলে যাবেন, তাহলে এমপি সিট ছেড়ে চলে যান। এতবড় নেতা নন যে চলে গেলে তৃণমূলের ক্ষতি হবে।
১৯ ডিসেম্বর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন অধিকারী বাড়ির মেজ ছেলে শুভেন্দু।দাদার পথে হেঁটে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন ছোটভাই সৌমেন্দুও।খাতায় কলমে তৃণমূলে থাকলেও, দলের সঙ্গে নাড়ির টান যে বিচ্ছিন্ন হয়ে গেছে, তা ক্ষোভ উগরে বুঝিয়ে দিয়েছিলেন শিশির অধিকারী। গত ১৭মার্চ তিনি বলেছিলেন, শুভেন্দু দল ছেড়ে যাওয়ার পর বাপ-ঠাকুরদা ১৪ পুরুষ তুলে গালাগালি করছে। শনিবারও পূর্ব মেদিনীপুরের সভা থেকে নাম না করে শুভেন্দুকে আক্রমণ করেন তৃণমূলনেত্রী। বলেন, গদ্দারটা গুন্ডামি করতে এলে রুখে দিও। গদ্দাররা বাংলা শাসন করতে পারে না, বাংলা শাসন করবে বাংলাই। পাল্টা শুভেন্দু বলেন, আমি গদ্দার নই.... সব ফিরিয়ে দিয়েছি।
গত ডিসেম্বরে অমিত শাহের সভাতেই বিজেপির পতাকা হাতে তুলে নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। রবিবার ফের অমিত শাহর মঞ্চেই দলবদল করবেন শিশির অধিকারী।
আজ রাজ্যে এসে বিজেপির নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগে পূর্ব মেদিনীপুরের এগরায় জনসভা করবেন বিজেপির প্রাক্তন সভাপতি। পল্লীঘাই স্কুলের মাঠে অমিত শাহর সভাতেই আজ বিজেপিতে যোগ দিতে চলেছেন শিশির অধিকারী। এরপর মেচেদায় সাংগঠনিক বৈঠক করবেন অমিত শাহ। জেলা ও মণ্ডল সভাপতিদের নিয়ে বৈঠক করবেন তিনি। মূলতঃ বিধানসভা ভোটের রণকৌশল সম্পর্কে নির্দেশিকা দিতেই এই বৈঠকের আয়োজন বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এরপর বিকেলে সল্টলেকের ইজেডসিসি-তে বিজেপির নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবেন অমিত শাহ।