Sukanta Majumdar : 'তৃণমূলের থেকে ১ আসন হলেও বেশি পাব', সবুজ-ঝড়ের মধ্যেও আত্মবিশ্বাসী সুকান্ত
West Bengal Election Result 2024 : সবুজ ঝড়ের মধ্যেই তাই সুকান্ত বললেন, 'শেষ হাসি আমরাই হাসব। তৃণমূলের থেকে একটা হলেও আসন আমরা বেশি পাব'
বালুরঘাট : মমতা-অভিষেকের নেতৃত্বেই আস্থা রাখল বাংলা। লোকসভা ভোটে এবার সারা রাজ্যে সবুজ ঝড়। সব মিলিয়ে টার্গেটের অনেক দূরে আটকে বিজেপি ( BJP) । এক্সিট পোলের পূর্বাভাসের সঙ্গে মোটেই মিলল না বিজেপির ফল। তবে এর মধ্যে দাঁড়িয়েই কনফিডেন্ট সুকান্ত মজুমদার ( Sukanta Majumdar )। তিনি বলছেন এখনও পর্যন্ত মাত্র প্রথম কয়েক দফার গণনাই হয়েছে। তাই এর উপর ভিত্তিতে উচ্ছ্বাস বা অবসাদ কোনওটাই আসা ঠিক নয় ।
বিজেপি কর্মীদের চাঙ্গা করতে এখনও রাজ্য সভাপতি বললেন, কাউন্টিং এজেন্টরা যেন গণনাকেন্দ্র না ছাড়েন। তিনিও আছেন। এখনও অনেক রাউন্ড বাকি। সবুজ ঝড়ের মধ্যেই তাই সুকান্ত বললেন, শেষ হাসি আমরাই হাসব। তৃণমূলের থেকে একটা হলেও আসন আমরা বেশি পাব। বললেন সুকান্ত ।
সুকান্ত বলেন, বালুরঘাটে গতবারেও বালুরঘাটে ৩ টি করে রাউন্ডে আমরা পিছিয়ে ছিলাম। মুসলিম ভোট তো আমরা তো পাব না। হিন্দু ভোটেই আমরা এগিয়ে যাব।
অভিষেকের বিরাট মার্জিনে এগিয়ে থাকা নিয়ে সুকান্তর বিস্ফোরক মন্তব্য, 'অভিষেকের জয় নিয়ে যত কম বলা যায় তত ভাল। উনি জিতুন। জয়ের পর কোথায় থাকেন দেখা যাক। জেলে থাকেন না কোথায় থাকেন...'
সকাল থেকে প্রাথমিক কয়েক রাউন্ড গণনার পর দেখা যায়, পিছিয়ে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু দ্বিপ্রহরের পর থেকেই দেখা যায় আস্তে আস্তে এগোচ্ছেন সুকান্ত। এখন বালুরঘাটের মানুষের চূড়ান্ত রায় বোঝা যাবে চূড়ান্ত গণনার পরেই।
এখনও পর্যন্ত গণনা যা বলছে তাতে, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, ব্যারাকপুরের বিদায়ী সাংসদ অর্জুন সিং, হুগলির লকেট চট্টোপাধ্যায়, কলকাতা দক্ষিণের প্রার্থী কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী, কলকাতা উত্তরের তাপস রায় অনেকটাই পিছিয়ে আছেন। যদিও অনেকগুলি রাউন্ড গণনা বাকি, তবুও কিছু কিছু আসনে ব্যবধান এতটাই বেশি যে, ফলের পূর্বাভাস দেওয়াই যায়।
অন্যদিকে বিজেপি শিবির থেকে উল্লেখযোগ্য যাঁরা এগিয়ে রয়েছেন, তাঁরা হলেন
- দার্জিলিংয়ে এগিয়ে বিজেপি প্রার্থী রাজু বিস্ত
- জলপাইগুড়িতে ৪৬ হাজারের বেশি ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী জয়ন্ত রায়
- আলিপুরদুয়ারে এগিয়ে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা
- বালুরঘাটে এগিয়ে গেলেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার
- রায়গঞ্জে এগিয়ে বিজেপি প্রার্থী কার্তিক পাল
আরও পড়ুন :
রাজ্যের ৪২ আসনের রায় কার পক্ষে, কার বিপক্ষে? ভোট গণনার লেটেস্ট আপডেট