AITC Winners LIVE Updates: কোন আসনে কত ভোট পেলেন তৃণমূলের হেভিওয়েটরা, জয়ের ব্যবধানই ঠিক কত, রইল বিস্তারিত
AITC WB Election Winners List LIVE Updates: রেকর্ড ৭৫ হাজারের বেশি ভোটে বালিগঞ্জ কেন্দ্রে জয়ী সুব্রত মুখোপাধ্যায়
LIVE
Background
বাংলার মসনদে এবার কে? তৃতীয় বারের জন্য রাজ্যে ক্ষমতায় ফিরবে তৃণমূল? নাকি, বাংলায় প্রথমবারের জন্য ফুটবে পদ্ম? শেষ হাসি হাসবে কারা?
বঙ্গ রাজনীতির আন্দরে এখন ঘুরপাক খাচ্ছে এই একটাই প্রশ্ন!! এই অবস্থায় রবিবার হাইভোল্টেজ বঙ্গভোটের ফলঘোষণা। তার আগে, গণনাকেন্দ্রগুলিতে প্রস্তুতি প্রায় শেষ।
করোনাকালে ভোটগণনা, তাই কোভিডবিধি মেনেই ব্যবস্থা করা হয়েছে।
আর কয়েক ঘণ্টায় রেজাল্ট আউট। রাজ্য বিধানসভা নির্বাচনের ভোটগণণনা। প্রস্তুতি চূড়ান্ত নির্বাচন কমিশনের। প্রতিটি ভোটগণনাকেন্দ্রেই করা হয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়।
প্রথম স্তরে নিরাপত্তারক্ষীদের কাছে পরিয়চপত্র দেখাতে হবে গণনাকর্মীদের। দ্বিতীয় স্তরে গণনাকেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে রাজ্য সশস্ত্র পুলিশ। এবং তৃতীয় ও শেষ স্তরে নিরাপত্তার দায়িতে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী।
আজ ভোট গণনা। সেজে উঠেছে বিভিন্ন গণনা কেন্দ্র। কোভিড-বিধি মেনে হয়েছে গণনা প্রস্তুতি।
২৯২ বিধানসভা কেন্দ্রে ফল ঘোষণা। সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু। রাজ্যে মোট গণনাকেন্দ্র ১০৮। প্রথমে পোস্টাল ব্যালট, সাধারণ ব্যালটে গণনা। সকাল সাড়ে ৮টা থেকে শুরু ইভিএমের গণনা।
প্রার্থী-মৃত্যুর জেরে ভোট হয়নি ২ কেন্দ্রে। মুর্শিদাবাদের দুই কেন্দ্রে ভোট ১৬ মে। সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে ফল ঘোষণা ১৯ মে।
গণনাকেন্দ্রের বাইরে ত্রিস্তরীয় নিরাপত্তা। নিরাপত্তায় মোতায়েন ২৪২ কোম্পানি বাহিনী।
WB Election Result LIVE: বিধাননগর কেন্দ্রে ৭,৯৯৭ ভোটে জিতেছেন সুজিত বসু
বিধাননগর কেন্দ্রে ৭,৯৯৭ ভোটে জিতেছেন সুজিত বসু। তৃণমূলের হেভিওয়েট এই প্রার্থী পেয়েছেন ৭৫,৯১২ ভোট। যা ওই কেন্দ্রের মোট ভোট শতাংশের ৪৬.৮৫ শতাংশ। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির সব্যসাচী দত্ত পেয়েছেন ৬৭,৯১৫ ভোট (৪১.৯১ শতাংশ)। তৃতীয় স্থানে থাকা কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ১২,৮২১ ভোট (৭.৯১ শতাংশ)।
WB Election Result LIVE: দমদম কেন্দ্রে ২৬,৭৩১ ভোটে জিতেছেন ব্রাত্য বসু
দমদম কেন্দ্রে ২৬,৭৩১ ভোটের ব্যবধানে জিতেছেন ব্রাত্য বসু। তৃণমূলের হেভিওয়েট এই প্রার্থী পেয়েছেন ৮৭,৯৯৯ ভোট। যা ওই কেন্দ্রের মোট ভোট শতাংশের ৪৭.৪৮ শতাংশ। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির বিমল শঙ্কর নন্দ পেয়েছেন ৬১,২৬৮ ভোট (৩৩.০৬ শতাংশ)। তৃতীয় স্থানে থাকা সিপিএমের প্রার্থী পলাশ দাস পেয়েছেন ৩০,৬৫৩ ভোট (১৬.৫৪ শতাংশ)।
WB Election Result LIVE: কসবা কেন্দ্রে ৬৩,৬২২ ভোটে জিতেছেন জাভেদ খান
কসবা কেন্দ্রে ৬৩,৬২২ ভোটের ব্যবধানে জিতেছেন জাভেদ আহমেদ খান। তৃণমূলের হেভিওয়েট এই প্রার্থী পেয়েছেন ১ লক্ষ ২১,৩৭২ ভোট। যা ওই কেন্দ্রের মোট ভোট শতাংশের ৫৪.৩৯ শতাংশ। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির ইন্দ্রনীল খাঁ পেয়েছেন ৫৭,৭৫০ ভোট (২৫.৮৮ শতাংশ)। তৃতীয় স্থানে থাকা সিপিএমের প্রার্থী শতরূপ ঘোষ পেয়েছেন ৩৯,১৮০ ভোট (১৭.৫৬ শতাংশ)।
WB Election Result LIVE: কলকাতা বন্দরে ৬৮,৫৫৪ ভোটে জিতেছেন ফিরহাদ হাকিম
কলকাতা বন্দর কেন্দ্রে ৬৮,৫৫৪ ভোটের ব্যবধানে জিতেছেন ফিরহাদ হাকিম। তৃণমূলের হেভিওয়েট এই প্রার্থী পেয়েছেন ১ লক্ষ ৫,৫৪৩ ভোট। যা ওই কেন্দ্রের মোট ভোট শতাংশের ৬৯.২৩ শতাংশ। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির অয়োধ কিশোর গুপ্ত পেয়েছেন ৩৬,৯৮৯ ভোট (২৪.২৬ শতাংশ)। তৃতীয় স্থানে থাকা কংগ্রেসের প্রার্থী মহম্মদ মুক্তার পেয়েছেন ৫,৫৯০ ভোট (৩.৬৭ শতাংশ)।
WB Election Result LIVE: বেহালা পশ্চিমে ৫০,৮৮৪ ভোটে জিতেছেন পার্থ চট্টোপাধ্যায়
বেহালা পশ্চিম কেন্দ্রে ৫০,৮৮৪ ভোটের ব্যবধানে জিতেছেন পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূলের হেভিওয়েট এই প্রার্থী পেয়েছেন ১ লক্ষ ১৪,৭৭৮ ভোট। যা ওই কেন্দ্রের মোট ভোট শতাংশের ৪৯.৫১ শতাংশ। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির শ্রাবন্তী চট্টোপাধ্যায় পেয়েছেন ৬৩,৮৯৪ ভোট (২৭.৫৬ শতাংশ)। তৃতীয় স্থানে থাকা সিপিএম প্রার্থী নিহার ভক্ত পেয়েছেন ৪৭,৫০৯ ভোট (২০.৪৯ শতাংশ)।