West Bengal Election 2021 রাতভর বোমাবাজি নন্দীগ্রামে, থমথমে কালীচরণপুর-সোনাচূড়া এলাকা
রাতভর বোমাবাজি, সকালেও চলেছে বোমাবাজি
![West Bengal Election 2021 রাতভর বোমাবাজি নন্দীগ্রামে, থমথমে কালীচরণপুর-সোনাচূড়া এলাকা West Bengal Elections 2021 Nandigram is tensed after all night bombing at kalicharanpur West Bengal Election 2021 রাতভর বোমাবাজি নন্দীগ্রামে, থমথমে কালীচরণপুর-সোনাচূড়া এলাকা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/01/926f4e5dceda5add57f1397b6414977c_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নন্দীগ্রাম : গোটা দেশের যে নজর নন্দীগ্রামে। ভোটগ্রহণের জন্য বৃহস্পতিবার সকাল থেকেই যেখানে জারি হয়েছে ১৪৪ ধারা। তার আগেই সেখানে একাধিক অশান্তির খবর। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের কালীচরণপুরে রাতভর চলেছে বোমাবাজি। সকালেও বোমাবাজি জারি ছিল। তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ভোটারদের ভয় দেখাতে বোমাবাজি ও মারধর করে। বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি। রাতভর ধরে বোমাবাজির ঘটনা ঘটেছে নন্দীগ্রামের সোনাচূড়াতেও।
এবারের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম। পূর্ব মেদিনীপুরের এই কেন্দ্রে তাঁর দলের একদা সতীর্থ তথা বর্তমানে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই ভোটযুদ্ধে নেমেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, এই দুই হেভিওয়েট প্রার্থীকে টক্কর দিতে তৈরি সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। যিনি সকাল থেকেই বুথে বুথে ঘুরে বেড়াচ্ছেন, যার পরই সারারাত ধরে ভয় দেখানোর অভিযোগ তুলেছেন।
(আরও পড়ুন ভয় দেখানো চলছে, অভিযোগ মীনাক্ষির, ভোটারদের নিরাপত্তা দেওয়ার দাবি)
শুধু নন্দীগ্রাম নয়, দ্বিতীয় দফার ভোটের সকাল থেকেই বিভিন্ন এলাকায় দফায় দফায় অশান্তির খবর মিলেছে। পশ্চিম মেদিনীপুরের কেশপুরে রাজনৈতিক হিংসার ঘটনা ঘটল। দাদপুরে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। এদিকে, ভোটের আগের রাতে পশ্চিম মেদিনীপুরের সবংয়ের বিষ্ণুপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। সংঘর্ষে জখম বেশ কয়েকজন বিজেপি ও এক তৃণমূল কর্মী। তৃণমূলের অভিযোগ, রাতে ক্যাম্প অফিস সাজানোর সময় হামলা চালায় বিজেপি কর্মীরা। তৃণমূলের বিরুদ্ধে পাল্টা আক্রমণের অভিযোগ তোলে বিজেপি।
একঝলকে দ্বিতীয় দফার ভোট-
৪ জেলার ৩০ আসনে ভোট।
মোট প্রার্থী-১৭১ জন।
কোন কোন জেলার কটি বিধানসভায় ভোট-
পশ্চিম মেদিনীপুর (৯), পূর্ব মেদিনীপুর (৯), বাঁকুড়া (৮) ও দক্ষিণ ২৪ পরগণা (৪)।
পশ্চিম মেদিনীপুরের যে আসনগুলিতে-
খড়গপুর সদর, নারায়ণগড়, সবং, পিংলা, ডেবরা, দাসপুর, ঘাটাল, চন্দ্রকোনা, কেশপুর।
পূর্ব মেদিনীপুর যে আসনগুলিতে ভোট –
তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম, চণ্ডীপুর।
বাঁকুড়ার যে ৮ আসনগুলিতে ভোট –
তালড্যাংরা, বাঁকুড়া, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতুলপুর, ইন্দাস, সোনামুখী।
দক্ষিণ ২৪ পরগনা যে আসনগুলিতে ভোট-
গোসাবা, পাথরপ্রতিমা, কাকদ্বীপ, সাগর।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)