Panchayat Election 2023 : মোমবাতির আলোয় পুলিশের সামনেই দেদার ছাপ্পা ভোট সিপিএমের !
West Bengal Panchayat Poll Live Updates : ভোটের আগে পরপর প্রাণহানি। এক নজরে পঞ্চায়েত ভোটের গুরুত্বপূর্ণ খবর :
LIVE
Background
এক নজরে পঞ্চায়েত ভোটের গুরুত্বপূর্ণ খবর :
ভোটের বলি বাড়ছেই : ভোটের আগে পরপর প্রাণহানি। কোচবিহারে বিজেপির পোলিং এজেন্ট খুন। রেজিনগরে তৃণমূল কর্মীকে বোমা মেরে খুন। বারাসাতে নির্দল প্রার্থীর সমর্থককে পিটিয়ে খুন। আবার খুন খড়গ্রামে।
খুনের বদলা খুন : খড়গ্রামে ফের খুন। কংগ্রেস কর্মী খুনে অভিযুক্ত তৃণমূল কর্মীর দেহ উদ্ধার। বদলার অভিযোগ শাসক দলের। শুধুমাত্র মুর্শিদাবাদেই ৮ জনের মৃত্যু।
বাহিনীর সামনেই লাঠালাঠি : নির্দলপ্রার্থীর সমর্থক খুনে রণক্ষেত্র বারাসাতের কদম্বগাছি। পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর সামনেই লাঠালাঠি। অবরুদ্ধ টাকি রোড। বুথে তালা দিলেন প্রার্থীর স্ত্রীর।
ভোট-সকালেও রণক্ষেত্র ভাঙড় : ভোটের সকালেও উত্তপ্ত ভাঙড়। তৃণমূল-আইএসএফ কর্মীদের মধ্যে সংঘর্ষ। তীব্র উত্তেজনা।
ভোটের শুরুতেই বুথ দখল : ভোট শুরু হতেই বুথ দখলের চেষ্টা। দিনহাটায় তছনছ বুথ। নথিতে আগুন। জ্যাংড়ায় বুথের মধ্যেই মারামারি। জঙ্গল থেকে ব্যালট বাক্স উদ্ধার। বিরোধীদের মেরে বের করে দেওয়ার অভিযোগ।
নেই বাহিনী, ভোট 'বয়কট' : নেই কেন্দ্রীয় বাহিনী। নন্দীগ্রামে ভোট বন্ধ করে দিলেন স্থানীয়রা। বুথের ভিতরে লুকিয়ে পুলিশ। হলদিয়ায় বাহিনী না পৌঁছনোয় বুথ বন্ধ করলেন বিরোধীরা।
ভোট দেখতে রাস্তায় রাজ্যপাল : ভোট দেখতে রাস্তায় রাজ্যপাল। ব্যারাকপুরের বাসুদেবপুর আনন্দ বোস। ভোটারদের সঙ্গে কথা। ভোট দেখতে যাবেন নদিয়াতেও।