WB Weather Forecast: রাত পোহালেই ভোট! আগামীকাল উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
North Bengal Weather: দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ পরিস্থিতি চলছে। উত্তরবঙ্গে কেমন আবহাওয়া? ভোটের দিন কী গরমে পুড়তে হবে?

কলকাতা: রাত পোহালেই ভোট বাংলায়। লোকসভা নির্বাচনের প্রথম দফায় উত্তরবঙ্গের তিনটি আসনে ভোটগ্রহণ রয়েছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে রয়েছে ভোটগ্রহণ। ভোটের দিন কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনাও রয়েছে এদিন। জেলাগুলিতে সর্বোচ্চ ঘণ্টায় ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। যদিও উত্তরবঙ্গের সমতল এলাকায় অস্বাভাবিক উত্থান হবে পারদের।
উত্তরবঙ্গের নীচের দিকের জেলাগুলিতে গরম ও আর্দ্র আবহাওয়া থাকতে পারে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ১৮ এপ্রিল থেকে ২২ এপ্রিল পর্যন্ত গরম ও আর্দ্র আবহাওয়া থাকবে।
Mainly dry westerly to north westerly wind at lower levels likely to prevail over the region and due to strong solar insolation heat wave is very likely to prevail over the districts of West Bengal during 18th – 22nd April, 2024. Details of Bulletin is attached. pic.twitter.com/hdSPZHy3hn
— IMD Kolkata (@ImdKolkata) April 18, 2024
দক্ষিণবঙ্গে কেমন পরিস্থিতি?
কেন্দ্রীয় আবহাওয়া বিজ্ঞান মন্ত্রকের ডিডিজিএম পূর্বাঞ্চল সোমনাথ দত্ত জানিয়েছেন দক্ষিণবঙ্গে কিন্তু তাপদাহের পরিস্থিতি থাকবে। ২২ এপ্রিলের আগে দক্ষিণবঙ্গে এই দাবদাহ কমার কোনও সুরাহা নেই। ১৯ থেকে ২১ এপ্রিল দক্ষিণের সব জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে।
বৃষ্টি হবে?
২২ এপ্রিল দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় খুব হালকা এক-দুই পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও এই কারণে তাপমাত্রা খুব একটা কমবে না। পারদের মাত্রায় খুব একটা তাৎপর্যপূর্ণ পতনের আশা নেই। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আগামী ৭২ ঘণ্টায় স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি পারদ উত্থান হতে পারে। রাজ্য়ের পশ্চিমের জেলাগুলিতে এই উত্থানের হতে পারে ৪-৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দুই- একটি জেলায় স্বাভাবিকের তুলনায় ৭ ডিগ্রি পর্যন্ত বেশি হতে পারে দিনের সর্বোচ্চ তাপমাত্রা (Highest।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: স্কুল পোশাকে স্কুল পড়ুয়া! দমদমে সৌগতর প্রচার-মিছিল নিয়ে বিতর্ক





















