এক্সপ্লোর
Advertisement
অনুরাধা পড়োয়াল তাঁর ‘জন্মদাত্রী’, দাবি কেরলের ৪৫ বছরের মহিলার, চাইলেন ৫০ কোটি টাকার ক্ষতিপূরণ
বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী অনুরাধা পড়োয়ালকে নিজের ‘জন্মদাত্রী’ বলে দাবি করলেন কেরলের তিরুবনন্তপুরমের বাসিন্দা ৪৫ বছরের এক মহিলা। করমালা মোডেক্স নামে ওই মহিলা জেলা পারিবারিক আদলতে এ ব্যাপারে একটি পিটিশন দায়ের করে তাঁকে পরিত্যাগ ও শৈশব বঞ্চিত করার জন্য শিল্পীর কাছে ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন।
নয়াদিল্লি: বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী অনুরাধা পড়োয়ালকে নিজের ‘জন্মদাত্রী’ বলে দাবি করলেন কেরলের তিরুবনন্তপুরমের বাসিন্দা ৪৫ বছরের এক মহিলা। করমালা মোডেক্স নামে ওই মহিলা জেলা পারিবারিক আদালতে এ ব্যাপারে একটি পিটিশন দায়ের করে তাঁকে পরিত্যাগ ও শৈশব বঞ্চিত করার জন্য শিল্পীর কাছে ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন।
করমালার দাবি, তাঁর জন্ম ১৯৭৪-এ। তিনি অভিযোগ করেছেন, ‘জন্মের চার দিন পর তাঁকে তাঁর পালক পিতামাতা পোন্নাচন ও অ্যাগনেসের কাছে রেখে চলে যান অনুরাধা। করমালা বলেছেন,তাঁর পালক পিতা মৃত্যুশয্যায় স্বীকার করেন যে, অনুরাধা পড়োয়ালই তাঁর জন্মদাত্রী। পালক মাতা অ্যাগনেসও জানতেন না যে, করমালার জন্মদাত্রী অনুরাধা পড়োয়াল। পোন্নাচন ও অ্যাগনেস করমালাকে নিজেদের চতুর্থ সন্তান হিসেবে প্রতিপালন করেন।
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী করমালা বলেছেন, ‘আমাকে বলা হয়েছে যে, আমার বয়স যখন চারদিন, তখন আমাকে আমার পালক পিতা-মাতার হাতে তুলে দেওয়া হয়েছিল। ওই সময় পোন্নাচন সেনাবাহিনীতে নিযুক্ত ছিলেন এবং মুম্বইতে ছিলেন। তিনি ছিলেন অনুরাধা পড়োয়ালের বন্ধু। পরে তিনি কেরলে বদলি হন’।
করমালা বর্তমানে বিবাহিত এবং তিন সন্তানের মা। করমালা বলেছেন, পালক বাবার কাছে প্রকৃত ঘটনা জানার পর মামলা দায়ের করার আগে তিনি অনুরাধা পড়োয়ালের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন। কিন্তু শিল্পীর কাছ থেকে এ ব্যাপারে কোনও ইতিবাচক সাড়া পাননি তিনি। করমালার দাবি, কিছুদিন পর অনুরাধা পড়োয়াল তাঁর মোবাইল নম্বরটিও ব্লক করে দেন।
করমালার আইনজীবী জানিয়েছেন, অনুরাধা পাড়োয়াল ও তাঁর স্বামী করমালার দাবি খারিজ করলে তিনি ডিএনএ পরীক্ষার কথা বলবেন।
অনুরাধা পড়োয়াল করমালার দাবি সরাসরি খারিজ করে দিয়েছেন। এ ধরনের ‘বোকার মতো কথাবার্তা’র কোনও প্রতিক্রিয়া তিনি দেবেন না বলেও জানিয়েছেন তিনি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement