Amir Khan on Ira: আগামী বছর মেয়ের বিয়ে, 'খুব কান্নাকাটি করব', অকপট আমির খান
Amir Khan on Ira Khan Wedding: সদ্য একটি টক শো-তে এসে আমির জানিয়েছেন, তিনি তাঁর জীবনের দুটি বড় ঘটনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। একটি হল তাঁর ছেলের বড়পর্দায় পা রাখা, অপরটি হল তাঁর মেয়ের বিয়ে
কলকাতা: বিয়ের পিঁড়িতে আমির খান (Amir Khan) কন্যা ইরা খান (Ira Khan), সদ্যই প্রকাশ্যে এসেছে তাঁর বিয়ের তারিখ। নিজের তারকা ফিটনেট ট্রেনার নূপূর শিখরের (Nupur Shikhare) সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন ইরা। তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা ছিলই। কয়েক মাস আগেই বাগদান সেরেছেন এই জুটি। আর এবার, সামাজিকভাবে বিয়ে সারবেন এই যুগল।
সদ্য একটি টক শো-তে এসে আমির জানিয়েছেন, তিনি তাঁর জীবনের দুটি বড় ঘটনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। একটি হল তাঁর ছেলের বড়পর্দায় পা রাখা, অপরটি হল তাঁর মেয়ের বিয়ে। আমির জানিয়েছেন, যখন ইরা অবসাদগ্রস্ত ছিলেন, তখন তাঁকে সাহায্য করেছেন নূপূর। পাশে থেকেছেন সবসময়। আমিরই জানিয়েছেন, আগামী বছরের জানুয়ারি মাসের ৩ তারিখে সাত পাকে বাঁধা পড়বেন তাঁর কন্যা।
হবু জামাতা সম্পর্কে কথা বলতে গিয়ে আমির বলেন, 'নূপূরের ডাক নাম ছিল Popeye। কারণ ও শরীরচর্চা করত। ইরা যখন মানসিক অবসাদের মধ্যে দিয়ে যাচ্ছিল, তখন নূপূর ওর পাশে দাঁড়িয়েছে। আমি খুশি ইরা এমন একজন মানুষকে বেছেছে যে সবসময় ওর পাশে থাকবে। খুব ভাল থাকে ওরা একসঙ্গে। আশা করি ভবিষ্যতেও থাকবে।'
আমির আরও বলেন, 'নূপূর আর ও মা ইতিমধ্যেই আমাদের পরিবারের অংশ হয়ে উঠেছে। আমি কিন্তু ভীষণ আবেগপ্রবণ। ইরার বিয়ের দিন হয়তো আমার চোখে জল আসবে, আমি হয়তো কাঁদব। অনেকে পরিবারের মধ্যে ইতিমধ্যেই বলতে শুরু করেছে, আমিরকে ওইদিন সামলে নিও।' ছেলে মেয়ের সঙ্গে আমিরের ভীষণ ভাল সম্পর্ক। স্ত্রীয়ের সঙ্গে বিচ্ছেদের পরেও ছেলে-মেয়ের সঙ্গে কোনও দূরত্ব আসেনি আমিরের।
২০২২ সালের সেপ্টেম্বরে ইতালিতে এক ট্রায়াথলন চলাকালীন ইরাকে বিয়ের প্রস্তাব দেন নুপূর। তারপরেই ধুমধাম করে আংটি বদল সারেন তাঁরা। আমির খানের সঙ্গে তাঁর প্রথম স্ত্রী রীনা দত্তের বিচ্ছেদের পর ২০০৫ সালের ডিসেম্বরে কিরণ রাওয়ের সঙ্গে বিয়ে হয়। আমির ও কিরণ নিজেদের বিচ্ছেদের সিদ্ধান্ত ঘোষণা করেন ২০২১ সালে। তাঁদের এক ছেলে রয়েছে, নাম আজাদ।
ইরার বিয়েতে ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষেরা তেমনভাবে উপস্থিত থাকবে না বলেই সূত্রের খবর। পরিবারকে নিয়েই সাত পাকে বাঁধা পড়বেন তাঁরা।