Ditipriya Roy: ছোট থেকেই ক্যামেরার সামনে সাবলীল, ষষ্ঠ শ্রেণীতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের কথা শোনালেন দিতিপ্রিয়া
Actress Ditipriya Roy: সোশ্যাল মিডিয়ায় আজ দিতিপ্রিয়া শেয়ার করে নিয়েছেন ছোটবেলার ছবি। তখন তিনি ক্লাস ৬। ষষ্ঠ শ্রেণীর দিতিপ্রিয়াকে দেখা গিয়েছিল ছোটপর্দায় হওয়া রবীন্দ্রনাথের গল্প নিয়ে একটি অনুষ্ঠানে
![Ditipriya Roy: ছোট থেকেই ক্যামেরার সামনে সাবলীল, ষষ্ঠ শ্রেণীতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের কথা শোনালেন দিতিপ্রিয়া Ditipriya Roy: Actress Ditipriya Roy shares her childhood experience of acting in social media, know in details Ditipriya Roy: ছোট থেকেই ক্যামেরার সামনে সাবলীল, ষষ্ঠ শ্রেণীতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের কথা শোনালেন দিতিপ্রিয়া](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/11/dd5d22350adf1da1b7b5ff4a95c40b84169701263369449_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: তিনি অভিনয় করছেন অনেক ছোটবেলা থেকেই। সেটে যেতেন বই নিয়ে.. পড়াশোনার গন্ডি পেরোতে না পেরোতেই, তিনি নায়িকা হিসেবে বেশ পরিচিত হয়ে গিয়েছিলেন। আর এখন.. বড়পর্দা থেকে শুরু করে ওয়েব সিরিজ.. সব জায়গায়তেই দাপিয়ে অভিনয় করছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। তবে আজ.. সোশ্যাল মিডিয়ায় দিতিপ্রিয়া ফিরে দেখলেন তাঁর ছোটবেলার স্মৃতি।
সোশ্যাল মিডিয়ায় আজ দিতিপ্রিয়া শেয়ার করে নিয়েছেন ছোটবেলার একগুচ্ছ ছবি। তখন তিনি ক্লাস ৬। ষষ্ঠ শ্রেণীর দিতিপ্রিয়াকে দেখা গিয়েছিল ছোটপর্দায় হওয়া রবীন্দ্রনাথের গল্প নিয়ে একটি অনুষ্ঠানে। চারুশশীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। দিতিপ্রিয়া লিখছেন, 'আমি চারুশশীর চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছিলাম ও প্রশংসিতও হয়েছিলাম। সেইসময় আমার হয়তো চরিত্রের গভীরতা সঠিকভাবে উপলদ্ধি করার বয়স ছিল না। তারমধ্যেই ফুটিয়ে তুলতে চেষ্টা করেছিলাম চরিত্রটিকে। ১০ বছর পরে আমি বুঝতে পারি, কী গভীর একটা চরিত্রকে পর্দায় ফুটিয়ে তোলার গুরুদায়িত্ব দেওয়া হয়েছিল আমায়। এখনও আমার মধ্যে যেন এই চরিত্রটা বেঁচে রয়েছে। এখন যখন আমি গল্পটার গুরুত্ব বুঝি... আমার মনে হয় কেন চারু তার অতিথি তারাপদকে আরও একটু ধরে রাখতে পারল না..'
সামনেই আরও ২টো নতুন ওয়েব সিরিজে কাজ করার কথা দিতিপ্রিয়ার। একটি 'আবার রাজনীতি' অন্যটি 'ডাকঘর ২'। হইচইয়ের জনপ্রিয় এই দুই ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনে দেখা যাবে দিতিপ্রিয়াকে। অভিনেত্রী দীর্ঘ একটা সময় ধরে ধারাবাহিকে রানি রাসমণির চরিত্রে অভিনয় করেছেন। সম্প্রতি এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে নিজের বিভিন্ন চরিত্রে অভিনয় নিয়ে তিনি বলেছিলেন, 'মানুষ যখন ছোটপর্দায় আমায় দেখতেন, তখন প্রায় ৫ বছর ধরে আমি রানি রাসমণির ইমেজ বজায় রেখেই চলেছি। এমনকি ব্যক্তিগত জীবনেও। এখন আমি রানি রাসমণি নই, দিতিপ্রিয়া। এখন আমি বিভিন্ন চরিত্রে নিজেকে তুলে ধরবই। সেটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। কে কি বলল তাতে আমার খুব একটা যায় আসে না। চরিত্রের প্রয়োজনে আমায় অনেক কিছুই করতে হতে পারে। সেটা চরিত্রের জন্য বা চিত্রনাট্যের প্রয়োজন হলে আমি করব।'
View this post on Instagram
আরও পড়ুন: Abir Chatterjee Exclusive: বলিউডের অভিজ্ঞতা কাজে লেগেছে রক্তবীজে, গোঁফটা কিন্তু নিজের, বলছেন আবির
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)