এক্সপ্লোর
Advertisement
এই নায়িকার জন্যে কম গুরুত্ব দেওয়ায় আমিরের ওপর বেজায় চটেছেন ক্যাটরিনা কাইফ
মুম্বই: আমির খান জানিয়ে দিয়েছেন 'থাগস অফ হিন্দুস্তানে' প্রধান চরিত্রে অভিনয় করছেন ফতিমা সানা শেখই। আর ওই ছবিতে গুরুত্বহীন নেহাতই একজন গ্ল্যামার ডলের মতো রয়েছেন ক্যাট। সূত্রের দাবি, এই বৈষম্যের জন্যে আমিরের ওপর নাকি বেজায় চটেছেন ক্যাটরিনা কাইফ।
সম্প্রতি এক ওয়েব পোর্টালে সাক্ষাত্কার দেওয়ার সময় ছবির চিত্রনাট্যের এই গোপন কথাটি জানিয়ে দেন আমির স্বয়ং। ছবিতে ফতিমা যখন মূল ভূমিকায় রয়েছেন, তখন ক্যাট রয়েছেন শুধু নাচ-গানের দৃশ্যে। এমনকি ছবি সম্পর্কে বলতে গিয়ে নাকি ক্যাটের নাম প্রথমে উল্লেখই করেননি আমির। মিস্টার পারফেকশনিস্ট তাঁর সাক্ষাতকারে বলেন, ছবির চিত্রনাট্যের সমস্ত গুরুত্বপূর্ণ চরিত্র, যেমন যে চরিত্রতে তিনি, বিগ বি এবং ফতিমা রয়েছেন, সেটা খুব ভালভাবে লেখা হয়েছে। যিনি সাক্ষাতকার নিচ্ছিলেন, তিনি ক্যাটের কথা জানতে চাইলে আমির বলেন, হ্যাঁ ক্যাটও সেখানে আছেন। তবে কোনও ভাবেই তিনি যে চরিত্রে রয়েছেন, সেটাকে প্রধান চরিত্র বলা যায় না। ছবির মোট তিনটি গানের মধ্যে দুটিতে রয়েছেন ক্যাট। সেদিক দিয়ে দেখতে গেলে, গুরুত্বপূর্ণ জায়গাই পেয়েছেন ক্যাটরিনা। তবে ছবির গল্পটি ফতিমাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে, সেখানে তিনিই রয়েছেন।
স্বাভাবিকভাবেই এই খবরে চটেছেন ক্যাট ও তাঁর ভক্তরা। ছবিতে যেখানে শুধুমাত্রই একজন গ্ল্যামার ডল ক্যাট, সেখানে ফতিমা তাঁর অভিনয়ের সৌজন্যে ছবির মূল্য চরিত্রে। ছবিটি পরিচালনা করেছেন বিজয় কৃষ্ণ আচার্য। ছবিটি স্বাধীনতা-পূর্ববর্তী পটভূমিতে তৈরি হয়েছে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement