Aanjjan Srivastav Exclusive: কাজ করেছেন ভিকি কৌশলের সঙ্গে, বাংলায় ফিরে সৃজিত, কৌশিকের ছবিতে সুযোগ চান অঞ্জন
Bengali Cinema: বলিউডে সাফল্য পাওয়ার দীর্ঘদিন পরেও বাংলায় কেন ফিরতে চান অঞ্জন?
কলকাতা: বড়পর্দা থেকে শুরু করে থিয়েটারের মঞ্চ, দীর্ঘদিন কাজ করেছেন বাংলায়। সন্দীপ রায় (Sandip Roy) থেকে শুরু করে একাধিক বিখ্যাত মানুষের সান্নিধ্যে এসেছেন। কাজ করেছেন বলিউডেও। আর এবার, বাংলায় ফিরে, বাংলার নতুন পরিচালকদের সঙ্গে কাজ করতে চান অভিনেতা অঞ্জন শ্রীবাস্তব (Aanjjan Srivastav)।
আপাতত থিয়েটারের একটি কাজ করতে কলকাতায় এসেছেন অঞ্জন। সেই ফাঁকেই তাঁর সঙ্গে যোগাযোগ করেছিল এবিপি লাইভ (ABP Live)। কী পরিকল্পনা রয়েছে তাঁর আগামী কাজ নিয়ে? অঞ্জন বলছেন, 'গত ৫-৭ বছর ধরে বাংলায় কাজ করা হয়নি। দীর্ঘদিন পরে নববর্ষের আগে কলকাতায় এলাম শো-এর কারণে। শরীর কিছুটা অসুস্থ তবে তাতে আমার কাজে কোনও খামতি হয় না। থিয়েটার করছি, আগামীদিনেও করব। এখানে এসে গৌতম ঘোষ, সন্দীপ রায়ের সঙ্গে যোগাযোগ করলাম। দীর্ঘদিন বাদে কথা হল। বলিউডে বড়পর্দায়, ওয়েব সিরিজে কাজ করলাম। এখন বাংলার নতুন পরিচালকদের সঙ্গে কাজ করতে চাইছি।'
এর আগে মেঘনা গুলজারের 'শ্যাম বাহাদুর' (Shyam Bahadur) ছবিতে কাজ করেছেন অঞ্জন। এই ছবির নামভূমিকায় অভিনয় করেছেন ভিকি কৌশল (Vicky Kaushal) বলছেন, 'মেঘনার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দুর্দান্ত। আমায় একটা দারুণ চরিত্র দিয়েছিল ও। শুধু শ্যাম বাহাদুর নয়, দুটো হিন্দি ওয়েব সিরিজেরও কাজ করলাম।'
দীর্ঘদিন পরে বাংলায় কেন ফিরতে চান অঞ্জন? অভিনেতা বলছেন, 'টলিউড আর বলিউডের কাজের মধ্যে কোনও পার্থক্য নেই। কিছু টেকনিক্যাল দিক আলাদা কেবল। আমি গৌতম ঘোষের সঙ্গে আরও কাজ করতে চাই। সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee), মৈনাক ভৌমিক (Mainak Bhowmick)-এর মতো পরিচালকদের সঙ্গেও কাজ করতে চাই। কৌশিক গঙ্গোপাধ্যায়ের (Kaushik Ganguly)-র সঙ্গেও কাজ করার সুযোগ হয়ে ওঠেনি, করতে চাই। এখন আর আঞ্চলিক ছবি বলে ভাগ করা যায় না। সমস্ত ছবিই এখন জাতীয় স্তরে সাফল্য পাচ্ছে। আঞ্চলিক ছবির জাতীয় স্বীকৃতির সবচেয়ে বড় উদাহরণ তো হল দক্ষিণী ছবি। বাংলার বহু ছবি মুম্বইতেও সাফল্য পেয়েছে। আমি আঞ্চলিক ছবি ও ওয়েব সিরিজে কাজ করতে চাই। আর হ্যাঁ, থিয়েটার আমার শিকড়। আমৃত্যু সেখানেও কাজ করে যাব।'
কলকাতায় এসেই তারাপীঠ ও দেওঘর ঘুরে এসেছেন অঞ্জন। ঝটিকা সফর করে এসেছেন শান্তিনিকেতনেও। এতদিন পরে বাংলায় ফিরে উচ্ছ্বসিত অভিনেতা। তবে দীর্ঘদিন বাংলা থেকে দূরে থাকার আক্ষেপও রয়েছে তাঁর। এখন বাংলায় এসে, নতুন পরিচালকদের সঙ্গে নতুন কাজ করতে চান অভিনেতা।
আরও পড়ুন: Nawazuddin Siddiqui: সন্তানরা খুশি, নওয়াজের সঙ্গে আর কোনও সমস্যা নেই, বলছেন আলিয়া